ফেরারি পৃথিবী

রুবিনা সুলতানা ২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ১১:৫১:১৮অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

ক্ষণচারী পৃথিবীর পথ বদলায়,
মরণ আমায় ডাক দিয়ে যায়।
বিষম বেদনা জেগেছে আনমনা,
থেমে গেছে হটাৎ জীবন পরিক্রমা।

তবুও ভুলের তরী নদী বেয়ে যায়
কখনো সুখের আশায় পাল উড়ায়।
যুগের আঁধারে কান পেতে শুনি
সুখ যেন মায়াকান্নার গুনগুনানি।

অমানিশার সহস্রাধিক দূর্গম যাত্রা,
শত কষ্ট মাড়িয়ে তবুও পারি দেওয়া।
নাই কিছু পাষাণ পরাণে দেবার,
রেখে যাব সব,যা কিছু পাবার।

ফেরারি পৃথিবী দিলনা কোন ঘর
সহসাই কাঁদি, করে দিল মোরে পর।
শেষ হলো বেলা, নেই কোন কান্ডারী
পৃথিবী দিল যারে বেহিসাবি ফেরারি।

৪২২জন ৩৩২জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন