বন্য

বনলতা সেন ২৮ জুন ২০১৩, শুক্রবার, ০৩:১৩:৫৪অপরাহ্ন বিবিধ ২৬ মন্তব্য

পোষ না মানা আবেগ অনুভূতির কিনারা ছুঁই ছুঁই করে ,
কথোপকথনে দৈবানুক্রমিক প্রাঞ্জলতা এ এমন কোন যাদু নয় ;
ক্লান্তিহীন ঊর্ধ্বশ্বাসে ছুটে-চলা
অবিরত অনবরত…
মীনের হল না মর্মস্পর্শ ।

৫৫৩জন ৫৫৩জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ