আমি বাংলার রাজ সিংহাসন
আমি নিয়েছি কোলে বঙ্গবদ্ধুকে
নিয়েছি কোলে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে
নিয়েছি কোলে তাদের সহধর্মীকে,আর কন্যাকে
গণতন্ত্র ভেবে,ঘুমিয়েছি নিশ্চিন্তে মায়ের কোলে।
আবারও এসেছে সময়
নব উদ্দ্যমে কোলে তোলবার নতুন অথবা পুরাতন
যতই বলি বর্তমানকে,
বিদায় নেওয়ার সময় হল ছেড়ে দাও আমাকে
কেয়ার টেকার বসাবে ,হয় তোমাকে নতুবা অন্য কাউকে।
বুঝিনা আমি তোমাকে ছাড়া(সিংহাসনের মায়া)
করিয়েছি সংবিধানকে টুকরো টুকরো দলের তরে,
যাহা আছে বিধানে তাহাই হবে
পড়ে যদি লাশ শত শত,হয় যদি দেশে দুর্ভিক্ষ
পাড়ি দিব আমি বৈদেশে,আমার নিকট আত্বীয়ের সাথে।
তবুও তুমি আমার রবে,আছ,থাকবে
যত দিন থাকে বিধানের মেয়াদ
আমি মানবনা হার জনতার কাছে
হয় যদি বদনাম হউক না
আমি জানি যে সব জনতাই আমার।
আমি বাংলার রাজ সিংহাসন
দেখেছি অনেক,শুনেছি বহু অহমিকার বাণী।
পারেনি কেহ অনন্তকাল ধরে রাখতে আমায়
শেষ পর্যন্ত জনতার তীব্র আন্দোলনে,
পালিয়েছে ওরা এই বলে,
জয় বাংলা আর বাংলাদেশ জিন্দাবাদ ।
৭টি মন্তব্য
আদিব আদ্নান
আগের করা মন্তব্যের উত্তর দিচ্ছেন না কেন ?
মা মাটি দেশ
সরি ভাই আমি সময় তেমন একটা পাইনা অফিসে কাজের ফাকে আপনাদের সঙ্গ দিয়ে আবেগটা প্রকাশ করি।তারপরও ধন্যবাদ আপনাকে প্রশ্নের উত্তর অবশ্যই দিব ।
জিসান শা ইকরাম
যে যায় লংকা, সেই হয় হনুমান
মা মাটি দেশ
অনেক ধন্যবাদ ভাই আপনার প্রেরনাই আমার পথচলা।
খসড়া
জিশান শা ইকরাম বলেছেন যে যায় লংকা, সেই হয় হনুমান। 🙁
মা মাটি দেশ
সকলকে ধন্যবাদ..want to unitiy.
তৌহিদ
জানি যে সব জনতাই আমার।
আমি বাংলার রাজ সিংহাসন
দেখেছি অনেক,শুনেছি বহু অহমিকার বাণী।
পারেনি কেহ অনন্তকাল ধরে রাখতে আমায়
শেষ পর্যন্ত জনতার তীব্র আন্দোলনে,
পালিয়েছে ওরা এই বলে,
জয় বাংলা আর বাংলাদেশ জিন্দাবাদ ।
দারুন লিখেছেন ভাই।