জলের কথা বাদ দাও,এখন
ঐ যে বুড়ি
ব্লাউজ বিহীন সায়া বাদে শ্বেত পাতলা
শাড়ি গায়ে, লাঠি হাতে পান চিবিয়ে বলে,
আমার খোকাটা যে কেমন করে ঘুমিয়ে আছে?
ঊনি হলেন দেশের মা!
আর ঐ যে ভ্যানের চাকা গড়াতে,
লাথির উপর লাথি কষে যাচ্ছে
ও আমাদের দেশের একমাত্র মেয়ে!
ওর উপরে সারা সংসার চলে,
রাতেও বিরাম নেই,রাত -দিন সব এক!
রেম্পে যে মশকী অন্তর্বাস পরণে,অর্ধ -নগ্ন দেহে হাঁটে, ও কিন্তু আর এক মেয়ে, দেশের প্রেমিকা!
সারাক্ষণ দেশের মন মাংসল পিন্ডে লেগে থাকে,
কারন ওখানেই দেশের ইজ্জত!
জলের কথা বাদ দাও,এখন নাকের নথে
লুকিয়ে প্যান্ডরাবক্সের চাবি!
মৌমাছি, ভোঁমরা এরাই দেশের সংসার!
বুড়ি এখন বলে
তোরা স্বজাতিতে বেজাত মর!
নদীর জল শুকিয়ে যায় নদীর
চরে অন্তর্বাসে বৃদ্ধা হাঁটে…
@ বাড়ি,
তারিখ-০৯/০৬/১৩
সময়-৯ঃ০০ রাত
৭টি মন্তব্য
এজহারুল এইচ শেখ
Sobaike valobasa onek….
জিসান শা ইকরাম
আপনাকেও শুভেচ্ছা ।
জিসান শা ইকরাম
” বুড়ি এখন বলে
তোরা স্বজাতিতে বেজাত মর! ” — কি আর বলবে দেশ ? আমাদের দুঃখিনী মা ।
ভালো লেগেছে কবিতা ।
যাযাবর
কবিতায় ভালোলাগা
এই মেঘ এই রোদ্দুর
কবিতায় ভাল লাগা
জবরুল আলম সুমন
অনেক দিন পর আপনার কবিতা পড়লাম… ভালো লাগলো, আপনার লেখা সব সময়ই ভালো লাগে।
শিশির কনা
ভালো লেগেছে ভাই ।