শিশুগুলো ভিজে যাচ্ছে ঘুমিয়ে পড়ছে
দ্যাখো দ্যাখো শিশুর তাজা রক্তে
খসে যাচ্ছে পৃথিবীর মানবিক মানচিত্রগুলো।
ওদিকে অবলীলায় মুছে যাচ্ছে ভূগোল ও নৃতত্ত্ব!
প্যালেস্টাইনের আকাশ আজ উদার ভীষণ
সেখানে নেই ঈশ্বরের কোনো ছাদ
তাইতো বুলেট বৃষ্টিতে ভিজে যাচ্ছে ঘুমন্ত শিশুগুলো
আর ঘুমের মধ্যেই তারা ঘুমিয়ে পড়ছে পুনরায়!
এদিকে একদল পিতা ঘুমন্ত শিশুদের হাড়গোড়,
অস্থিমজ্জা, রক্তমাংস বুক ভর্তি তুলে নিয়ে
ছুটে পালাচ্ছে দিগ্বিদিক, পাথরের গুহায়।
পাথরগুলো গলে যাচ্ছে, খুলে যাচ্ছে; আর –
শিশুগুলো ভিজে যাচ্ছে, ভিজে ভিজে
ক্রমশ ঘুমিয়ে পড়ছে পুনরায়।
২.
ফিনিক্স শিশু
এরপর মৃত মায়ের গর্ভাশয় হতে
বেরিয়ে আসলো অসংখ্য ফিনিক্স শিশু
তাদের দুধ মুখগুলোতে ফুটে উঠলো
অনিবার্য প্রতিশোধ চিহ্ন।
ফিনিক্স শিশুরা লাল লাল রক্তে
দৃঢ় প্রতিবাদ এঁকে প্রতিজ্ঞা করলো
মাতৃভূমিকে স্বাধীন না করে ও মুখগুলো
ছোঁবে না আর মাতৃস্তন।
১৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
দারুণ দু’টি কবিতা ,যা বর্তমানকে উপস্থাপন করছে ।
কার লেখা বা সূত্র উল্লেখ্য করে দিলে ভাল হতো ।
স্বাগত আপনি এখানে ।
সুমন আহমেদ
ধন্যবাদ সুপ্রিয় ছাইরাছ হেলাল। লেখা দুটি যার তার নাম ওপরে দেখাচ্ছে।
লিখেছেন সুমন আহমেদ- আমি এমনটাই দেখতে পাচ্ছি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ পাঠ করার জন্য। সুন্দর থাকবেন। -{@
ছাইরাছ হেলাল
দুঃখিত ,ভুলের জন্য । আপনার লেখাটি আমি হয়ত অন্য কোথাও পড়েছি ।
ঠিক মনে করতে পারিনি বলে এমন করে বলেছি ।
ধন্যবাদ ,সুন্দর কবিতার জন্য আবার ।
সুমন আহমেদ
প্রথমটি কোথায় শেয়ার করা হয়নি। দুটোই গতকাল মাত্র লিখেছি। দ্বিতীয়টি ফেসবুকে শেয়ার করেছিলাম। আজ দুটো কিছুটা সংশোধন করে এখানে পোস্ট করেছি।
আপনাকে বিব্রত করা আমার উদ্দেশ্য নয়।
আমিও দুঃখ প্রকাশ করছি। ভালো থাকবেন খুব।
শুভ কামনা অনেক।
আজিম
বড়ই মর্নন্তদ এবং দ্রোহী, অসাধারন।
অনেক ক্ষয়ক্ষতির মাধ্যমেই সৃষ্টি হয় এরকম সাহিত্য।
আমরাও দৃঢ়কন্ঠে আজ আওয়াজ তুলি, অবিলম্বে বন্দ হোক অসম এই যুদ্ধ।
অনেক ধন্যবাদ পোষ্টকারীকে।
সুমন আহমেদ
ধন্যবাদ সুপ্রিয় আজিম। স্বাগতম। আপনার মন্তব্য প্রেরণা হয়ে রইল।
“ আমরাও দৃঢ়কন্ঠে আজ আওয়াজ তুলি, অবিলম্বে বন্দ হোক অসম এই যুদ্ধ।” – এমন আবাহনে কণ্ঠ মেলালাম। খুব সুন্দর থাকুন।
মশাই
স্বাগতম ভাইয়া। আমি কিন্তু চিনতে ভুল করিনি। কবিতা পড়িনি আপনার নাম দেখেই আগে ছুটে এসেছি।
রাতে অফিসে এসে আমি আবার আসব এই পোস্টে কথা দিলাম ভাইয়া। ততক্ষণ ভালও থাকুন।
সুমন আহমেদ
স্বাগতম জানবার জন্য ধন্যবাদ সুপ্রিয় মশাই। না আপনি চিনতে ভুল করেননি। কথা দিয়েছেন তাতেই খুশি। আপনিও ভালো থাকুন প্রতিদিন। শুভেচ্ছা।
শুন্য শুন্যালয়
অসাধারন এবং মর্মস্পর্শী দুটো কবিতাই। আপনাকে স্বাগতম জানাচ্ছি সোনেলায়। নিয়মিত এমন লেখা পড়তে পারলে খুশি হবো। ভালো থাকবেন।
সুমন আহমেদ
ধন্যবাদ এবং স্বাগতম আপনাকেও। চেষ্টা থাকবে পাশে পেলে অবশ্যই।
ভালো থাকুন আপনিও। শুভ কামনাসহ।
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
সমসাময়িক ঘটনার প্রেক্ষিতে লেখা জোড়া কবিতায় অনেক ভালো লাগা।
শুভ কামনা
শুভ ব্লগিং—
সুমন আহমেদ
অনেক ধন্যবাদ জানুন।
শুভ কামনা আপনাকেও।
ভালো থাকুন।
বনলতা সেন
প্রথমবার পড়েই আপনার ভাবনার সাথে সহমত পোষণ করছি ।
আরও লিখবেন আশা রাখি ।
সুমন আহমেদ
সহমতের জন্য ধন্যবাদ।
লেখার আরো প্রত্যাশা রইল।
শুভ কামনা।
থার্ড পার্সন পুরাল
অসাধারন দুটি কবিতা যা এক কথায় হ্বদয়স্পর্শী ।খুব ভাল লিখেছেন ।আরো লিখবেন আশা রাখি ।
সুমন আহমেদ
আপনাকে আন্তরিক ধন্যবাদ।
আরো লেখার প্রত্যাশা রইল।
শুভ কামনা।
মা মাটি দেশ
-{@ (y)