বছর দশেক পরে দুজনে , অন্ধকারে

আগুন রঙের শিমুল ৩ এপ্রিল ২০১৫, শুক্রবার, ০২:০৯:২৮পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

580882_190698441055298_1744291778_n

বছর দশেক পর, এমনি এক মেঘমন্দ্র বিকেলে
তুমি এসে সময়ের ধূলো ঝেড়ে সামনে দাঁড়ালে –
মনে পরে যাবে সব, ভুলে যাওয়া কবিতা মুছে যাওয়া ছবি,
বিস্মৃতির অতলান্ত থেকে আসবে বকুল ঘ্রাণ
বিস্মিত চোখে দুজনেই তাকাবো পুরনো আমাদের দিকে ;
ততদিনে অভিমান লোনাজলে ধুয়ে ধুয়ে ফিকে।

বছর দশেক পর,
এমনি এক অবেলায়, এমনি সঘন দেয়ার দিনে
পৃষ্ঠার পর পৃষ্ঠা উলটে যাবে জীবনের খেরোখাতার,
ঠিক জানি, দুজনেরই চোখের কোনে চিকচিকে জল –
বছর দশেক পরে যদি দেখা হয় তোমার আমার।

– জানি, যে যায় সে যায় একেবারে – তবুও ….

১জন ১জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ