ত্রিশ সেকেন্ড, চোখাচোখি
ত্রিশ সেকেন্ড পড়া,
কি ছিলো সেই, চোখের ভাষা
একটু যাচাই করা।
ঠোটের ফাকে, লাজুক হাসি
লজ্জা রাঙ্গা গাল।
ছুতোর জন্য, যুক্ত করো
কথার ইন্দ্রজাল।
চালাও যদি, একটি দুটি
কথার মতো কথা,
দেখবে কেমন ধীরে ধীরে
কমছে অস্থিরতা।
বারো মিনিট, অনেক সময়
একটি প্রেমের জন্য।
হও না তুমি গাধা, কিংবা
হও না তুমি বন্য।
বিদ্র:জিসান শাহ ইকরামের মান ভাঙ্গাতে বারো মিটিনে প্রেম।
৪টি মন্তব্য
স্বপ্ন
বারো মিনিটে প্রেম !! বাহ বাহ বাহ । কিন্তু জিসান ভাইয়ের মান ভাঙ্গাতে মানে ? কিসের মান ?
খসড়া
এটা প্রেম। প্রেমের অপমানে কাঁদে বিশ্ব। জিসান ভাই ণারী অথবা কবি নারী।
শুন্য শুন্যালয়
বারো মিটিনে নাকি মিনিটে? আচ্ছা বারো মিনিটে প্রেম কি করে সম্ভব? কথার ইন্দ্রজাল নাকি ছুরির ভয় লাগবে?
ভাইয়া রিপ্লাই না দিলে আজ থেকে মন্তব্য বন্ধ 🙁
জিসান ভাই এর মান ভেঙ্গে যাক শুভকামনা।।
মোস্তাক খসরু
বিদেশী একটি গবেষনাপত্রে এই তথ্যই উঠে এসেছে। সেটার উপর ভিত্তি করেই লেখা। তোমার মাধ্যমে বিষয়টা সবার নজরে আনলাম। আমিতো কবঠ এইসব ভারীভারী বিষয় নিয়ে লেখার যোগ্যতা কি আছে বল।