১
‘ওরে ও তরুন সেনা ’
মনের কোনে আগুন জ্বালা
বাজিয়ে বাঁশি খুঁজরে তোরা
আইন করে হাড্ডি গুড়া
ধর্ষকদের ভাংরে ডেরা !!
২
নারী তুমি গর্জে ওঠো
সাহস নিয়ে এগিয়ে চল
দ্বিধা ঝেরে সামনে পানে
কণ্ঠে তুমি আওয়াজ তোল !!
৪
সামনে বিপদ পিছে বিপদ
আসুক বিপদ পাহাড় বেয়ে
ষষ্ট ইন্দ্রিয় জাগিয়ে মনে
উড়িয়ে দাও ঝড় হয়ে !!!!
১৬ এপ্রিল,২০১৫
১৮টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ষষ্ট ইন্দ্রিয় জাগিয়ে মনে
উড়িয়ে দাও ঝড় হয়ে
হুম দূর হয়ে যাক সব বিপদ।
স্বপ্ন নীলা
হুমম — সব বিপদ কেটে যাক
ভাল থাকবেন ভাই
শুভকামনা রইল
ছাইরাছ হেলাল
ঝড় হয়ে উড়িয়ে দিতে পারছি কই!!
উড়ে যাচ্ছি আমরা সবাই।
সুন্দর।
স্বপ্ন নীলা
নরপশুরা বার বার আঘাত হানছে আমাদের বোনদের উপর — আর সহ্য করতে পারছি না ভাই
খুবই কষ্ট লাগছে — অন্তরের গহীন হতে কষ্ট লাগছে
ভাল থাকবেন, শুভকামনা রইল
জিসান শা ইকরাম
নারী তুমি গর্জে ওঠো
সাহস নিয়ে এগিয়ে চল
দ্বিধা ঝেরে সামনে পানে
কণ্ঠে তুমি আওয়াজ তোল !!— নারীদের জাগতেই হবে।
প্রেরনা মুলক লেখা, ভাল হয়েছে।
স্বপ্ন নীলা
আপনার প্রেরণায় নতুন পথের দেখা পাই —
আমার খুবই কষ্ট লাগছে এই ভেবে যে নারীবাদী সংগঠণগুলো সাথে সাথেই তাদের কণ্ঠে আওয়াজ তোলে নাই —– খুবই কষ্ট পেয়েছি জিসান ভাই —- কবে তাদের হুস হবে !!! হুমম তারা প্রতিবাদ করবে হয়তো আরো কয়েকদিন পর, কিন্তু তখন তো অনেক দেরী হয়ে যাবে !!!
শুভকামনা রইল ভাই
কৃন্তনিকা
ভালো কবিতা… -{@
কিন্তু কবিতায় যা সম্ভব মনে হয়, তা বাস্তবতায় কঠিন…
তবে কবিতার আশাই মানুষকে বাঁচিয়ে রাখে…
স্বপ্ন নীলা
আমাদের হাজারো কণ্ঠের প্রতিবাদে অন্যান্যরাও জেগে উঠবে — তারা আর ঘুমিয়ে থাকতে পারবে না
শুভকামনা রইল
শুন্য শুন্যালয়
হাড্ডি গুড়া করবার আসলেই খুব ইচ্ছে হয়, কিন্তু পারিতো না 🙁
ভালো লিখেছেন আপু।
স্বপ্ন নীলা
আপু খুবই ইচ্ছে করছে ঐ শয়তানদেরকে হাড্ডি গুড়া করে দিতে —ওদের এমন শাস্তির ব্যবস্থা করা হোক যা দেখে আর কোন ছাত্ররূপী দানব এহেন কাজ করতে সাহস না পায় —
শুভকামনা রইল
খেয়ালী মেয়ে
নারীর বিপদ প্রতি পদে পদে…..কখনো নারী বিপদমুক্ত হতে পারবে কিনা সন্দেহ…..এই সমাজ/বিশ্বে কোথাও এখনো নারীদের নিরাপত্তা নিশ্চিত হয়নি……….
আপনার কবিতাটি ভালো লেগেছে…
নারী তুমি গর্জে ওঠো
সাহস নিয়ে এগিয়ে চল
দ্বিধা ঝেরে সামনে পানে
কণ্ঠে তুমি আওয়াজ তোল (Y)
স্বপ্ন নীলা
নারীর জন্য নিরাপদ একটা পরিবেশ দিতে না পারলে ভবিষ্যৎ খুবই খারাপ হবে — তারা ক্রমাগত ভয়ের আতংসে বাস করবে -যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য শুভ ফল বয়ে আনবে না —
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল
নীলাঞ্জনা নীলা
এমন হয় যেন আমাদের শপথ।
স্বপ্ন নীলা
হুমম আপু, নারী নির্যাতনকারীদের রুখে দিতে হবে, ওদের শাস্তি হওয়া প্রয়োজন, কঠিন শাস্তি
নুসরাত মৌরিন
আওউ নপংশুকগুলোকে ইচ্ছা করে পা দিয়ে মাড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিতে।পারি না তো!! কিন্তু তবু নারীকে ডিফেন্স করা শিখতে হবে।এটাই এখনকার সময়ের একমাত্র সমাধান।
স্বপ্ন নীলা
ঠিক বলেছেন আপু ! ওদেরকে রুখতেই হবে এই হোক আমাদের অঙ্গীকার !!!
শুভকামনা রইল
ব্লগার সজীব
নারীকে গর্জে উঠতেই হবে আপু।এর বিকল্প নেই।
স্বপ্ন নীলা
হুমম নারীকে আর চুপ করে থাকলে হবে না, তাদেরকে গর্জেে উঠতেই হবে। প্রতিবাদে গর্জে উঠ নার !! সাথে পুরুষদেরও সহাযোগিতা চাই
শুভকামনা রইল