স্ব-ইচ্ছায়
সদাশয় বসন্ত উঁকি দিচ্ছে,
অদৃশ্য-সুতোর নাচনে, জানালায়;
নিয়ন্ত্রিত নিমন্ত্রণের স্ব-হৃদয় ভঙ্গিতে;
সদ্য গজিয়ে ওঠা কবিতা-লেখার মত।
কানুন-হীন অন্যমনস্ক ব্যাপারীর ন্যায়
বিমিশ্র-চালাকিতে মানবিক নিক্তি লুকিয়ে,
মসৃণ-প্রীততি বিলানোর ভঙ্গিতে
ওৎ পেতে আছে, ফি-বছরের মত;
ধ্রুপদী আঙ্গিকে সুনিবিড় ছায়া-জুড়ে
ধর্মভীরু একটি নিম গাছ ঝরায়-খরায়
শুধুই কবিতার কথা ভাবে, অবসন্নতার
শর্তহীন প্রস্তুতিতে;
২০টি মন্তব্য
কামাল উদ্দিন
পেয়াজ বেপারীদের কথা বলছেন নাকি ভাই? তবে যে ভাবেই আসুক কোকিলদের মতো আমরাও বসন্তদের অপেক্ষায়…….
ছাইরাছ হেলাল
এখন কার বসন্ত খুব দুষ্টু দুষ্টু খেলে আমাদের সাথে!
তবু আমরাদের বসন্ত খাওয়া হয়! বসন্ত আমাদের চাই-ই।
কামাল উদ্দিন
বসন্তের জন্য আমি সব সময়ই অপেক্ষা কি ভাই, এ সময়ের চৈতালী হাওয়ায় গ্রামে ঘুরতে খুবই ভালো লাগে।
ছাইরাছ হেলাল
ঋতুরাজ হয়ত এ জন্যই বলা হয়।
আরজু মুক্তা
মনমাতানো বাতাসের জন্য বসন্ত সেরা
ছাইরাছ হেলাল
অবশ্যই সেরা, তাই সাবধান ও থাকতে হবে।
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
বসন্ত আসুক আর না আসুক কবিতা আসতেই হবে। কবিতা চাই ভরপুর
ছাইরাছ হেলাল
আমি ও তো কবিতা চাই, কবিতায় চাই।
সব্বাইকে।
আপনার লেখা লিখুন।
সুপর্ণা ফাল্গুনী
চেষ্টা করবো। ধন্যবাদ ভাইয়া
ছাইরাছ হেলাল
ধন্যবাদ দিচ্ছি।
ফয়জুল মহী
পরিপাটি লেখা । বেশ, মন ছুঁয়ে গেল লেখা।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
ধর্মভীরু একটি গাছ ঠাঁয় দাঁড়িয়ে আছে বলেই কি
ধ্রুপদী নিয়ন্ত্রিত নিমন্ত্রণের আহ্বান প্রত্যাখ্যান করে স্বেচ্ছায় ভাঙ্গছে স্ব-হৃদয়!!
আমি কবিতা বুঝি না,,,,, এ আমারই ব্যর্থতা 😰😰
ছাইরাছ হেলাল
বুলস আই!
আমিও না বুঝেই কিন্তু লিখে যাচ্ছি।
ভাল থাকুন অবশ্যই।
তৌহিদ
প্রস্তুতি যাদের আছে তারা পাক্কা যুগল আর যাদের নেই তারা হাবুডুবু খাবে নিশ্চিত!! এতশত শর্ত দিয়ে কিসসু হবেনা। শর্তবিহীন বসন্ত চাই।
ছাইরাছ হেলাল
আমিও আপনার মত-ই শর্তবিহীন ফুলেল বসন্ত চাই।
সাবিনা ইয়াসমিন
মহারাজ, আপনি আবার শিমুল তলায় গেছেন?
বসন্ত নাহয় নিম গাছ সেজেছে, আপনি কোন সাজে গেছেন? এখন যদি ডাইনিরা হামলা করে? যদি আবার আপনাকে দৌড়ে পালাতে হয় তখন বসন্তের সামনে আপনার মান-ইজ্জত থাকপে??
ছাইরাছ হেলাল
আপনি খালি ভয় দেখান ক্যান!
কবিতায় হবে প্রশ্রয়, কবিতার হবে আশ্রয়।
কোন তলায় যাই নি। একটি নিম গাছ দেখতে পাচ্ছি।
ইসিয়াক
ধ্রুপদী আঙ্গিকে সুনিবিড় ছায়া-জুড়ে
ধর্মভীরু একটি নিম গাছ ঝরায়-খরায়
শুধুই কবিতার কথা ভাবে, অবসন্নতার
শর্তহীন প্রস্তুতিতে;
বেশ ভালো লাগলো।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ।