সেই বিষণ্ণ বিভীষিকাময় রাতটি
অবশেষে কেমন করে ভোর হলো
কোনদিন খবর লওনি
আজ, এতোগুলো বছর বাদে
আসন্ন সন্ধ্যায় প্রকৃতির পট বদলের সময়টাতে
আচমকা যখন দেখা হয়ে গেলো ছাদে
বললে, আজো নাকি তুমি হওনি কারো
তবে আমার কেন হলেনা সেদিন, বলতে পারো ?
উন্মাদ আমি এইটুকু বুঝি সুখের দিনে ভালোবাসা দেয় যে কত জন। আরে দুখের দিনে ভালো মত গর্তে পড়ার জন্য হেইয়ো করে জোরে লাত্থি মারে যে কেও। যাতে আরো বেশি গভির গর্তে পড়া নিশ্চিত হয়।
২০টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
বলা খুবই কঠিন আপু।
ভাল লাগলো।
রিমি রুম্মান
ভালোলাগার মত করেই ভাল থাকুন… শুভ কামনা
স্বাধীন নবাব
দুখের সাথী কেউ হতে চাই না,আপু!
সবাই সুখের সাথী হতে চাই৷
রিমি রুম্মান
সুখের দিনেই ডাকবো আমি
চাইলে আমার অন্তর্যামী …
জিসান শা ইকরাম
সুন্দর প্রকাশ
আক্ষেপ হতাশা ব্যতীত এর উত্তর নেই কোনো ।
রিমি রুম্মান
উত্তর বাধ্যতামূলক নয়… 🙂
ব্লগার সজীব
একটু হাহুতাস কবিতা 🙁
রিমি রুম্মান
হহ্ … ঠিকই কইসেন…
কৃন্তনিকা
ছোট্ট কিন্তু দারুণ… (y)
রিমি রুম্মান
দারুন ভাল থাকুন… শুভ কামনা থাকলো
সাইদ মিলটন
এক লহমায় বদলায় সব, থমকে যায় সময়
অঙ্গুলি স্পর্শ ছেরে হয়েযায় সুদুর
নিস্তব্দতা কুরেকুরে খায় প্রাণের কলরব
রিমি রুম্মান
বাহ্ !
সীমান্ত উন্মাদ
উন্মাদ আমি এইটুকু বুঝি সুখের দিনে ভালোবাসা দেয় যে কত জন। আরে দুখের দিনে ভালো মত গর্তে পড়ার জন্য হেইয়ো করে জোরে লাত্থি মারে যে কেও। যাতে আরো বেশি গভির গর্তে পড়া নিশ্চিত হয়।
রিমি রুম্মান
এটাই বাস্তবতা…
নীলাঞ্জনা নীলা
খুব কষ্টের এ জীবন।
রিমি রুম্মান
তবুও জীবন কখনো কখনো সুন্দর… পথকলি সেই ছোট্ট মেয়েটির মতই সুন্দর … ভাল থাকুন।
খসড়া
কোন উত্তর নেই?
রিমি রুম্মান
ভাষাহীন … নির্বাক হলে হবে না… উত্তর দিতেই হবে… :p
মিথুন
উত্তর শুধুই কান্না 🙁
স্বপ্ন
এমন প্রশ্ন শুধু নিজেকেই করা আপু।