আজ আমরা বাংলাদেশের সাধারণ জনগন সর্বদা একটা বড় ধরনের আতংকে আছি, না জানি এ দেশে কখন কি না জানি ঘটে! মরার ভয়ে আছি আমরা সাধারন জনগন,কোন সময়ে না জানি নাশকতার কবলে পড়তে হয়! রাজনীতি এ দেশে আজ “যোর যার মুল্লুক” তার এ নীতিতে চলছে ৷ একটি দেশে বিভিন্ন ধরনের দল থাকবে বিভিন্ন ধরনের মত থাকবে বিভিন্ন প্রকার নীতি থাকবে এটা একটা স্বাভাবিক ব্যাপার; সকল দলের একটা উদ্দেশ্য থাকবে যে, দেশে কি ভাবে শান্তি শৃংখলা বজায় রাখা যায়! কিন্তু আমাদের বাংলাদেশে নোংরা রাজনীতির ফলে, সাধারন জনগন আজ কোণঠাসা! এ দেশে খুন,গুম,নাশকতা,বোমাবাজি, ককটেলবাজি, পেট্রোলবোমা নিক্ষেপ, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, সাম্প্রদায়িক উস্কানি প্রভৃতি অসামাজিক এ কর্মকান্ড গুলো একটি নোঙরা রাজনীতির ফসল৷ এ ধংস্বাত্নক রাজনীতির কবলে পড়ে সাধারণ মানুষ আজ মাছের মতো খাবি খাচ্ছে! কত লোক এ রাজনীতির যাতাকলে পড়ে যে মারা গেছে,যাচ্ছে তার হিসাব হয়তো কেউ রেখেছেন কি না জানিনা, এর মধ্যে বেশিরভাগ কিন্তু সাধারন জনগন মারা গেছে! কত গাড়ি, কত বাড়ি, কত ঘর পুড়েছে তার হিসাব কিন্তু কেউ রাখেনা; তবে সবাই এটা জানে যে, এ দেশে লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হয়েছে! আর এ ক্ষতিটা বেশি ভোগ করছে এ দেশের সাধারন জনগন!!!
১০টি মন্তব্য
জিসান শা ইকরাম
সাধারন জনতা এখন রাজনীতির চুলার জ্বালানী কাঠ।
হৃদয়ের স্পন্দন
আমার মনে হয়না জনগণ আসলে ক্ষতি ভোগ করছে, আমজনতা মানে আমরা করছি উপভোগ, পেপারে যেখানে প্রথমেই পড়ি ধর্ষণ সংবাদ, তারপর চায়ের কাপে পরকিয়ার খুন, তারপর সিগেরেট মুখে মন্ত্রী দের বয়ান পড়ি, তারপর মুখে হাসি নিয়ে পাগল বলে চেয়ার আর পত্রিকা ছেড়ে উঠে যাই নিজের কাজে, সেখানে ভোগ নয় উপভোগ বলাই শ্রেয়, যেদিন সত্যি ভোগ করব সেদিন আর যাই হোক আওয়ামী বিম্পি জাতীয় পার্টি বাসদ জাসদ থাকবেনা, নতুন শক্তি আসবে, জনগনের শক্তি, নতুন দল জনগণের দল. সেদিন থেকে আর বাংলায় আপনার মত কেউ চিন্তা করবেনা, কেননা তখন আমরা উন্নতির শীর্ষে থাকবো ততদিন উপভোগ করা যাক
স্বাধীন নবাব
ঠিক কথা বলেছেন জিসান ভাই! আমরা সেই কাঠ হয়ে আজ অনবরত পুড়ছি! এভাবে আর কত দিন চলবে!!
স্বাধীন নবাব
অতি আক্ষেপ নিয়ে কথা গুলো বলছেন,সঠিক আছে; আপনার কথা একেবারে ফেলনা নয়!
কিন্তু আমজনতা তো আজ এই নোংরা রাজনীতির মধ্যে বন্দী,এ থেকে পরিত্রাণের উপায় কি!!@ হ্নদয়ের স্পন্দন ভাই
সঞ্জয় কুমার
পরিবারতন্ত্রের বেড়াজাল আগে ছিন্ন করতে হবে ।
ব্লগার সজীব
এর আলাদা বিশ্লেষন আছে অবশ্য।ইচ্ছে করছেন বলতে।
স্বাধীন নবাব
সেটা কীভাবে? একটু বলবেন কি সন্জয় দা!
স্বাধীন নবাব
বিশ্লেষণ টা বড় জানতে ইচ্ছে করছে! যদি বলেন……তাহলে ভালো হতো! তবে বলা না বলা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার!
ধন্যবাদ@ সজীব ভাই
লীলাবতী
বাংলাদেশের রাজনীতির এই অবস্থা।আর সোনেলার অবস্থা এই,নবাব সাহেব এসে পোষ্ট দিয়ে চলে যাবেন,কিছু প্রজা আছে এখানে তারা পঠন করবেন।নবাব সাহেব প্রজাদের কোন ল্লেখা পঠন করবেন না :D)
ছারপোকা
রাজনীতি শব্দটা শুনলেই অনেক ঘৃনা জন্মে যায় মনে ।কিছু বলতে চাই না আর ।