ক্ষণচারী পৃথিবীর পথ বদলায়,
মরণ আমায় ডাক দিয়ে যায়।
বিষম বেদনা জেগেছে আনমনা,
থেমে গেছে হটাৎ জীবন পরিক্রমা।
তবুও ভুলের তরী নদী বেয়ে যায়
কখনো সুখের আশায় পাল উড়ায়।
যুগের আঁধারে কান পেতে শুনি
সুখ যেন মায়াকান্নার গুনগুনানি।
অমানিশার সহস্রাধিক দূর্গম যাত্রা,
শত কষ্ট মাড়িয়ে তবুও পারি দেওয়া।
নাই কিছু পাষাণ পরাণে দেবার,
রেখে যাব সব,যা কিছু পাবার।
ফেরারি পৃথিবী দিলনা কোন ঘর
সহসাই কাঁদি, করে দিল মোরে পর।
শেষ হলো বেলা, নেই কোন কান্ডারী
পৃথিবী দিল যারে বেহিসাবি ফেরারি।
৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
হুম। সব রেখেই যেতে হবে। ধুলা ময়লা টাকা সব। যাবে নিজ গুণ। ভাল লাগা রেখে দিলাম।
মোঃ মজিবর রহমান
প্লিজ পিকচার দিলে ভাল হইত।
সুপায়ন বড়ুয়া
“যুগের আঁধারে কান পেতে শুনি
সুখ যেন মায়াকান্নার গুনগুনানি।”
তবুও তো জীবন থেমে থাকেনি।
কে আছো বন্ধু শোনাবে আশার বাণী।
ভালো লাগলো। শুভ কামনা।
হালিম নজরুল
সুন্দর প্রয়াস
ত্রিস্তান
আপু আপনার সব লেখাই হৃদয় ছুঁয়ে যায়। অসংখ্য ধন্যবাদ ব্লগে নিয়মিত হওয়ার জন্য। আপু প্রোফাইলে একটা ফটো দিয়ে দেন। যে কোন ফটো হলেই হবে।
সুপর্ণা ফাল্গুনী
নিয়তি যে বিধাতার তৈরি। এ জগতে মায়ায় বেঁচে আছি। যেতে চাইনা, তবুও যেতে হয় সবকিছু অন্যের করে। ধন্যবাদ আপু ভালো থাকুন সবসময়
ফয়জুল মহী
বেশ লেখা।
কামাল উদ্দিন
সময়ের কাজ সময়ে না করলে শেষ বেলা কান্না ছাড়া গতি কি?