বসন্ত আসছে

তৌহিদুল ইসলাম ৬ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০৭:৫৮:৩২অপরাহ্ন একান্ত অনুভূতি ৩১ মন্তব্য

উত্তর বাতাসে নোনাজলের সোঁদা গন্ধে ম্রীয়মান আমি-
ঝরাপাতার মর্মর ধ্বনির নিরবচ্ছিন্ন সুরে,
নিশ্চুপে কান পেতে আছি নির্জনে অধীরতায়
বসন্ত আগমনী বার্তার উচ্ছলসৌন্দর্য বর্ণনে।

নিষ্কলুষ প্রাণসঞ্চারী নকশিকাঁথায় নিজেকে মুড়িয়ে
নতুন কুঁড়িতে সবুজের মায়ায় আসছে সে-
কিশোরীর লাজুক চোখের অব্যক্ত কথার চালাচালিতে,
তরুণের গেরুয়া পাঞ্জাবির আলপনা হয়ে।

বাসন্তী শাড়ির ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা উষ্ণতায়
পেলব অস্থিকোষের বসন্ত বাহুডোরে জড়িয়ে,
স্পর্শকাতর লজ্জাবতীর উদ্যাম লুকোচুরিতে
চলো আজ মূর্ছাতুর হই তুমি আমি বারংবার।

১০৩২জন ৮১২জন

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ