বারান্দা থেকে-২

শুন্য শুন্যালয় ৬ মার্চ ২০১৬, রবিবার, ১২:২৮:৪৬অপরাহ্ন ছবিব্লগ ৭১ মন্তব্য

IMG_6338 []বারান্দাটা দিনে দিনে, দুর্দিনে, দিনের শেষেও প্রিয় হয়ে উঠছে।
সকালের প্রথম রোদটা যখন আমার প্রথম কেনা কাঠমল্লিকার পাতায় এসে পড়ে,
আমি মাঝে মাঝে গিয়ে ছুঁয়ে দেই।

IMG_6335 (2) []আমার হাতে জন্মানো প্রথম ভ্রূণ, মাতৃত্বের সে আনন্দই পেয়েছিলাম সেদিন,
যেদিন প্রথম উচ্ছের বীজগুলো থেকে সবুজ উঠে এলো। এত আনন্দ!!

IMG_6322 []লাল টুকটুকে স্ট্রবেরী গুলো পাষাণের মত টুক করে খেয়েই ফেলি।

IMG_6332 []লতানো শসা গাছগুলোকে দেখতে ভীষন ভালো লাগে, কিভাবে জড়িয়ে ধরে খুঁটিকে।
আলো, মাটির চাইতে তাদের জন্য আশ্রয়টাই যেন সম্বল। হলুদ, সবুজ মিশে একাকার।

20160210_073322 []হলুদ গোলাপ। একটু একটু করে রঙ বদলায় রোদে।
জ্বলে গেলে রংটা খুবই বিবর্ন হয়ে যায়।
একটুও আর সুন্দর লাগেনা দেখতে তখন।

20151206_172742 []লাল-সবুজের বন্ধুত্ব অমলিন

20160210_073251 []নেমে আসো বর্নিল লালিমা, নেমে আসো।
বারান্দা জুড়ে ধূসর বাসর সেজেছে।

20160131_185801 (2) []সেই যে আমার নানা রঙের দিনগুলি, মানে মরিচগুলি।

IMG_6347 []এইটার নাম হট চিলি। তবে আমি জিহ্বায় পুরো মরিচ ডলেও কোন ঝাল পাইনি।
এদের কাছে হট এর মানে এই, আমাদের দেশে পাচার করে দিতে ইচ্ছে করতেছে।
মরিচ এখন সবজি হিসাবে খাই

IMG_6376 [] (2)জার্বেরা। এই ফুলটায় নেশা কিংবা কিছু একটা আছে। অনেক ভাবে দেখি, তবুও ঘোর কাটেনা।
আমি এই ফুলটার নাম দিয়েছি চারণ।

20160210_082114 []মোহনীয়া হলুদ, রোদের সাথে দেয় পাল্লাপাল্লি

IMG_6342 [] []ছায়ার সম্মোহন শক্তি বেশি।
ছায়াকে সবাই তবু কেন এত ভয় পায়? আমার গাছের ছায়ার মায়ারা, আমার অক্সিজেন।

১৩৯৮জন ১৩৯৭জন

৭১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেইসবুকে সোনেলা ব্লগ