সম্মানিত প্রিয় ব্লগার ভাই ও আপুরা,
আমি ক্ষুদ্র এ মস্তিষ্ক থেকে ছোট একটা ভাবনা শেয়ার করছি, আপনাদের মতামত আবশ্যক।
আমি বেশ কয়েকটা ব্লগে লিখেছি, আমি জানি আমি মানহীন লেখি, সত্যি বলতে আমি লিখে আনন্দ পাই, ছোট থেকেই একা একা বেড়ে উঠা এ আমি নীরব প্রকৃতির ঠিক না, সময় পেলেই বাচলামো করি, একাকিত্বের যন্ত্রণা গুচানো এই যা।
জানিনা অন্য ব্লগ থেকে সোনেলা কেনো বেশী ভালো লাগে, বাকি ব্লগ গুলোতে যাওয়া ছেড়ে দিছি সোনেলায় আসার পর থেকে। আমাকে এখানে আসার এড্রেস দিয়েছে অলিভার ভাই আর মেহেরী তাজ আপু।
আবার বাচলামো করে ফেললাম, যা বলতে এসেছি, সোনেলা ই বুক প্রকাশ করেছে, যতটা জেনেছি এটাই প্রথম ই বুক। আলহামদুলিল্লাহ আমি এটাতে স্থান পেয়েছি। ২০১৫ এর একুশে বই মেলায় এ মুহুর্তে চাইলেও হয়তো বই প্রকাশ সম্ভব না, কিন্তু ২০১৬ তে ব্লগ মডারেটর এবং আমরা আমব্লগার চাইলে হয়তো একটা বই প্রকাশ করা সম্ভব। হতে পারে ছোট গল্প, কবিতা ইত্যাদির সংকলন। এ ব্যাপারে সকলের মতামত আশা করছি। যদি র ব্যাপারে সকলেই একমত হোন তাহলে আরেকটি ব্যাপার এড়িয়ে যেতে চাইনা, ব্লগ মাঝে একটা গ্রুপ খোলা হোক, কিঙবা সিক্রেট সাইট, যেখানে শুধু ব্লগাররা প্রবেশ করতে পারবে, সোনেলায় যারা নিক বিহীন পাঠক আছেন তারা নয়। অত্র গ্রুপে শুধু ব্লগার রা তাদের প্রকাশ করার অভিপ্রায়ে লিখিত লেখা দিবেন। শুধু মাত্র ব্লগার রা পড়বে, সেই পোষ্ট গুলোতে কোনো ব্লগার পাঠক নয় সম্পাদক আর সমালোচক হতে হবে, নিজের ভুল নিজের চোখে ধরা না পড়াটাই স্বাভাবিক। সকলের সম্মিলিত চেষ্টায় কি অদৌ সম্ভব নয়?
তা ছাড়া ইবুকের তিনজন যথাক্রমে হেলাল ভাই প্রহেলিকা ভাই এবং শুন্য আপু আমাদের সর্বাত্মক সহোযোগীতা করবেন এটা বিশ্বাস করি।
আপনাদের অনুমতি ও আলোচনা ক্রমে হয়ে যাক সোনেলায় বই। সোনেলার বইমেলা। সে বইমেলায় ছোট খাটো মাপের সোনেলা গেট টুগেদার ও হয়ে যেতে পারে, সময় নিয়ে কাজ শুরু করলে সকলেই লেখা দিতে পারবে বলেই ধারনা। 🙂
২৭টি মন্তব্য
ছারপোকা
উদ্যোগ টা ভাল এ চেষ্টা করে দেখা যেতে পারে ।
হৃদয়ের স্পন্দন
মাত্র একজন পাশে পেলাম আরো প্রয়োজন
শুন্য শুন্যালয়
আপনার প্রস্তাব মন্দ নয় ভাইয়া। বই প্রকাশের ব্যাপারে কিছু বলতে চাইনা, এটা মোডারেটররা ভালো বলতে পারবেন। তবে আমার ব্যক্তিগত মত চাইলে বলবো, বই প্রকাশের উদ্দেশ্য অনেকে যাতে পড়তে পারে, যেখানে ব্লগের একটা পোস্ট পড়তে কারো সময় হয়না (হাতে গোনা কএকজন বাদে) সেখানে বই প্রকাশ করে কি হবে? যেই ইবুক টা আমরা তৈরি করলাম, সোনেলার কজন ব্লগার এটা পড়েছেন?
আপনার দ্বিতীয় প্রস্তাব আমি ঠিকমতো বুঝতে পারিনি। একটা পোস্টের আলোচনা, সমালোচনা এখানে করলে কি ধরনের সমস্যা হতে পারে? আমাদের কাছে নিক ছাড়া পাঠকদের গুরুত্ব কিন্তু কম নয়। আপনার প্রস্তাবনায় খুশি হলাম, সোনেলাকে আপন ভাবেন বলেই ভাবতে পারছেন এর উন্নতির দিকগুলো। মোডারেটরদের মন্তব্যের অপেক্ষায় রইলাম, তারা নিশ্চয়ই ভালো টা বলতে পারবেন।
হৃদয়ের স্পন্দন
আমার কিঞ্চিৎ সমস্যা হয়েছে বুঝাতে, আমি দ্বিতীয় প্রস্তাবে বলতে চেয়েছি যে সোনেলায় আরেকটা গ্রুপ খুলতে, আর তখনই যদি সেটা বই প্রকাশের সম্মতি পাওয়া যায়, সেইখানে যে লেখাগুলো থাকবে তা আলাদা, সেগুলো বই তে প্রকাশ পাবে, সাধারণ পাঠকরা বই এর পাতায় পড়বে, এখন নিক ছাড়া পাঠক রা যদি গল্প আগেই পড়ে নেয় বই কেনার বা পাবার আগ্রহ থাকবেনা, আর আমার দৃষ্টি কন থেকে একটা গল্পের অনেক অংশ থাকে, লেখার সময়ে যা অজান্তেই চলে আসে, সকল ব্লগার পড়বে এবং মন্তব্য জানাবে, এটা ঝেরে দিন, এই শব্দ উঠিয়ে এটা বসান এসব। এইখানে সমস্যা আছে যদি পাবলিক্যালি এসব মন্তব্য করা হয় তখন সোনেলা তার স্থান হারাবে পাঠককূলের মাঝে, উনারা ভাবিতেও পারে ব্লগার রা নিজেদের জ্ঞানী দাবি করে গেঞ্জাম সৃষ্টি করছে, সে জন্য যদি আমি আমরা আমাদের সোনেলা হই তাহলে বই টাকে অন্তত বই মেলার মোটামুটি চাহিদাসম্পন্ন বানানো যাবে, আশা করছি আপু এখন বুঝাতে পেরেছি, আর আপু আপনি ফেসবুকের আদার মেসেজ টা একটু চেক করবেন. মডারেটর রা নিশ্চয় ভালো মন্দ. বলবেন আপনি ও কিছু বলুন
হৃদয়ের স্পন্দন
সোনেলাকে আপন ভাবি এটা সত্য বলেছেন, একবার চলে যেতে চেয়েছিলাম কিন্তু আপনার মত বড় বোনেরা আর ভাইয়ারা থাকিতে কেম্বায় যাই 🙁
প্রহেলিকা
দেখি সবাই কি বলে, আমি আমার মন্তব্য রেডি করছি। শেষ হলে দিয়ে দিবো তবে অপেক্ষা করতে হপে কিন্তু।
স্বপ্ন নীলা
ভাল একটা ভাবনা— স্বাগত জানাই
অরণ্য
আপাতত জানান দিলাম প্রস্তাবটি আমি পড়েছি। মন্তব্যগুলোও পড়েছি এ পর্যন্ত যেগুলো এসেছে। আমি ফিরব আবার আমার মতামত নিয়ে। ভাবনাটি ভাববার মত।
অরণ্য
আমি ২০১৬ এর একুশে বইমেলায় সোনেলার উপস্থিতি দেখতে পাচ্ছি। কিভাবে হবে তা আমি জানি না, তবে ঠিক টের পাচ্ছি ঘটনাটি ঘটতে যাচ্ছে। কতটা ভালভাবে ঘটনাটি ঘটানো যায় তা আমাদের সকলের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহনের উপরে নির্ভর করছে। যদিও এটি আমার অনুমান তবুও আমি বলব আমিও চাই এমনটি ঘটুক – সোনেলা উপস্থিত হোক একুশের বইমেলা সহ সম্ভাব্য আরও নানা স্থানে।
নুসরাত মৌরিন
আপনার প্রস্তাবকে সাধুবাদ জানাই…। (y)
খুবই ভাল প্রস্তাবনা।
কিন্তু সম্ভব অসম্ভব মডারেটরটাই ভাল বলতে পারবেন…। 🙂
হৃদয়ের স্পন্দন
শুধু মডারেটর দের কেনো নিজেও কিছু বলুন
ব্লগার সজীব
বই প্রকাশের প্রস্তাবের সাথে একমত।গ্রুপের প্রস্তাবে পাঠকগন নিজেদেরকে উপেক্ষিত ভাববেন।আমি যতটা জেনেছি, সোনেলার ব্লগারের সংখ্যার চেয়ে পাঠকের সংখ্যা বেশী।
হৃদয়ের স্পন্দন
কিছুক্ষন আগে একটা পোষ্ট করেছি একটু দেখবেন
সঞ্জয় কুমার
বই মেলায় প্রকাশ বেশ বিরাট আয়োজন ।
এমন মহান পরিকল্পনা বাস্তবায়নে অনেক বিষয় মাথায় রাখতে হয় । যদিও আমরা সবাই মডারেটর দের দিকেই চেয়ে থাকি । ওনাদের চাওয়া এবং প্রত্যাশার বিষয়টা ও বিবেচনা করা উচিত ।
লেখা সংশোধন এবং স্টাডি আলোচনা সমালোচনার জন্য ফেবুতে সিক্রেট গ্রুপ ক্রিয়েট করা যেতে পারে ।
শুধুমাত্র সোনেলার ব্লগার রা যেখানে মেম্বার হতে পারবেন ।
এরপর গ্রুপ স্টাডি এবং আলোচনা সাপেক্ষে যে কোন সিদ্ধান্ত নেয়া যেতে পারে ।
হৃদয়ের স্পন্দন
বেশ লেগেছে আপনার মন্তব্য
ছাইরাছ হেলাল
আলোচনা চালু থাকুক।
হৃদয়ের স্পন্দন
আপনাকে ছাড়া কি করে? 🙁
জিসান শা ইকরাম
প্রস্তাব খারাপ না। বই প্রকাশ করা যেতে পারে.২০১৫ এর বই মেলায় এটা সম্ভব না মনে হয়.২০১৬ কে টার্গেট করা যেতে পারে। তবে সবার আগে প্রয়োজন অন্যের লেখা পাঠ করার মানসিকতা। বই প্রকাশ হলেই হবে না, তা পাঠকের কাছে সমাদৃত না হলে হতাশ হবে সবাই।
একটি প্রশ্ন করাই যেতে পারে, সোনেলার প্রায় সবার ফেইসবুক আইডি আছে।
কতজন ব্লগার তার নিজের পোষ্ট তার ফেইসবুকে শেয়ার করেন?
সোনেলা একটা ওপেন লেখার প্লাট ফর্ম করে দিয়েছে,
লেখকের লেখাও কি সোনেলা প্রচার করবে?
মতামত দিক সবাই, ব্লগ মডারেটর গন দেখবেন নিশ্চয়ই।
গ্রুপ এর বিষয়ে ব্লগার সঞ্জয় কুমারের প্রস্তাবটা আমার কাছে ভালো লেগেছে।
সঞ্জয় কুমার
মামা , আগে কিন্তু আমি ব্লগের লেখা ফেবুতে শেয়ার করতাম । তবে এখন শেয়ারিং টা অটোমেটিক ভাবেই হয় । তাই করিনা ।
হৃদয়ের স্পন্দন
সরি ভাইয়া রিপ্লাই লেট হলো, নতুন পোষ্ট টা একটু দেখবেন
প্রহেলিকা
প্রস্তাব কি করেছেন না করেছেন তা বিষয় নয় আমার মতে আপনি যে ভেবেছেন সোনেলাকে নিয়ে সেটাই বড় বিষয়, আগ্রহ অথবা আন্তরিকতা না থাকলে হয়তো এমন প্রস্তাব আসতো না। কোনো প্রস্তাব দেয়াতো দুরের কথা নিজের লেখায় মন্তব্যের জবাব দেয়ার সময়টুকু নেই এমন ব্লগারের সংখ্যাও কম নয়, সেদিক থেকে আপনাকে ধন্যবাদ জানাই।
আপনার প্রস্তাবের উপর ভিত্তি করে সোনেলার একজন সাধারণ ব্লগার হিসেবে নিজের মতামত তুলে ধরছি।
ব্লগের নাম উল্লেখ না করেই বলছি, কিছুদিন পূর্বে ৭০-৮০ জন ব্লগারের লেখা নিয়ে কতৃপক্ষ একটি বই প্রকাশ করলো ব্লগারদের সংকলন, কিন্তু যেই বইতে ৭০-৮০জন ব্লগারের লেখা স্থান পেয়েছে সেই বই যদি ৩৯টি বিক্রি হয়ে থাকে তাহলে বুঝতে কি আর বাকি থাকে যে যাদের যাদের লেখা ওই বইতে স্থান পেয়েছিলো তাদের অনেকেই বইটি সংগ্রহ করেনি। একজন ব্লগারের লেখা থাকার পরও সেই ব্লগার যখন বইটি সংগ্রহ করে না তখন অন্যান্যরা সংগ্রহ করবে তা আশা করা যায় না অন্তত আমি পারি না। যাইহোক জিসান ভাইয়া উপরে একটা কথা বলেছেন যে লেখা পাঠ করার মানুষিকতা সৃষ্টি করা প্রয়োজন, কথাটির সাথে একদম সহমত। লেখা পাঠ করার মানুষিকতা থাকেলই কেবল কেউ বইটি সংগ্রহ করবে তবে সেই মানুষিকতার ঘাটতি অনেক ব্লগারের মাঝেই রয়েছে যা ব্লগপোষ্টে মন্তব্যের সংখ্যা দেখলেই বুঝা যায়।
সোনেলা কতৃপক্ষ সবাইকে এখানে লেখার সুযোগ করে দিয়েছেন তাই বলে সোনেলা ব্লগ কতৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জানাই। বই প্রকাশের ক্ষেত্রে আমার অভিমত হচ্ছে ২০১৬ সালের বই মেলাতে যদি বই প্রকাশের উদ্যেগ নেয়া হোক তবে তা সোনেলা কতৃপক্ষ দ্বারা নয় সকল ব্লগারের সম্মিলিত প্রচেষ্টায়। সোনেলা কতৃপক্ষ যখন তাদের স্ব-উদ্যেগে বই প্রকাশের সিদ্ধান্ত নিবে তখন বইটি সংগ্রহের ক্ষেত্রে ব্লগারদের মাঝে উদাসীনতা দেখা যাবে যা আমি লিখিত নিশ্চয়তা দিবো, কিন্তু যখন সোনেলার ব্লগারদের উদ্যাগে যদি বইটি প্রকাশ পায় তখন সেই উদাসীনতা দেখা যাবে না বরং সাফল্য আসার সম্ভাবনাই বেশি। দশে মিলে করি কাজ হারি জীতি নাহি লাজ, সকল ব্লগাররা যদি একটি মুক্ত আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে উপনীত হতে পারে তাহলে এটি এ এমন বড় কাজ নয় আর বই প্রকাশের পর অন্তত এটুকু বলা যায় যে যাদের লেখা প্রকাশ হয়েছে তারা অবশ্যই বইটি সংগ্রহ করবেন কারণ নিজের ছেলে কানা হলেও পদ্মলোচন।
এই ছিলো একান্ত আমার ব্যক্তিগত অভিমত। গ্রুপ সম্পর্কে কিছু বলছি না কারণ বই প্রকাশের সিদ্ধান্তের উপর নির্ভর করছে গ্রুপ আলোচনা।
সব শেষে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি সোনেলা কতৃপক্ষকে এখানে লেখার সুযোগ করে দেয়ার জন্য।
শুভকামনা, শুভ ব্লগিং।
=============================
মন্তব্য করতে আইসা পোষ্ট লেইখা ফালাইছি, বাচালের প্রমান কিন্তু পাওয়া গেছে।
হৃদয়ের স্পন্দন
একটা পোষ্ট করেছি দেখবেন ভাইয়া
বনলতা সেন
এই সব বই-ফই এর বিরুদ্ধে আমার অবস্থান।
সোনলা বিজ্ঞাপনে বিশ্বাস করে না, বিজ্ঞাপন নেয় ও না।
কিছুদিন আগে এখানে কিছু বিজ্ঞাপন এসেছিল ঢেঁকি গিলে। এখন আর সে সব ও নেই।
বুকাই না। তাই তাতেও আপত্তি।
এখানে লেখা পড়ি না। না পড়ে মন্তব্য করি।তাই আলাদা আলোচনার স্বর্গরাজ্য খুলে লাভ নেই। তাই গ্রুপ-ফ্রুক এর বিপক্ষে অবস্থান।
তবে অভিনন্দন সোনেলাকে নিয়ে ভাবছেন বলে।
আমার মত ল্যাখকদের বেশি পড়ার দরকার হয় না।সবই পড়ে ফেলেছি।
হৃদয়ের স্পন্দন
আপনাকে ডেকেছি নতুন পোষ্টে
প্রজন্ম ৭১
সোনেলাকে নিয়ে ভাবছেন বলে ভালোই লাগছে।বই প্রকাশের ভালো দিক যেমন আছে,সাইড এফেক্টও আছে।যেখানে বিনে পয়সায় স্টিকি পোষ্টে মন্তব্য অনেকেই করেন না,সেখানে টাকা দিয়ে এখানের কত জন বই কিনে পড়বেন তা ভাবার বিষয়।
তবে একটি বছর সামনে আছে।অনেক কিছুই সম্ভব এই সময়ে।
হৃদয়ের স্পন্দন
সহমত একদম, নতুন পোষ্ট টা একটু দেখে নিবেন প্লিজ
হৃদয়ের স্পন্দন
প্রতি মন্তব্য করতে পারছিনা, কাল একটা পোষ্ট দিবো, 🙁