ফিলিস্তিন বিষয়ক দুটি কবিতা

সুমন আহমেদ ১ আগস্ট ২০১৪, শুক্রবার, ১১:২৩:০৮পূর্বাহ্ন কবিতা ১৭ মন্তব্য

শিশুগুলো ভিজে যাচ্ছে ঘুমিয়ে পড়ছে

দ্যাখো দ্যাখো শিশুর তাজা রক্তে
খসে যাচ্ছে পৃথিবীর মানবিক মানচিত্রগুলো।
ওদিকে অবলীলায় মুছে যাচ্ছে ভূগোল ও নৃতত্ত্ব!

প্যালেস্টাইনের আকাশ আজ উদার ভীষণ
সেখানে নেই ঈশ্বরের কোনো ছাদ
তাইতো বুলেট বৃষ্টিতে ভিজে যাচ্ছে ঘুমন্ত শিশুগুলো
আর ঘুমের মধ্যেই তারা ঘুমিয়ে পড়ছে পুনরায়!

এদিকে একদল পিতা ঘুমন্ত শিশুদের হাড়গোড়,
অস্থিমজ্জা, রক্তমাংস বুক ভর্তি তুলে নিয়ে
ছুটে পালাচ্ছে দিগ্বিদিক, পাথরের গুহায়।

পাথরগুলো গলে যাচ্ছে, খুলে যাচ্ছে; আর –
শিশুগুলো ভিজে যাচ্ছে, ভিজে ভিজে
ক্রমশ ঘুমিয়ে পড়ছে পুনরায়।

২.

ফিনিক্স শিশু

এরপর মৃত মায়ের গর্ভাশয় হতে
বেরিয়ে আসলো অসংখ্য ফিনিক্স শিশু
তাদের দুধ মুখগুলোতে ফুটে উঠলো
অনিবার্য প্রতিশোধ চিহ্ন।

ফিনিক্স শিশুরা লাল লাল রক্তে
দৃঢ় প্রতিবাদ এঁকে প্রতিজ্ঞা করলো
মাতৃভূমিকে স্বাধীন না করে ও মুখগুলো

ছোঁবে না আর মাতৃস্তন।

৮৩৬জন ৮৩৯জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ