বাবা

আজিম ১৫ জুন ২০১৪, রবিবার, ১১:৩০:৩০পূর্বাহ্ন বিবিধ ৮ মন্তব্য

বাবা আর মায়ের ঝগড়ার বিষয়টা বোঝার বয়স না হলেও সেলফোনে মায়ের উত্তপ্ত বাক্য আমার মনে ভয় ঢুকিয়ে দেয় । ফ্যালফ্যাল করে চেয়ে থাকি আমি মায়ের সেলফোনটার দিকে চোখেমুখে দারুন একটা ভীতি নিয়ে । মায়ের কথা শুনতে পাই, বাবু অর্থাৎ আমার উপর নাকি আমার বাবার কোন টান নাই । পৃথিবীতে আরো বাবা-মাযেরা কী আমার বাবা-মায়ের মতো এরকম ঝগড়ায় মত্তো হয় কমপক্ষে আজকের এই দিনেও! বাবারা মায়েরা কেন এরকম ঝগড়া করে, আমার তা বোঝার মতো বয়স এখনও হয়নি, কারন আমি মাত্র নয় মাসের, এটাই আমার প্রথম বাবা দিবস । বাবা কী তা-ই জানিনা আমি । জানি শুধু বাবা একটা ভালবাসা-শ্রদ্ধা-ভক্তি-বন্ধুসম একেবারেই অতূলনীয় এক অস্তিত্বের নাম । আধো বোলে শুধু আব্বু আব্বু করে তাই ডেকে চলি আমি ।

বন্ধুরা, দু:খ কোরনা আমার জন্য, কেঁদোওনা । আমার মতো অভাগার জন্য কেঁদে তোমাদের বাবাদিবস নষ্ট কোরনা । আগামী একবছর এদিবস আর আসবেনা যে ।

 

ইতি-

তোমাদের “আরভী”।

৫১৪জন ৫১৪জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ