বসন্তের শর্তহীন প্রস্তুতি

ছাইরাছ হেলাল ৭ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ০৩:২২:৩৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

স্ব-ইচ্ছায়
সদাশয় বসন্ত উঁকি দিচ্ছে,
অদৃশ্য-সুতোর নাচনে, জানালায়;
নিয়ন্ত্রিত নিমন্ত্রণের স্ব-হৃদয় ভঙ্গিতে;
সদ্য গজিয়ে ওঠা কবিতা-লেখার মত।

কানুন-হীন অন্যমনস্ক ব্যাপারীর ন্যায়
বিমিশ্র-চালাকিতে মানবিক নিক্তি লুকিয়ে,
মসৃণ-প্রীততি বিলানোর ভঙ্গিতে
ওৎ পেতে আছে, ফি-বছরের মত;

ধ্রুপদী আঙ্গিকে সুনিবিড় ছায়া-জুড়ে
ধর্মভীরু একটি নিম গাছ ঝরায়-খরায়
শুধুই কবিতার কথা ভাবে, অবসন্নতার
শর্তহীন প্রস্তুতিতে;

৫৩৯জন ৪৫১জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ