সমুদ্র,
তোমার উপর দিয়ে উড়ে যাওয়া পরিযায়ী পাখীরা
উষ্ণতার সন্ধানে শীতে দূর দেশে উড়ে উড়ে যায়
তোমার তলদেশে ঘুরে বেড়ানো তিমি’রা-ও
শীতের শুরুতে উত্তর থেকে দক্ষিনে ফিরে ফিরে যায়।
বলতে পারো, আমি কেন তোমায় পাড়ি দিয়ে
শ্যামল-সবুজ দেশ ছেড়ে সাদা-বরফে আবাস গড়েছি ?
সমুদ্র,
শ্রাবণের সেই বর্ষণমুখর দিনের শেষে
প্রবল স্রোতের তোড়ে যেদিন জলের মতন এলেম ভেসে
উত্তরের বাতাস জানে, হৃদয়ের সব আবেগ দিয়ে
গড়েছিলেম সেদিন আরেক সমুদ্র দু’নয়নে ।
বলতে পারো, আমি কেন ঐ দেশটাকে অনুভব করি
শরীর জুড়ে বয়ে যাওয়া রক্তের ভেতর দিয়ে ?
সমুদ্র,
আরেকবার যদি জন্মলাভের সুযোগ হয়
নিখুঁত সুন্দর জন্মজন্মান্তরের চেনা ভুমি ছেড়ে
আমি কিন্তু কোথাও যাবো না, বলে রাখলাম
সাক্ষী তুমি ।
১৫টি মন্তব্য
জিসান শা ইকরাম
দেশের কাদা মাটিতে গড়া মানুষটি দেশ থেকে দুরে গিয়ে হাস ফাস করছে।
চলে আসুন আপনি দেশে।
কস্ট, অতৃপ্তি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
ভালো থাকুন প্রবাসে।
রিমি রুম্মান
আসবো সহসাই আমার জন্মভুমিতে… ইনশাল্লাহ …
ছাইরাছ হেলাল
বহুদিন পরে লিখলেন ।
আমরাও সাক্ষী হতে চাই এই জন্মেই এই কাদামাটিতেই ।
রিমি রুম্মান
অনেক ভাল থাকুন… সাক্ষী আমার !
ব্লগার সজীব
আপনার হৃদয় যে বাস করে এই দেশেতে আপু । খুব ভালো লিখেছেন ।
রিমি রুম্মান
সব প্রবাসীরাই মাটির টানে একাকী দীর্ঘশ্বাস নিয়ে কাটায় …দিন ।
শুন্য শুন্যালয়
এ হাহাকার জন্ম জন্মাতরেও ফুরাবে না..
কি কস্ট হয়, কেনো হয় সমুদ্র কি তা জানে? 🙁
রিমি রুম্মান
সমুদ্রও আমাদের মতই দুঃখী … বালুচরে নোনা জলের দাগ রেখে যায় যে ! তাই সমুদ্রকেই বলা…
নীল রঙ
সাক্ষী থাকলাম। 🙂
রিমি রুম্মান
ভাল থাকুক আমার সাক্ষীরা … -{@
প্রহেলিকা
আমি আর কি বলবো লিখাটি তো আমার মনের কথাই বলে গেল। শুভকামনা।
রিমি রুম্মান
আপনি নীরবে নিভৃতে দীর্ঘশ্বাস নিন… কষ্ট কিছুটা কমুক তাতে… ভাল থাকুন।
রিমি রুম্মান
আপনি নীরবে নিভৃতে দীর্ঘশ্বাস নিন… কষ্ট কিছুটা কমুক তাতে… ভাল থাকুন -{@
বনলতা সেন
আপনাকে কোথাও যেতে দিচ্ছে কে?
আমি দিচ্ছি না ।
আরও লিখুন ।
রিমি রুম্মান
আপনাদের ভালবাসা বাঁচিয়ে রাখুক…