
এই সেই কৃষ্ণচূড়া
যার তলে দাঁড়িয়ে
চোখে চোখ, হাতে হাত
কথা যেতো হারিয়ে।
আমার গোলাপেরা কি
এখনো ঘ্রাণ মেখে দেয়
তোমার হীরের মতো
উজ্জ্বল স্বপ্নের ভ্রুতে?
কৃষ্ণচূড়ার সাথে রঙ্গন অশোকে
বুলালো রঙের মোহন তুলিকালো।
সেদিনও এমনি নীল গগনের বসনে
শীত শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিলো হেসে
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকানন্দা যেনো
এমন সময় ঝড় এলো, এলো এক ঝড় এলো খ্যাপা চুলে।
কইন্যার চিরল বিরল চুল
তাহার কেশে জবা ফুল
সেই ফুল পানিতে ফেইল্যা
কইন্যা করলো ভুল।
হলুদ গাঁদার ফুল
রাঙা পলাশ ফুল
এনে দে, এনে দে
নইলে বাঁধবো না চুল।
সন্ধ্যে হলো, সন্ধ্যে হলো
দেখেছি চেয়ে প্রথম তারা
সে যেনো চায় আমার চোখে
তার দুখানি নয়ন তারা।
★★ ছবি বরাবরি ক্যামেরা বা মোবাইলে তোলা।
২৭টি মন্তব্য
রিতু জাহান
গানের কলির সাথে ফুলের ঝুড়ি বেশ হয়েছে।
আরজু মুক্তা
শুভ কামনা সবসময়
ছাইরাছ হেলাল
গান আর ফুল একে অপরের।
তয় ছবি তোলায় মন দেয়া লাগবে!
আরজু মুক্তা
ছবিগুলো ফ্লিটারিং ছাড়াই দেয়া। ল্যাপটপে বসেই তো এখন কাজ। এরপর আবার ছবি করতে ভালো লাগে না। চোখ ঝাপসায়।
শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
গান আর ফুল দারুন কম্বিনেশন!! নয়নতারার ছবিটা ভালো লেগেছে বেশি। অফুরন্ত শুভকামনা রইলো
আরজু মুক্তা
দিদি, নয়নতারাটা ছাদের কার্নিশে অযত্নে ফুটেছে। রাতেই তোলা।
হালিমা আক্তার
গানের সাথে ফুলের মেলা। সুরে সুরে কইবে কথা। শুভ কামনা অবিরাম।
আরজু মুক্তা
ভালোবাসা অবিরাম
নিতাই বাবু
পর্বে পর্বে ছবি আর লেখনীতে একাকার।
আরজু মুক্তা
শুভ কামনা দাদা।
সবসময় লিখতে ভালো লাগে না
রোকসানা খন্দকার রুকু
মিলেমিশে মোহময়।॥।শুভ কামনা।
আরজু মুক্তা
আপনার জন্য গোলাপি গোলাপের শুভেচ্ছা
বোরহানুল ইসলাম লিটন
’স্বপ্ন আমার কাজল পুকুর তুমি
হাজার শাপলা যেথায় ফুটেছে আজ’
জাতীয় ফুলটা পাশে রাখলাম প্রিয় কবি।
সুন্দর প্রাণের ছোঁয়া
বয়ে যা হৃদয় মাঝে,
আবেশিত সুধা নিয়ে যায় ধেয়ে
বাংলার চির কাঙ্খিত বৈচিত্রে
সকাল সাঁঝে।
ভীষণ মুগ্ধতায় শুভ কামনা রাখলাম পাতায়।
আরজু মুক্তা
ইস ভাইয়া। একটা দারুণ শাপলা ফুলের ছবি ছিলো। মিস হলো। সামনে দিবো অবশ্যই।
শুভ কামনা
আলমগীর সরকার লিটন
চমৎকার মুক্তা আপু আপনার বাগানের ফুল
আরজু মুক্তা
সবগুলো বাগানের নয়। অনেক সময় ঘুরতে গিয়ে তুলেছি।
ধন্যবাদ ভাই
মনির হোসেন মমি
ফুল আর গান
দুটোই সমান প্রিয় প্রায় সবার কাছে।
ছবির সাথে গান ।।চমৎকার উপস্থাপনা।
আরজু মুক্তা
এমন মন্তব্যে আমি কৃতজ্ঞ।
শুব কামনা ভাই
ফারজানা আক্তার
ফুলে,ছবিতে অসাধারণ
আরজু মুক্তা
ধন্যবাদ আপি।
আশরাফুল হক মহিন
এমন এক গুচ্ছ ফুল নিয়ে কাউকে ভালোবাসতে চাই।
আরজু মুক্তা
চলুক ভালোবাসাবাসি।
ধন্যবাদ
তৌহিদুল ইসলাম
সবগুলিই ছবিই কিন্তু সুন্দর। শিরোনামের সাথে মিলে গেছে। ভালো থাকুন আপু।
আরজু মুক্তা
বাহবা।
আপনাকে অনেক ধন্যবাদ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ফুলের সঙ্গে কবিতার অপূর্ব যুগলবন্দী। খুব ভালো লেগেছে।
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপা সুস্থ আর ভালো থাকবেন। শুভ কামনা অফুরান।