#১
রোদ্দুর নিভে যাওয়া শীতলতা নিয়ে
অন্ধবৃত্তে ঘুরে মরা মিছে ,
দেয়ালে ঠিকারায় আলো
বাতাসের হাহাকার
………………দেয়াল নির্বিকার।
#২
মৃত শালিকের গায়ে রোদ্দুর একা বুলায়ে দেয় মায়ার পরশ –
তার নিথর ডানায় জাগেনা কাঁপন আর উষ্ণতা মেখেও।
তার ইচ্ছে অনিচ্ছে, সাধ আহ্লাদেরা বিগত সময়ের স্মৃতি কেবলই।
মরে গেলে সব শেষ, কিচ্ছু থাকেনা বাকি।
বেচেঁ থাকো, বাচিয়ে রাখো ; হারিয়ে যেওনা।
#৩
উদাসী,
দিশাহীন অন্ধ বাউল
খুঁজে মরে ঠিকানা কোন পথের
একতারার আনমনা টুং টাং শব্দে।
মুচড়ে ওঠা বুকের ভেতর,
কতটা তরল আগুনে নির্বাণ ঘটে
অহল্যা মুরতি বিষাদের।
২৩টি মন্তব্য
প্রহেলিকা
এবারের লেখার কোন লাইন কোট নয়, সবগুলো খন্ডই ভাল লেগেছে। সুন্দর লেখা শিমুল ভাই।
আগুন রঙের শিমুল
ধইন্যা প্রহেলিকা 🙂
জিসান শা ইকরাম
একবার পঠনে আপনার কবিতার ভিতরে ঢুকতে পারিনা।
প্রথম পাঠ শেষ 🙂
আগুন রঙের শিমুল
দাদা ,
এলোমেলো ভাবনা সব 🙂
ছাইরাছ হেলাল
১………
শেষ পর্যন্ত আলোই জয়যুক্ত হবে ।
২…………
বাঁচার আকুতি !
(কোথাও কোন কিছু প্যাঁচ খেয়ে গেল নাকি ?)
৩………
উদাস বিষণ্ণতা !
ভাবতো সুবিধের মনে হচ্ছে না । যদিও খুব সাময়িক ।
আগুন রঙের শিমুল
জীবন দিয়াছে যাকে হলদে ঝুমঝুমি
সে কখনো দেখবেনা দুপায়ের সোনালী শৃঙ্খল 🙂
স্বপ্ন নীলা
কবিতাটি পড়লাম। কঠিন !! প্রথম হতে শেষ পর্যন্ত দারুন সব শব্দমালায় ভরিয়ে দিয়েছেন কবিতাটিকে। ভীষণ ভাল লেগেছে — অনেক অনেক শুভকামনা রইল —-
আগুন রঙের শিমুল
শুভকামনাটাই এখন অনেক বেশী দরকার আমার 🙂
আপনাকে ধন্যবাদ
শুন্য শুন্যালয়
কিচ্ছু থাকেনা বাকি, কিছুইনা। মরে যাবার আগে তবু একবারের জন্যে মনে হবে, আরেকবার জন্ম নিলেও নিতে পারি। সুন্দর, খুব সুন্দর।
আগুন রঙের শিমুল
হ্যাঁ কেউই মরতে চায়না 🙂
ধন্যবাদ পড়ার জন্য
জসীম উদ্দীন মুহম্মদ
osadharn মানের কবিতা !! -{@ (y)
আগুন রঙের শিমুল
থ্যাংকস জসিম ভাই 🙂
বনলতা সেন
সত্যিই এবারের ভাবনাটা বাওয়াল মনে হচ্ছে । স্পষ্ট করে বললেই হয় ।
আগুন রঙের শিমুল
স্পষ্ট করে বললেও না বুঝতে পারলে কিত্তাম 🙁
শিশির কনা
বিষন্নতা চাইনা তবুও বিষুন্ন কবিতা গানগুলোই কেন জানি মনে দাগ কাটে বেশী ।
আগুন রঙের শিমুল
ছাইরাছ হেলাল বলেছেন
বিষন্নতাই সুন্দর 🙂
ব্লগার সজীব
খুব ভালো লেগেছে শিমুল ভাই।
আগুন রঙের শিমুল
থ্যাঙ্কু সজীব ভাই 🙂
প্রজন্ম ৭১
মরবে কেনো ? বেচেঁ থাকবে, বাচিয়েও রাখবে (y)
আগুন রঙের শিমুল
(y) তবে তাই হোক 🙂
ওয়ালিনা চৌধুরী অভি
বাওয়াল ভাবনা ভালো লেগেছে । ১,২,৩………. হয়ে যাক এভাবে ভাবনার সিরিজ 🙂
আগুন রঙের শিমুল
🙂 আমারে দিয়া সিরিজ হয় না
সাদিক মোহাম্মদ
চমৎকার লিখেছেন…