বলে এসো কানে কানে

বনলতা সেন ২৮ জানুয়ারি ২০১৫, বুধবার, ০৭:০৫:১২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৫৮ মন্তব্য

বলে এসো
আবারও আসবে ফিরে
শিশিরের পা ফেলে ফেলে
মায়াবী ভোরের বেশে,ভোর হয়ে
এই মেঠো পথের আল বেয়ে।

বলে এসো
বু’র কাঁধে মাথা রেখে,
হাত ধরে চোখে চোখ ছুঁয়ে,
এই তো আবার
ফিরে এলে বলে সবুজের ভরা জ্যোৎস্নায়;
ফিরে ফিরে আসবে অনাদিকাল ধরে
অতীত ভবিষ্যতের বাধ ভেঙ্গে,
সহজ নৈপুণ্যের আঁটি বাঁধা ভালবাসার
নৈবদ্য নিয়ে।

বলে এসো আসবে ফিরে,
স্বপ্নের মত স্বপ্নে কাটানো দিনের কাছে
হৈ চৈ ভালোবাসার আঁচলে বিছানো পথ ধরে।

দেখে নিও
স্কুল পালানো বালক বেশে
পড়া ছেড়ে পড়া মাড়িয়ে পড়া ফেলে,
খেলব আবার খুনসুটি ঝুমানন্দে।

বলে এসো
আবার ইচ্ছে হলে দেখতে—
গলায় রক্ত তুলে চেঁচিয়ে হাপিত্যেশ করোনা যেন,
লক্ষী হয়ে,শুধু একটিবার— একটিবার শুধু
কড়া নেড়ো মনফাগুনের রূপোলি দরজায়
আয়না চোখে,চোখ বুজে বুঁদ হয়ে,
চোখ মেললেই দেখতে পাবে
বসে আছি লুকিয়ে,তোমার ই আঁচলে,
তোমারই হৃৎস্পন্দনে ভালোবাসার ঘনারণ্যে।

১জন ১জন
0 Shares

৫৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ