তোমার মৌনতা
আমায় দৈনতা ভুলিয়ে দেয় ,
ভুলিয়ে দেয় বোনের বেতনের টাকা যোগাড় করতে রিক্সা চালাতে হবে
আমি ভুলে যাই।
সত্যি ভুলে যাই দৈনতা
যখন আমার নয়নে ধরা পড়ে তোমার
একাকী বিকেলের মৌনতা।
আমি তোমার বাড়ির পাশে সে কুড়েঘরে থাকি
চালার ফাকাঁ দিয়ে দেখি বিকেলে ছাদে পায়চারী
দিব্যি দিয়ে বলছি তোমার ঘরের তুলতুলে বিছানায় ঘুমাবার ইচ্ছা নেই বিন্দু পরিমাণ
শুধু ভাবছি অট্টলিকা আর কুড়েঘরের ব্যাবধান
১৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ব্যবধানটুকু মনে রাখতেই হবে।
বুদ্ধিমানের মত ভাবনা।
তা ওদিকের লেখাটি এদিকে পড়ার সুযোগ চাই,দিতেও হবে।
হৃদয়ের স্পন্দন
ভাইয়া কোন দিকের লেখাটা একটু বলবেন কি ? বুঝতে পারিনি 🙁
প্রহেলিকা
তা ওদিকের লেখাটি এদিকে পড়ার সুযোগ চাই,দিতেও হবে।***
এই দিক ঐদিক????
এইডা আবার কি? এতো দিক কেন?
হৃদয়ের স্পন্দন
এত দিক কেন সেটাই কথা আমি আসলে দিক টাই খুজে পাচ্ছিনা প্রিয় ভাইয়া
স্বপ্ন নীলা
ঝরঝরে সুন্দর লেখায় +++++++++++
হৃদয়ের স্পন্দন
বাহ + মন্তব্য তাও এত্তগুলা!!!! ধন্যবাদ আপু। নিজেকে কিছু একটা মনে হচ্ছে
মোঃ মজিবর রহমান
হায় ব্যাবধান, হায় জন্ম আমার কিছুই হলনা এজিবনে।
হৃদয়ের স্পন্দন
সত্যি হলনা আমারো 🙁
খেয়ালী মেয়ে
একদিক দিয়ে চিন্তা করলে ভালই তার মৌনতা সব দৈনতা ভুলিয়ে দেয়–আবার অন্যভাবে চিন্তা করলে ঠিক নয়,সব ভুলে গেলে কিভাবে হবে :p তবে ব্যবধানটুকু মাথায় যে রেখেছেন ওটা বুদ্ধিমানের মত কাজ হয়েছে 🙂
হৃদয়ের স্পন্দন
🙂 আমি নিজেকে গাধা বলে মনে করতাম। যাক বুদ্বির বিকাশ হচ্ছে 😀
বৃষ্টিহত ফাহিম
আমার পড়া তোর সেরা লেখা এইটা।
হৃদয়ের স্পন্দন
সত্যি? নিজেকে কি মনে হচ্ছে কি মনে হচ্ছে? অনেক কিছু।
তাহলে এটার মত ভেবে লিখতে হবে, আমি কখনো ভেবে লিখিনি এর আগে
খসড়া
ভাল লাগল।
হৃদয়ের স্পন্দন
জেনে আমারো ভালো লাগছে। শুভ কামনা জানবেন
আবু জাকারিয়া
আমি কেন এমন সুন্দর লিখতে পারিনা।
হৃদয়ের স্পন্দন
আপনি সুন্দর লিখতে পারেন না? :O তাইলে কে পারে? ;?