বাংলা ছবির কবিতা

হৃদয়ের স্পন্দন ৭ ফেব্রুয়ারি ২০১৫, শনিবার, ১১:৪২:১১অপরাহ্ন বিবিধ ১৬ মন্তব্য

তোমার মৌনতা
আমায় দৈনতা ভুলিয়ে দেয় ,
ভুলিয়ে দেয় বোনের বেতনের টাকা যোগাড় করতে রিক্সা চালাতে হবে
আমি ভুলে যাই।
সত্যি ভুলে যাই দৈনতা
যখন আমার নয়নে ধরা পড়ে তোমার
একাকী বিকেলের মৌনতা।

আমি তোমার বাড়ির পাশে সে কুড়েঘরে থাকি
চালার ফাকাঁ দিয়ে দেখি বিকেলে ছাদে পায়চারী
দিব্যি দিয়ে বলছি তোমার ঘরের তুলতুলে বিছানায় ঘুমাবার ইচ্ছা নেই বিন্দু পরিমাণ
শুধু ভাবছি অট্টলিকা আর কুড়েঘরের ব্যাবধান

৬৫২জন ৬৫২জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ