বারো মিটিনে প্রেম।

মোস্তাক খসরু ৪ মে ২০১৪, রবিবার, ১১:৩৭:২৭অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

ত্রিশ সেকেন্ড, চোখাচোখি
ত্রিশ সেকেন্ড পড়া,
কি ছিলো সেই, চোখের ভাষা
একটু যাচাই করা।
ঠোটের ফাকে, লাজুক হাসি
লজ্জা রাঙ্গা গাল।
ছুতোর জন্য, যুক্ত করো
কথার ইন্দ্রজাল।
চালাও যদি, একটি দুটি
কথার মতো কথা,
দেখবে কেমন ধীরে ধীরে
কমছে অস্থিরতা।
বারো মিনিট, অনেক সময়
একটি প্রেমের জন্য।
হও না তুমি গাধা, কিংবা
হও না তুমি বন্য।

বিদ্র:জিসান শাহ ইকরামের মান ভাঙ্গাতে বারো মিটিনে প্রেম।

৫৬৫জন ৫৬৫জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ