বাংলাদেশকে শোষণ করে যারা বড় হতে চেয়েছিলো। যারা আমাদেরকে শৃঙ্খলিত করে নিজেরা মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছিলো। যারা আমাদের বুদ্ধিজীবিদের হত্যা করে পঙ্গু করতে চেয়েছিলো। সেই পাকিস্তান এখন বাংলাদেশ হতে চায়! তারা ভুলে গিয়েছিলো বাঘের পেট থেকে বাঘের বাচ্চাই বের হয়।
“The Nation ” পত্রিকার একটি কলাম পাকিস্তানকে চিন্তায় ফেলে দেয়। শিরোনাম ছিলো”The Bangladesh Model! ” এমনকি পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে টকশোতে আলোচনার কেন্দ্র বিন্দু হয় বাংলাদেশ। দাবি ওঠে, পাকিস্তানকে বাংলাদেশের মতো বানানোর। কারন হলো: পাকিস্তান প্রধান ১০সূচকের সবগুলোতেই পিছিয়ে।
সূচক বাংলাদেশ পাকিস্তান
জিডিপি ৮.১৫% ৫.২০%
বেকার হার ৬.০০% ১৩.২৫%
ঋণ ২৭.৯০% ৭২.৫০%
গড় আয়ু ৭৩.৪ ৬৮.১
শিশুমৃত্যু ( হাজারে) ৩১.৭। ৫২.১
বিশেষজ্ঞরা উদাহরণ হিসেবে, যে কয়টি দেশের নাম আনেন ; তার প্রধান আসনে বাংলাদেশ। একই ধর্ম, চিন্তাভাবনা এবং জীবনাচরণে মিল থেকেও পাকিস্তান অনেক পিছনে। শুধু জনসংখ্যা নিয়ণ্ত্রণ নয়। অর্থনীতি, মানবিক উন্নয়ন সূচক, সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ইত্যাদি সবক্ষেত্রে বাংলাদেশ অগ্রগতি লাভ করেছে। মেয়েদের স্কুলে পড়ার হার, সক্ষম দম্পতির জন্ম নিয়ণ্ত্রণ ব্যবস্থা গ্রহণের হার ইত্যাদি সামাজিক সূচকে ভারতকে পিছনে ফেলেছে বাংলাদেশ।
পাকিস্তানের অনেকেই বলছে, যে দেশটা আমাদের সাথে ছিলো; যাদের সাথে আমরা এতো অন্যায় করেছি। তারা এতোটাই ভালো করছে। এখন সাধারণ লোকদের সাথে আলাপ করলেই দেখা যাবে, যুদ্ধের সময় বাংলাদেশের সাথে তারা যে আচরণ করেছিলো তা নিষ্ঠুরতম ছিলো। অথচ যুদ্ধের পর পর এক বিবৃতিতে পাকিস্তান বলেছিলো,” বাংলাদেশ কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবেনা এবং ফিরে আসবে পাকিস্তানের কাছে। হায়রে, “Pakistan proposes but Allah disposes.” তবে, পাকিস্তানের একটি অংশ মনে করে। ঐ পরাজয় পাকিস্তানের জন্য একটা শিক্ষা।
আজ বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে নিজেদের বের করে আনতে সক্ষম হয়েছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ এর পরিমাণ পাকিস্তানের থেকে চারগুণ বেশি। এই প্রবৃদ্ধির বেশিরভাগই রপ্তানি নির্ভর যা ২০১৮ তে এসে দাঁড়িয়েছে বছরে সাড়ে তিন হাজার মার্কিন ডলারেরও বেশি। পাকিস্তানের আর এক গণমাধ্যম ট্রিবিউন সরাসরি সম্পাদকীয়তে প্রকাশ করেছে, তুলনামূলক সম্পদশালী পাকিস্তানকে পেছনে ফেলে যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তা আরও বিস্ময়কর। বাংলাদেশে বিভিন্ন সংস্কৃতি এবং উদারমনা পরিবেশ বিরাজমান। যা পাকিস্তান এর জন্য শিক্ষণীয়। স্বাস্থ্যখাত ও টিকাদান কর্মসূচির ফলে বাংলাদেশে শিশুমৃত্যু হার অনেক কম। মানুষের গড় আয়ুও বেশি। আই এল ও এর সাম্প্রতিক তথ্যানুসারে পাকিস্তানের চেয়ে বাংলাদেশের নারীরা কাজে অনেকাংশে এগিয়ে।
সর্বশেষ, পাকিস্তানকে পিছনে ফেলে জিডিপির আকারের ভিত্তিতে বৃহৎ অর্থনীতি দেশের তালিকায় ৪১ তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। ২০২৩ সাল নাগাদ শীর্ষ অর্থনীতির দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৬ তম হবে। (সুত্র:World Economic Table)
পাকিস্তানীরা আজ অবাক তাকিয়ে আছে আর আমরা বলছি,
” জ্বলে পুড়ে মরে ছারখার
তবু মাথা নোয়াবার নয়!”
৩২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বাহ্, দারুণ সব পরিসংখ্যান তুলে ধরেছে আমাদের এদিয়ে যাওয়ার।
আপনাকে বিজয়ের শুভেচ্ছা।
এই প্রথম লিখলেন এত্ত সুন্দর করে।
আরজু মুক্তা
মন খারাপ হলো। আগেরগুলো ভালো ছিলোনা?
বিজয়ের শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
একজন লেখকের সব লেখা সমান ভালো?
আর একজন পাঠকের কাছে সব লেখা ভাল, সমান ভাল লাগে?
এমন পরিসংখ্যান আগে দেখিনি তো!
আচ্ছা, এখন থেকে সব লেখা ভাল বলতে শুরু করবো!
সুরাইয়া পারভিন
সূচক বাংলাদেশ পাকিস্তান
জিডিপি ৮.১৫% ৫.২০%
বেকার হার ৬.০০% ১৩.২৫%
ঋণ ২৭.৯০% ৭২.৫০%
গড় আয়ু ৭৩.৪ ৬৮.১
শিশুমৃত্যু ( হাজারে) ৩১.৭। ৫২.১
দারুণ ব্যাপার কিন্তু।
চমৎকার পোস্ট।
আরজু মুক্তা
শুভকামনা জানবেন।
সাবিনা ইয়াসমিন
শুরুতেই অর্ধ শততম (৫০) পোস্টের জন্যে অভিনন্দন জানাচ্ছি। 🌹🌹🌹🌹
বাঘের পেট থেকে অবশ্যই বাঘের বাচ্চাই বের হবে। কারণ অন্য কিছু বের হওয়ার অপশন নেই। 😀😀
ভালো লাগলো নিজ দেশের অগ্রসরতা নিয়ে লেখাটি পড়ে। সুন্দর ভাবে লিখেছেন।
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
শুভকামনা আপু।
তৌহিদ
নিজের দেশের এমন সাফল্য পরিসংখ্যান জেনে গর্বিত হচ্ছি। এই সফলতা অব্যাহত থাকুক। বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক এটাই কাম্য।
তৌহিদ
সোনেলায় আপনার ৫০ তম পোস্টের জন্য অভিনন্দন আপু। দ্রুত ১০০ দেখতে চাই। এরপরে ৫০০ হবেই হবে।
আরজু মুক্তা
শুভকামনা। কেমনে ১০০? বিশাল ব্যাপার। সম্ভাবনা কম।
আরজু মুক্তা
অবশ্যই মাথা উঁচু করে দাঁড়াবে।
নিতাই বাবু
জন্ম থেকে যাঁদের মন মানসিকতা খারাপ থাকে। তাঁরা অন্যদের চেয়ে সবদিক থেকে পিছিয়েই থাকে। ওঁরা সত্যিকারের জালিয়াত।
ভালো লিখেছেন দিদি। ভালো লাগলো।
আরজু মুক্তা
ঠিকই বলেছেন। ওরা সত্যিকারের জালিয়াত।
শুভকামনা
সুপর্ণা ফাল্গুনী
জেনে খুউব খুশী হলাম আমরা এগিয়ে আছি। ধন্যবাদ আপু পরিসংখ্যানটি তুলে ধরবার জন্য। ৫০তম এর জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা
আরজু মুক্তা
শুভকামনা আপু
রেহানা বীথি
উন্নতির শিখরে পৌঁছে যাক আমাদের দেশ, ওরা চেয়ে চেয়ে দেখুক। বিজয়ের মাসে চমৎকার পোস্ট।
আরজু মুক্তা
একদম। ওরা চেয়ে চেয়ে দেখবে।
বিজয়ের লাল সবুজ শুভেচ্ছা।
সুপায়ন বড়ুয়া
কজনাই বা পারে বলো তোমার মতো দেখতে
সবাই যখন ব্যস্ত থাকে মন্দ কিছু খুজতে !
সাইনিং বাংলাদেশ
বিজয়ী শুভেচ্ছা শুভ কামনা !
আরজু মুক্তা
সাইনিং ও রাইজিং বাংলাদেশ।
বিজয়ের লাল সবুজ শুভেচ্ছা।
জিসান শা ইকরাম
উন্নয়নে সব সূচকেই আমরা পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকবো ইনশআল্লাহ্,
ওরা এখন বাংলাদেশকে আদর্শ ধরেছে, কিভাবে বাংলাদেশকে অনুসরন করে সামনে আগাবে সে পরিকল্পনা করছে।
যতই আগাক, আমাদেরকে ওরা আর স্পর্শ করতে পারবে না।
অনেক তথ্য সমৃদ্ধ পোষ্ট দিয়েছে, ধন্যবাদ এজন্য।
হাফ সেঞ্চুরী পোষ্টের জন্য অভিনন্দন আর শুভেচ্ছা তোমাকে,
এই তো সেদিন এলে সোনেলায়, এরমধ্যে ৫০ টি পোষ্ট হয়ে গেলো!
পরের ৫০ টি পোষ্ট আরো দ্রুত দিয়ে সেঞ্চুরী পুর্ন করো।
শুভ কামনা।
আরজু মুক্তা
৮ মাস হলো আজ। আপনাদের প্রেরণা পেলে অবশ্যই ১০০ হবে দ্রুত।
শুভকামনা।
মনির হোসেন মমি
সবায় কেবল সরকারের সমালোচনা করেন সুনাম যে কিছুটা হলেও আছে তা হয়তো অনেকে বলতে চায় না আবার কেউ কেউ বলেন তার মধ্যে আপনি একজন।যাক জানলাম অনেক কিছু তবুও আমরা বলব -” জ্বলে পুড়ে মরে ছারখার-তবু মাথা নোয়াবার নয়!”। অভিনন্দন হাফ সেঞ্চুরী লেখার জন্য।
আরজু মুক্তা
গণতন্ত্রের থেকে একনায়কতন্ত্র যে ভালো কাজ করে। অনেক দেশের মধ্যে বাংলাদেশ একটি উদাহরণ।
ধন্যবাদ ভাই।
সঞ্জয় মালাকার
বাহ্, চমৎকার সব পরিসংখ্যান তুলে ধরেছে আমাদের এগিয়ে যাওয়ার।
দিদি আপনাকে বিজয়ের শুভেচ্ছা।
আরজু মুক্তা
আপনাকেও শুভেচ্ছা
মোঃ মজিবর রহমান
হ্যা আমি পড়েছিলাম। আপনার লেখা পড়ে বিস্তারিত। খুব খুশি। আল্লাহ মেহেরবান।
আরজু মুক্তা
শুভকামনা ভাই
নুরহোসেন
বাংলাদেশ তখনি মাথা উচু করে দাড়াবে যখন-
প্রশ্নফাঁস হবেনা,
বেকারত্ব কমে যাবে;
রাজনীতির ক্ষোভে অবিচার হবেনা।
তথাকথিত রাজনীতিবিদদের কারনে বাংলাদেশ প্রতিদিন ১বছর করে পিছিয়ে যাচ্ছে!
আরজু মুক্তা
১০০% সত্য কথা।
নুরহোসেন
তথ্যপুর্ন আরো পোস্টের অপেক্ষায় আছি।
প্রদীপ চক্রবর্তী
জানলাম অনেককিছু।
ধন্যবাদ দিদি।
আরজু মুক্তা
শুভকামনা ভাই