পোষ না মানা আবেগ অনুভূতির কিনারা ছুঁই ছুঁই করে ,
কথোপকথনে দৈবানুক্রমিক প্রাঞ্জলতা এ এমন কোন যাদু নয় ;
ক্লান্তিহীন ঊর্ধ্বশ্বাসে ছুটে-চলা
অবিরত অনবরত…
মীনের হল না মর্মস্পর্শ ।
বেশি কথা যে নেই ,তাই অল্পেই সব বলি ।
হ্যা , দেখে ভাল লাগল ।
কী করে বুঝলেন কেউ মিস করেছে কী করেনি ?
আর আপনি বা আমাদের ভুললেন কী করে ?
আমাদের ভুলে গিয়ে ঠিক কাজ করেননি ।
মর্ম স্পর্শ ছাড়াই যদি এমন করে লেখা যায় তাহলে আর মর্ম স্পর্শের প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না ।
প্রথম দু’লাইন কীভাবে কেমন করে লেখা যায় বা লেখা হয় আমি তা ভেবে পাই না ।
শুধু বলছি –অসাধারন হয়েছে ।
যদিও সৈকত আগেই বলে ফেলেছে ।
এক কথায় অসাধারন আপনার এই অনু কবিতা ।
কয়েকদিনে পর পর এমন কতগুলি লেখা এখানে পড়লাম যা অত্যন্ত উচু
মানের দাবি রাখে । আমি নাম উহ্য রেখেই বললাম ।
সামান্য কয়েকটি শব্দ মাত্র , কিন্তু আবেদন চমৎকৃত করার মত ।
কী ভাবে এমন লেখে !
অনু কবিতা কী তা কিন্তু আমি জানি না ।
অন্যদের সাথে তুলনা করে আমাকে লজ্জায় ফেলা ঠিক হচ্ছে না ।
আমিও পড়ার সুযোগ পেয়েছি অন্যন্ত ভাল কিছু লেখার ।
সব সময় এমন লেখা দল বেধে আসে না ।
প্রশংসা পছন্দ করি না এমন কথা বলছি না ।
২৬টি মন্তব্য
মর্তুজা হাসান সৈকত
প্রথম লাইন দুটি বেশ চমৎকার ।
বনলতা সেন
মন্তব্য পেয়ে ভাল লাগল ।
লীলাবতী
অল্প কথায় অনুভূতির চমৎকার প্রকাশ । কেমন আছেন ? অনেক দিন পরে আসলাম , কেউ আমাকে মিসও করেনা 🙁
বনলতা সেন
বেশি কথা যে নেই ,তাই অল্পেই সব বলি ।
হ্যা , দেখে ভাল লাগল ।
কী করে বুঝলেন কেউ মিস করেছে কী করেনি ?
আর আপনি বা আমাদের ভুললেন কী করে ?
আমাদের ভুলে গিয়ে ঠিক কাজ করেননি ।
জিসান শা ইকরাম
ছোট সুন্দর । অনেক ভালো লাগা ।
বনলতা সেন
পড়ছেন দেখে ভাল লাগল ।
কৃন্তনিকা
ছোট্ট ছিল। কিন্তু লাগলো বেশ… (y)
বনলতা সেন
আপনার ছোট্ট কিন্তু সুন্দর মন্তব্য ও ভালোলাগল বেশ ।
ছাইরাছ হেলাল
মর্ম স্পর্শ ছাড়াই যদি এমন করে লেখা যায় তাহলে আর মর্ম স্পর্শের প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না ।
প্রথম দু’লাইন কীভাবে কেমন করে লেখা যায় বা লেখা হয় আমি তা ভেবে পাই না ।
শুধু বলছি –অসাধারন হয়েছে ।
যদিও সৈকত আগেই বলে ফেলেছে ।
বনলতা সেন
আপনার প্রশংসা শুনতে ভালই লাগে ।
আমি শধুই আমার মনের একান্ত ভাব প্রকাশের চেষ্টা করি মাত্র ।
আদিব আদ্নান
এক কথায় অসাধারন আপনার এই অনু কবিতা ।
কয়েকদিনে পর পর এমন কতগুলি লেখা এখানে পড়লাম যা অত্যন্ত উচু
মানের দাবি রাখে । আমি নাম উহ্য রেখেই বললাম ।
সামান্য কয়েকটি শব্দ মাত্র , কিন্তু আবেদন চমৎকৃত করার মত ।
কী ভাবে এমন লেখে !
বনলতা সেন
অনু কবিতা কী তা কিন্তু আমি জানি না ।
অন্যদের সাথে তুলনা করে আমাকে লজ্জায় ফেলা ঠিক হচ্ছে না ।
আমিও পড়ার সুযোগ পেয়েছি অন্যন্ত ভাল কিছু লেখার ।
সব সময় এমন লেখা দল বেধে আসে না ।
প্রশংসা পছন্দ করি না এমন কথা বলছি না ।
শিশির কনা
ছোট সুন্দর এবং কোমল একেই বলে (y)
বনলতা সেন
আপনার মন্তব্যও ছোট কিন্তু ভালোলাগছে ।
"বাইরনিক শুভ্র"
অল্প কথায় মনের ভাব প্রকাশের ঈর্সনীয় ক্ষমতা ।
বনলতা সেন
ঈর্শা করা ঠিক না , আমি সামান্য মানুষ মাত্র ।
মিসু
ওয়াও , অসাধারন ।
বনলতা সেন
ছবির বেড়ালটি বেশ সুন্দর ।
সত্যি বলছেন তো ?
সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন)
পোষ না মানা আবেগ অনুভূতির কিনারা ছুঁই ছুঁই করে … চমৎকার আবেগী কথা…। ভাল লাগল।
বনলতা সেন
অবশ্যই অনেক অনেক আবেগ ।
খুঁজে পড়ার জন্য ধন্যবাদ ।
হতভাগ্য কবি
অতি ক্ষুদ্র আক্ষেপ মাখা চমৎকার পংতি 🙂
বনলতা সেন
ক্ষুদ্র হবে কেন ?
অনেক আক্ষেপ নিয়েই লিখছি ।
অদ্ভুত শূন্যতা
প্রথম দুই লাইনে যাদু আছে, আছে ভাব ও ভাবনার উপাদান। শেষ লাইনটি আমার মাথার উপর দিয়ে গেছে, সম্ভবত সে আমার কবিতা সংক্রান্ত মূর্খতার ফল।
বনলতা সেন
স্বীকার করছি , সত্যি সত্যি যাদু ছিল এবং আছে ।
কিছু মাথার উপ্রে দিয়ে ও যাওয়া প্রয়োজন ,
না না ,মূর্খতার কিছু নেই ।
আমি কোন দিগ্গজ নই ।
সাতকাহন
ভাবছি এখন আমিও কবিতা পোস্ট করুম।
বনলতা সেন
শুরু করুন ।