ফরমালিন নিয়ে সরকার একটু চাঙ্গা হইছে দেখছি।
ফরমালিন মিশানো ফল নষ্ট করে সরকার মজা পায় দেখছি। আর এই সুযোগে ভারতীয় ফল ঠুকবে তাও মানব না।
আমি চাই ফরমালিন আমদানীকারক ও বিক্রেতার উপর বিক্রীর নিয়ম কানুন করুন জাতে তারা ফল ও ক্ষতি করে এমন জিনিসে ব্যাবহার করতে না পারে। আমদানীকারক কথায় বেচল তা জানতে হবে যদি ফলে মিশানর উদেশ্যে কাঁরও নিকট বিক্রী করে তবে তার আমদানী লাইসেন্স বাতিল করুন।
ভাল মনে আছে সাবেক পরিবেশ মন্ত্রী শাহজাহান সিরাজ সাহেব বাজার থেকে কিভাবে পলিথিন উথাও করেছিলেন। তার মত মন নিয়ে কাজ করলে দেশের কন ফল আমাদের খয়ার জন্য থেকে বঞ্চিত হতে হবেনা। তিনি উদপাদন জায়গা থেকে সমুলে নষ্ট করেছিলেন। জার জন্য পলিব্যাগ বাজারে পাওয়া জেত না।
আমি চাই ফলে এই বিষাক্ত ফল্মালিন জাতে নায় পায় সেই ব্যাবুস্থা করতে হবে। ফল্বামালিন মুক্ত বাজার করুন তাহলে কন ফল নষ্ট করতে হবেনা।
আমাদের খাদ্য মত্রী কন জাতের জানিনা। তার খাদ্যের উপর বা দেশের খাবার নিয়ে চিন্তা ভাবনা আছে কিনা মনেই হিয় না। তার পরে যে মন্ত্রী হবে সে জানবে সে দেশের জন্য কি করেছে?
আমি চাই আগে ফরমালিন মুক্ত বাজার করুন। জাতে যেখানে সেখানে ফরমালিন না পায় এই অসাধু ব্যাবসায়ীরা।
৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
সরকারের একার পক্ষে এটি প্রতি্রোধ করা সম্ভব নয় ।
আমরা কেউ যদি ফরমালিন যুক্ত ফল , মাছ না কিনি তাহলেই অসাধু ব্যবসায়ীদের কান্না কাটি শুরু হবে ।
ভালো লিখেছেন ।
শুভ কামনা ।
ফরমালিন নিয়ে একটি লেখা লিখেছি অনেক আগেই
সময়ের অভাবে পোষ্ট করা হচ্ছে না ।
শুন্য শুন্যালয়
ফরমালিন ছাড়া যখন কিছুই পাওয়া যাচ্ছেনা, তখন মানুষ না কিনে কি করবে?
সরকারের পক্ষেই সম্ভব কঠোর নিয়ম কানুনের ব্যবস্থা করা, তাহলেই বন্ধ হবে।
মোঃ মজিবর রহমান
সরকারের একার পক্ষেই সম্ভব, আর না পারলে খমতা ছেঁড়ে দিক। না হলে জনতার হাতে ছেঁড়ে দিক জনতাই বাজার থেকে এই অসাধু ব্যাবসায়ীদের পিটয়ে তুলে দেবে।
সরকার তো হাতে চুড়ি পড়ে ব্যাবসায়ীদের পক্ষে আবার অস্ত্র হাতে ছাত্রলীগ, পুলিশ, র্যাব বাহিনী মানুস খুনে খুব মহা পক্ত।
মোঃ মজিবর রহমান
বস, যদি ভাল একজন মন্ত্রী পাইতাম জনাব শাহজাহান সিরাজের মত তাহলে সরকারেরও প্রয়োজন হত না মন্ত্রীই যথেষ্ট। কিংবা বরতমানের যোগাযোগ মন্ত্রীর মত।
বস আপনার টি প্রকাশ করুন কারন আপনার লেখা পড়ে ভাল তথ্য জানতে পারব।
ধন্যবাদ কস্ত করে পরার জন্য।
শুন্য শুন্যালয়
যারা ফরমালিনের মতো বিষ মেশাচ্ছে, তাদের একটারও কি বিচার হয়েছে?
মোঃ মজিবর রহমান
কে করবে সরকার বরঞ্চ তাদের নিকট থেকে আর নগদ নিচ্ছে। উপরে শাসন ভিতরে উস্কে দিচ্ছে তা না হলে কি ভাবে তারা এত সাহস পায়।
বিচার হয়নি এখন।
ওয়ালিনা চৌধুরী অভি
ফরফালিন খেয়ে পাকস্থলীর দীর্ঘজীবন লাভে সাহায্য করুন।