বারবনিতার নাকফুল

কাজী সোহেল ৯ মে ২০১৪, শুক্রবার, ০১:৫৬:১১পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

বিশ্বাস করুন- ও আর বাঁচতে চায় না
শরীরটা আগের মতো নেই
পৃথিবীর ঝড়-জলে ক্ষয়ে গেছে
ওর পৃথিবীতে ঝড় বড্ড বেশি

সে একটা হায়েনার তৃতীয় পক্ষ।
নাকফুল ছিল হয়তো কখনো
একটা লাল শাড়ীও হয়তো পেয়েছিলো
পায়নি আর কিছুই।
ও আর বাঁচতে চায় না।

শরীরটায় অপুষ্টির বিষাক্ত ছোবলে
মাংস অপর্যাপ্ত।
মাংসাশী জন্তুদের লালসার আগুন
মিইয়ে গেছে তাই।
পাকস্থলীর ভেতরে দাউ দাউ করে জ্বলে অবিরাম
লালসার চেয়ে তীব্র আগুন
তাই, মাংস চাই।

জীবনের প্রতি ঘেন্নার বিষ
মাংসাশী পশুদের প্রতি ঘেন্নার বিষ
ও শরীরে ঢোকাবে ডাক্তারের সিরিঞ্জে।
ফুলে উঠবে দেহ, ছুটে আসবে হায়েনার দল।
ওদের বন্য আদিমতায়
কৃত্রিম শীৎকারে, শারীরিক যন্ত্রণায়
মৃত্যুকে খুঁজে নেবে ও।

একটা জীবন্ত কচিমুখ
আসার কথা ছিল একসময়
পাপ-কষ্টের গহ্বরে এলো না সে
প্রতিদিন বিক্রীত দেহে
দাগটাই রয়ে গেলো শুধু

বিশ্বাস করুন- ও আর বাঁচতে চায় না
চোখের জলও ফুরিয়ে এলো যেন-
অবনত মুখে অশ্রু তাই
নাকফুল হয়ে ব্যাঙ্গ করে ওকে।

৫৪০জন ৫৪০জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ