–
রঙ আর রঙ চারিদিকে… এইবার যেন কিছু হবে…
বরষার সাদা ফুলে ফুলে, লুকোনো লালিমা লজ্জার
কোন্ ফাঁকে হয়েছে প্রকাশ ! যেন, ঘুম ভেঙেছে ঘুমের…
জেগে ওঠা ভোরের ভিতরে, জেগেছে আরেক রঙ-ভোর…
এইবার কিছু হয় হোক… এইবার কিছু রঙবোধ
তোমাকেও জলের ঘোরে, ভিজিয়ে করুক যে বেহাল
বরষার অজুহাতে ; আজ, শুভ্রতা নুয়েছে যেমন
অবিরাম ধারায় ; তু্মিও, টলোমলো… একটু মাতাল…
.
.
.
সবিনয় উত্সর্গ-প্রিয় প্রিয় প্রিয় শাকিলা তুবা আপু…
.
রাত ১.০৮ মিনিট
২০জুলাই, ২০১৩
–
১২টি মন্তব্য
জিসান শা ইকরাম
অনেক সুন্দর , অনেক ভালো লাগা ।
মিসু
আপনি অনেক ভালো লিখেন ।
আদিব আদ্নান
সুন্দর বর্ষা ।
শুভ্রতার অবিরাম ধারায় মাতাল না হলেও টলোমলো অবশ্যই ।
শিশির কনা
কিছু একটা হোক । ভালো লিখেছেন ।
ছাইরাছ হেলাল
বর্ষাকালে ‘বরষায়’ পড়লাম মন দিয়ে ।
যাকে উৎসর্গ করলেন সে কে ?
বনলতা সেন
একা ভিজবেন কেন ?
আপনার তুবা আপুকেও সাথে নিন ।
ব্লগার সজীব
অন্তরা আপু কবিতায় ভালোলাগা (y) (y)
প্রজন্ম ৭১
এইবার কিছু হয় হোক… এইবার কিছু রঙবোধ
তোমাকেও জলের ঘোরে, ভিজিয়ে করুক যে বেহাল
বরষার অজুহাতে ; আজ, শুভ্রতা নুয়েছে যেমন
অবিরাম ধারায় ; তু্মিও, টলোমলো… একটু মাতাল… (y) (y) (y)
শাকিলা তুবা
আমি অভিভূত। আমাকে উৎসর্গ করে এত সুন্দর একটা কবিতা পোস্ট দিল মিতু আর আমি তা দেখিওনি আবার এখন দেখবার কেমন লজ্জা লজ্জা লাগছিল বলে লিখব কি লিখব না ভেবে ভেবেও লিখেই ফেললাম। মিতুর ভালবাসায় আমি চিরদিনই সিক্ত। এখন আসি কবিতার কথায়। অনেকদিন পর সত্যিই সুন্দর একটা কবিতা পড়লাম। মিতুর লেখক জীবনের আরো উৎকর্ষের প্রতি আশাবাদ থাকল।
সীমান্ত উন্মাদ
অনেক অনেক ভালোলাগা এবং শুভকামনা নিরন্তর।
প্রিন্স মাহমুদ
সুন্দর লেগেছে । খাইসে টাইপ লেখা , সবাই এরকম লিখতে পারেনা ।
রকিব লিখন
বরষার অজুহাতে ; আজ, শুভ্রতা নুয়েছে যেমন
অবিরাম ধারায় ; তু্মিও, টলোমলো… একটু মাতাল…
———— লেখনির উন্মদনা আমাকে মাতাল করেছে।।
অসাধারণ।। -{@