
চোখে ছিল ঊর্মিমালা, লুকিয়ে এক ফাঁকে,
ঊষা লগ্নে তিলক এঁকেছিনু কপোলে!
রেখে দিও যত্নে ভালোবাসার চিহ্ন ভেবে!
একদিন পরিযায়ী পাখির দেশে ছিল অস্থায়ী ক্যাম্প,
ছিলো কৈশোর মাখা চড়ুইভাতির রসদ,
মুখে লেগে রয়েছে আজো নোনা স্বাদ।
রান্না বাটি খেলার আনাড়ি আয়োজনে,
জমে উঠেছিল একবেলার সংসার!
আহা! স্মৃতির পাতায় লিপিবদ্ধ স্বাধের কৈশোর!
চীনের দুঃখ হোয়াংহো, আমাদের দূরত্ব।
আন্তঃনাক্ষত্রিক রুঢ় সত্য, কাঁটাতারে বিদ্ধ সীমান্ত!
ফেলানীর মত ঝুলে আছি মূলত।
পুনরায় প্রতিস্থাপিত হবেনা ক্যাম্প,
প্রাসাদ জুড়ে নিশ্চিদ্র পাহারা;
বাহিরে নাকি রয়েছে শ্বাপদ!।
আর কখনো পূর্ণ চাঁদের জোছনা দেখা হবেনা,
পূরণ হবেনা রাজ বন্দিনীর ব্যর্থ মনোরথ।
যেমন মিলিত হয়না ঈশান নৈঋত।
একদিন বাবুই হব, জনবিরল কোনো দ্বীপে!
খড়ির চ্যালা কুড়োনো অব্যাহত রবে;
বয়স হবে মৃত্যু ছুঁই ছুঁই,
ভালোবাসা হিল্লোলিত হবে তার সমীপে!
সন্ধ্যার লাল আভার ক্ষানিকটা সেদিন ;
মেখে দিও শূন্য কুন্তলে!
সিঁথির রঙে চিনে নিও, যদি পরের কোনো জনম থাকে!
২০টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
আহারে কষ্ট কষ্ট।😭😭
ভালোবাসা বলে কয়ে আসেনা। যখন আসে চাইলেও আর বাধা ডিঙ্গোনো সম্ভব হয় না।
পরের কোন জনম নেই। যা করার এ জনমেই করতে হবে না হলে কবিতায় হানাগুড়িই সার।
খাদিজাতুল কুবরা
এই তুমি আমার কবিতায় রণে ভঙ্গ দিতে বল কেন বলতো?
জানোনা কবিতায় ভাঙ্গা গড়ার মহা কারিগর এই অখ্যাত অকবি।
আমার দৌড় অকবিতা অব্দি। আর কিছু লিখতে পারি না।
নিতাই বাবু
বন্দিনী কথান”
দারুণ লিখেছেন। লেখার সাথে পোস্টের ছবিও দারুণ মানিয়েছে।
নিতাই বাবু
“বন্দিনী কথন”
হবে।
খাদিজাতুল কুবরা
দাদা নমস্কার জানবেন। অনেক দিন পর আপনাকে ব্লগে দেখে আনন্দ হচ্ছে খুব।
ধন্যবাদ এবং সুস্বাগতম
হালিমা আক্তার
মনের সীমান্তে কাঁটাতারের বেড়া থাকে না, তবু ও বিচ্ছেদের দুরত্ব কমে না। অসাধারণ লিখো তুমি। শুভ কামনা রইলো। শুভ রাত্রি।
খাদিজাতুল কুবরা
আপু
আন্দোলিত হলাম এমন উৎসাহিত মন্তব্য পেয়ে।
সময় করে আবৃত্তি করলে আরো খুশি হব।
অসংখ্য ধন্যবাদ।
হালিমা আক্তার
ইন শাহ আল্লাহ। আবৃত্তি করবো। অনেক অনেক ধন্যবাদ। শুভ রাত্রি।
সৌবর্ণ বাঁধন
পরিযায়ী পাখি উড়ুক পূর্ণ জোছনায়! অনেক সুন্দর কবিতা। শুভকামনা।
খাদিজাতুল কুবরা
অশেষ ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন শুভেচ্ছা রইল
নার্গিস রশিদ
কবিতা যেমন ভাল তার চেয়েও সুন্দর পাখীর বাসা সহ জীবন্ত ছবিটা। শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
অসংখ্য ধন্যবাদ আপা পড়ে মন্তব্য করার জন্য।
অফুরন্ত শুভেচ্ছা রইল
রেজওয়ানা কবির
পরের জন্মে আবারও ভালোবাসার মানুষকে চাই চাইই তবেই না ভালোবাসা পরিপূর্ন। ভালোবাসলে এভাবেই বাসতে হয়। শুভকামনা।
খাদিজাতুল কুবরা
একদম ঠিক বলেছ ছোটু।
ভালোবাসা নিও।
শুভেচ্ছা অনেক
সাবিনা ইয়াসমিন
” চীনের দুঃখ হোয়াংহো, আমাদের দূরত্ব ”
চমৎকার উপমা।
পথের বাধা/দূরত্বকে অতিক্রম করা যায় কিন্তু মনে-মনের সাথে দূরত্ব এসে গেলে মনের বন্দীত্ব থেকে সবাই মুক্ত হতে পারে না।
শুভ কামনা 🌹🌹
খাদিজাতুল কুবরা
একদম তাই। মনের অবস্থানই প্রকৃত।
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
ভালোবাসা এবং শুভেচ্ছা রইল
মনির হোসেন মমি
আমি আপনার লেখা পড়ি=মন্তব্য করি আর না করি পড়ি।
অনেক কবিতার মাঝে আপনার এই কবিতাটা অনেক উচু মানের।জীবনের সব দিকই সুন্দর সুন্দর শব্দ আর উপমায় ফুটিয়ে তুলেছেন।
ধন্যবাদ।
খাদিজাতুল কুবরা
জেনে খুব খুশি হলাম। কবিতাটা আপনার ভালো লেগেছে জেনে আর ও ভালো লাগছে। এমন সুন্দর উৎসাহ পাই বলেই হয়ত কলম ধরার সাহস পাই
রিতু জাহান
শেষের জার লাইন দারুন লেগেছে।
আদি সনাতনে ফিরতে চাই আমিও,,
শুভকামনা
খাদিজাতুল কুবরা
কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য। শুভেচ্ছা আপনাকে ও