বদলে গেছো সেই তুমি

নীলকন্ঠ জয় ২২ নভেম্বর ২০১৩, শুক্রবার, ০৮:১২:৩৯পূর্বাহ্ন কবিতা ৩২ মন্তব্য

সেদিনের সেই কুয়াশা ভরা রাতে-
কি নেশার জাল বুনেছিলে তুমি,
আধখানি চাঁদকে সাক্ষি রেখে বলেছিলাম-
ভালোবাসি, ভালোবাসি তোমায় আমি।

কান পেতে শুনেছিলো-
রাতের ধ্রুবতারা,মধুর বাঁশরী বাজিয়েছিলো-
নির্জন রাতের বিহগ-বিহগীরা।
হাসিতে তোমার ঝরেছিলো মুক্তোধারা।

আজও কুয়াশা নেমেছে নির্জন রাতে,
আমি আছি,নেই তুমি, নেই হাত হাতে।
আধখানি চাঁদ আজ ওঠেনি,বাজেনি মধুর বাঁশরী,
বদলে গেছো সেই তুমি, আমিতো বদলাইনি।

১৪৩১জন ১৪৩১জন

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ