বছর দশেক পর, এমনি এক মেঘমন্দ্র বিকেলে
তুমি এসে সময়ের ধূলো ঝেড়ে সামনে দাঁড়ালে –
মনে পরে যাবে সব, ভুলে যাওয়া কবিতা মুছে যাওয়া ছবি,
বিস্মৃতির অতলান্ত থেকে আসবে বকুল ঘ্রাণ
বিস্মিত চোখে দুজনেই তাকাবো পুরনো আমাদের দিকে ;
ততদিনে অভিমান লোনাজলে ধুয়ে ধুয়ে ফিকে।
বছর দশেক পর,
এমনি এক অবেলায়, এমনি সঘন দেয়ার দিনে
পৃষ্ঠার পর পৃষ্ঠা উলটে যাবে জীবনের খেরোখাতার,
ঠিক জানি, দুজনেরই চোখের কোনে চিকচিকে জল –
বছর দশেক পরে যদি দেখা হয় তোমার আমার।
– জানি, যে যায় সে যায় একেবারে – তবুও ….
১৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
বড় কষ্টের লেখা ………
যে যায় সে একবারেই যায়…… তবু আশা,স্বপ্ন থেকেই যায়।
আগুন রঙের শিমুল
তবু আশা স্বপ্ন থেকেই যায়। হুদাই দাদা , কোন দরকারই ছিলোনা থাকার
ব্লগার সজীব
বুকে বয়ে চলে হু হু বাতাস 🙁
আগুন রঙের শিমুল
– এইখানে সব চুপচাপ ,সময় ভঙ্গুর এবং স্থির ।
শুন্য শুন্যালয়
যে যায়, সে একবারে যেতে পারেনা কখনো, দেখা হয়ে যাবেই একদিন, শুধু চিকচিকে জল হয়তো থাকবেনা।
লেখার সাথে ছবিটার দারুন মিল রয়েছে।
আগুন রঙের শিমুল
ধইন্যা শুন্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
জানি, যে যায় সে যায় একেবারে – তবুও ….
আশা থেকে যায় আবারও হবে দেখা কোন এক সন্ধিক্ষণে।
আগুন রঙের শিমুল
হবেনা , হতে নাই
ছাইরাছ হেলাল
নাহ্, এত্তদিন অপেক্ষা করা যাবে না।
আগুন রঙের শিমুল
অপেক্ষা ছাড়া আর কিছু করারও নাই আসলে 🙂
লীলাবতী
এমন অবস্থা ভাবতে পারিনা ভাইয়া।কারো থেকে দূরে যাইনি এখনো,তাই ভাবনায় আসেনা।
আগুন রঙের শিমুল
না যান যেন কখনো লীলাবতী 🙂
কৃন্তনিকা
মন খারাপ হয়ে গেল… 🙁
মন খারাপ করিয়ে দেবার জন্য আপনার সাথে আড়ি…
আগুন রঙের শিমুল
আমার সাথে আড়ি 🙂 আচ্ছা আমারও তাইলে আমার সাথে আড়ি ওকে ?
স্বপ্ন
এমন কেন হয়? কাছের মানুষ কেন দুরে যায়?
আগুন রঙের শিমুল
জানিনা স্বপ্ন, সত্যিই জানিনা