জীবনটাকে নিয়ে অনেক বার একাকিত্বের মাঝখানে দাঁড় করিয়ে ভেবেছি!
ভেবেছি আইফেল টাওয়ারে জীবনটাকে দাঁড় করিয়ে ফিতে দিয়ে মাপবো!জীবন তুমি কত বড়!
সবাই তখন নীচ থেকে দেখে আমি ক্ষুদ্র! আমার ফিতে ক্ষুদ্র!আর আমি নীচে দেখি সবার চোখ অশ্রু-জলে ভেজা!কান্না!চারিদিক লবন-জলের বন্যা!
মরু পথের ক্লান্ত পথিককে তাজমহলে মমতাজের পাশে বসাবো ভেবে যাই আমি!সেখানে আর মমতাজ থাকে না!আমিও সেই থেকে আর যায় না!
তাই ওতো-শত না ভেবে,কোনো দিক না গিয়ে,বাড়ির ছাদের উপর থেকে কাগজের নৌকায় করে জীবনটাকে লবন জলে ভাসাতে চেয়েছি!
যতবার ভাসাতে চেয়েছি ততবার পিছন ফিরে দেখি,মা দাঁড়িয়ে!মা জিঞ্জাসা করে,মা তুমি কার জন্য বাঁচো?উত্তরে মা বলে তোদের জন্য!
@ বাড়ি
তারিখ-৩০/০১/১৩
সময়-৭ঃ৫১ সকাল
৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
অসাধারন লিখেছেন।
জীবনকে ফিতে দিয়ে আসলে পরিমাপ করা যাবে না ।
আর মার তুলনা শুধু মে তেই।
লীলাবতী
খুব ভালো লেগেছে ভাইয়া ।
শিশির কনা
মরু পথের ক্লান্ত পথিককে তাজমহলে মমতাজের পাশে বসাবো ভেবে যাই আমি ! সেখানে আর মমতাজ থাকে না ! আমিও সেই থেকে আর যায় না ! ……….. সুন্দর
সুরাইয়া পারভীন
মরু পথের ক্লান্ত পথিককে তাজমহলে মমতাজের পাশে বসাবো ভেবে যাই আমি!সেখানে আর মমতাজ থাকে না!আমিও সেই থেকে আর যায় না!
আহা কি ভাবনা! চমৎকার লিখেছেন