বাংলায় লিখি বাংলায় পড়ি
বাংলায় গান গাই,
প্রানের আবেগে মনের কথা
বাংলায় বলে যাই।
মায়ের মুখেই শিখেছি প্রথম
বাংলায় কথা বলা,
সেদিন থেকেই আমার শুরু
বাংলায় পথ চলা।
বাংলাতে মোর তৃষ্ণা মেটাই
মেটাই যত ক্লান্তি,
বাংলা ছাড়া অন্য কোথাও
নেই যে এত শান্তি।
বাংলার তরে দিতে হয়েছিল
অনেক ভাইয়ের প্রান,
তাদের জন্য লিখে যাই আজ
বাংলা কবিতা গান।
১০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অসম্ভব সুন্দর কবিতাটি পড়ে ভাল লাগল এবং বুঝতে
পারছি আপনি ‘পাগলা’ হতেই পারেন না ।
মানিক পাগলা
ধন্যবাদ হেলাল ভাই
পাগলা হওয়ার বিরাট সুবিধা, যখন যা খুশি তাই বলা যায়। কেউ কিছু মনে করে না। 😛
ছাইরাছ হেলাল
‘পাগলা’ হতে হবে না , আপনি আপনার খুশি মতই না হয় ‘যা খুশি’ বলুন এখানে ।
আশাকরি আমাদের সমস্যা হবে না ।
আপনাকেও ধন্যবাদ ।
মানিক পাগলা
এখন আর কিছু বলতে ইচ্ছা হচ্ছে না হেলাল ভাই
পরে বলব
ছাইরাছ হেলাল
আচ্ছা ।
জিসান শা ইকরাম
এতো কবিতা নয়
সুন্দর একটি গান -{@
ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
মানিক পাগলা
ধন্যবাদ জিশান ভাই
🙂
ব্লগার সজীব
পাগলা ভাই , গান ভালো হয়েছে (y)
মানিক পাগলা
ধন্যবাদ রাজীব ভাই
আদিব আদ্নান
সবই ঠিক আছে কিন্তু এখন যে ভ্যালেন্টাইন সংস্কৃতি চলে এসেছে ।