বজ্র কন্ঠ এবং অতঃপর

খসড়া ৮ মার্চ ২০১৪, শনিবার, ০১:১৭:৫৭পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য

শ্যামল কোমল গাঙেও ব-দ্বীপে ,
তোমার বজ্র কন্ঠে যখন ধ্বনিত হলো
আমোঘ বানী,
অকস্মাৎ ঘটে গেল মহাপ্রলয়।
উর্ধ্বে উৎক্ষিপ্ত জ্বলন্ত লাভা ছুঁয়ে দিল আকাশ
পৃথিবী কাঁপিয়ে জেগে উঠল লক্ষ প্রান।।

জল স্থল অন্তরিক্ষের মাঝে মুখ তুললেন
বিধাতা পুরুষ,
হাজার বছরের অতৃপ্ত আত্মার সম্মিলিত স্বরে
তোমার উচ্চকিত উচ্চারণ –স্বাধীনতা।
অতঃপর মোহাবিষ্ট বিশ্ব অবলোকন করে
অসস্ত্র কোটি মানুষের অস্ত্রাধিক মহাশক্তি।

আঁকা বাঁকা অনিন্দ ক্ষুদ্র মানচিত্র যেন
পৃথিবীর চেয়ে বড় হয়ে যায়।
নতুন সূর্য নিয়ে আসে — স্বাধীনতা।
প্রিয়তম বাংলাদেশ জন্ম নেয়।

৬৯৭জন ৬৯৭জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ