শ্যামল কোমল গাঙেও ব-দ্বীপে ,
তোমার বজ্র কন্ঠে যখন ধ্বনিত হলো
আমোঘ বানী,
অকস্মাৎ ঘটে গেল মহাপ্রলয়।
উর্ধ্বে উৎক্ষিপ্ত জ্বলন্ত লাভা ছুঁয়ে দিল আকাশ
পৃথিবী কাঁপিয়ে জেগে উঠল লক্ষ প্রান।।
জল স্থল অন্তরিক্ষের মাঝে মুখ তুললেন
বিধাতা পুরুষ,
হাজার বছরের অতৃপ্ত আত্মার সম্মিলিত স্বরে
তোমার উচ্চকিত উচ্চারণ –স্বাধীনতা।
অতঃপর মোহাবিষ্ট বিশ্ব অবলোকন করে
অসস্ত্র কোটি মানুষের অস্ত্রাধিক মহাশক্তি।
আঁকা বাঁকা অনিন্দ ক্ষুদ্র মানচিত্র যেন
পৃথিবীর চেয়ে বড় হয়ে যায়।
নতুন সূর্য নিয়ে আসে — স্বাধীনতা।
প্রিয়তম বাংলাদেশ জন্ম নেয়।
১১টি মন্তব্য
আদিব আদ্নান
এই বিখ্যাত কবিতাটি কার লেখা মনে করতে পারছি না ।
আমীন পরবাসী
খুব ভাল লাগলো। কাব্য পরে অঙ্কিত করতে চেয়েছিলাম সেই দিনগুলো।শুভেচ্ছা নিবেন।
খসড়া
এটি বিখ্যাত কবিতা নয়। এটি এই আধমের। এই কবিতাটিকে সুর তাল দিয়ে গান হিসেবে প্রতিষ্ঠা করার বহু দিন থেকে চেষ্টা করে যাচ্ছেন সুরকার নজরুল ইসলাম, বাপ্পা ও লেমন। কিন্তু ঠিক মেলাতে পারছেন না। কার কন্ঠে দেবেন এটাও চিন্তার বিষয়। এমনিতে সুর দিয়ে গেয়ে যান আপন মনে শিল্পী শাহজাহান। ধন্যবাদ।
মা মাটি দেশ
-{@ (y) কবিতাটিতে স্বাধীন এর ত্যাজ আছে বলে মানতে হবে ।কবে এর সূরে আমরা শুনভ।
বনলতা সেন
মার্জনা করুণ দেবী ।
অবশ্যই গর্ব করার মত একটি ঘটনা ।
আমরা সহ অবস্থানের সুযোগ পেয়েছি ।
অসামান্য চমৎকার লেখাটি পড়ে আনন্দিত হয়েছি অনেক অনেক ।
আজ থেকে আপনার অবস্থান বেশ উঁচুতে আমার কাছে ।
ধন্যবাদ ও ধন্যবাদ অনেক বার ।
শুন্য শুন্যালয়
অসাধারণ ভাইয়া ..
অনেক অনেক দিন পর পর একটা করে ঝড় নিয়ে আসেন আপনি. (y)
ছাইরাছ হেলাল
যদি অনুমতি দেন তো কিছুদিন পড়ালেখা করতে মন চায় ।
এত দিন কেন অভাগা পাঠকদের বঞ্চিত করা হল তার কারণ জানতে চাই ।
খসড়া
সময় নামক পাখিটা বড়ই দুষ্ট কথা শোনে না মানে না বোঝে না শুধু উড়ে পালায় আর ফেরে না।
রাসেল হাসান
কিছুই বলবো না। এটুকুই বলবো, এক কথায় অসাধারন!!
হতভাগ্য কবি
অস্থির (y) (y)
সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন)
সেরকশ!!!!! (y)