প্রহেলিকা জানুয়ারি ১৬, ২০১৫ at ১১:১৫ অপরাহ্ন অন্ধকারে নীল ঘোলা লাগে কেন? একেতো আঁধার তার উপর নীল = ঘোলা!
শুন্য শুন্যালয় জানুয়ারি ১৭, ২০১৫ at ২:১৩ পূর্বাহ্ন অন্ধকারে আলো দেখলাম, আলোতেও আলো দেখলাম 🙂 ভালো হয়েছে, আরো ভালো হবে একদিন। স্মৃতি ধরে রাখা নিয়ে কথা। লেলিহান ১ ইজ বেস্ট।
সাইদ মিলটন জানুয়ারি ১৭, ২০১৫ at ১১:২২ অপরাহ্ন থ্যাঙ্কু, মাইসেলফ ইজ রিয়েল এমেচার :p ফটোগ্রাফি সম্পর্কে নুন্যতম একাডেমিক জ্ঞান ও নাই 😀 একই কথা কম্পিউটার এর ব্যাপারেও :p কেউ চালানো শিখায় নাই 😀
শুন্য শুন্যালয় জানুয়ারি ১৮, ২০১৫ at ২:৫৫ পূর্বাহ্ন দুইটাতেই আপনার সাথে আমার মিল আছে এমেচারের আলো অন্ধকারে আলোর ছবি তোলা দেখে মুগ্ধ হইছি। 🙂
ছারপোকা জানুয়ারি ১৭, ২০১৫ at ২:২২ পূর্বাহ্ন এত ভাল ক্যাপশন করেন কিভাবে সত্যি জানতে ইচ্ছা হয় । সবগুলা এ ভাল লাগার মত ।
সাইদ মিলটন জানুয়ারি ১৭, ২০১৫ at ১১:২৭ অপরাহ্ন ছারপোকা , ছবিটার দিকে তাকায়ে যা মনে আসে জাস্ট তাই লিখে দেই 😀
ছাইরাছ হেলাল জানুয়ারি ১৭, ২০১৫ at ১১:৪৭ পূর্বাহ্ন রাতের ছবি তোলা কঠিন বলেই জানি,আপনি সেটি চেষ্টা করছেন দেখে ভাল লাগল। চালু থাকুক।
নুসরাত মৌরিন জানুয়ারি ১৭, ২০১৫ at ১২:৫০ অপরাহ্ন আলোয় আঁধার নাকি আঁধারে আলো? -এভাবে দেখা হয়নি কখনো। ফটু ব্লগ দারুন হচ্ছে। 🙂
সাইদ মিলটন জানুয়ারি ১৭, ২০১৫ at ১১:৩৪ অপরাহ্ন আলো অন্ধকারে যাই মাথার ভিতরে স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে! স্বপ্ন নয় — শান্তি নয় — ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়! আমি তারে পারি না এড়াতে সে আমার হাত রাখে হাতে;
সাইদ মিলটন জানুয়ারি ১৭, ২০১৫ at ১১:৩৮ অপরাহ্ন থ্যাঙ্কিউ অরণ্য ভাই 🙂 btw আরও কিছু আছে ঐগুলা আপ্লোড দিলে ব্যান খাওয়ার চান্সাসে :p
মিথুন জানুয়ারি ১৮, ২০১৫ at ২:৪৮ অপরাহ্ন চমৎকার সব ছবি। কোনটা ভালো বলবো? ১?৪?৮? থাক, সবগুলাই সুন্দর———-
২৯টি মন্তব্য
প্রহেলিকা
চমৎকার!
সাইদ মিলটন
থেঙ্কু প্রহেলিকা 🙂
প্রহেলিকা
অন্ধকারে নীল ঘোলা লাগে কেন? একেতো আঁধার তার উপর নীল = ঘোলা!
সাইদ মিলটন
ঘন নীল মানেই কিন্ত অসিতবরন – কৃষ্ণ – কালো – আন্ধার 😀
শুন্য শুন্যালয়
অন্ধকারে আলো দেখলাম, আলোতেও আলো দেখলাম 🙂
ভালো হয়েছে, আরো ভালো হবে একদিন। স্মৃতি ধরে রাখা নিয়ে কথা। লেলিহান ১ ইজ বেস্ট।
সাইদ মিলটন
থ্যাঙ্কু, মাইসেলফ ইজ রিয়েল এমেচার :p ফটোগ্রাফি সম্পর্কে নুন্যতম একাডেমিক জ্ঞান ও নাই 😀 একই কথা কম্পিউটার এর ব্যাপারেও :p কেউ চালানো শিখায় নাই 😀
শুন্য শুন্যালয়
দুইটাতেই আপনার সাথে আমার মিল আছে
এমেচারের আলো অন্ধকারে আলোর ছবি তোলা দেখে মুগ্ধ হইছি। 🙂
সাইদ মিলটন
🙂
ছারপোকা
এত ভাল ক্যাপশন করেন কিভাবে সত্যি জানতে ইচ্ছা হয় ।
সবগুলা এ ভাল লাগার মত ।
সাইদ মিলটন
ছারপোকা , ছবিটার দিকে তাকায়ে যা মনে আসে জাস্ট তাই লিখে দেই 😀
জিসান শা ইকরাম
লেলিহানটাও কি লাইট ?
ভালো লাগছে।
সাইদ মিলটন
দাদা প্রচীনতম লাইট :p
ছাইরাছ হেলাল
রাতের ছবি তোলা কঠিন বলেই জানি,আপনি সেটি চেষ্টা করছেন দেখে ভাল লাগল।
চালু থাকুক।
সাইদ মিলটন
থ্যাংকস দাদা, রিয়েল এমেচারিশ শুট 😀
নুসরাত মৌরিন
আলোয় আঁধার নাকি আঁধারে আলো?
-এভাবে দেখা হয়নি কখনো।
ফটু ব্লগ দারুন হচ্ছে। 🙂
সাইদ মিলটন
আলোয়া আর আঁধারে মাখামাখি 🙂
অসংখ্য ধন্যবাদ নুসরাত 🙂
নীলাঞ্জনা নীলা
আলো এবং অন্ধকারে কত ভিন্ন দেখা (y)
সাইদ মিলটন
আলো অন্ধকারে যাই
মাথার ভিতরে স্বপ্ন নয়,
কোন এক বোধ কাজ করে!
স্বপ্ন নয় — শান্তি নয় — ভালোবাসা নয়,
হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়!
আমি তারে পারি না এড়াতে
সে আমার হাত রাখে হাতে;
বনলতা সেন
অন্ধকারে ——বেশ হয়েছে।
সাইদ মিলটন
থ্যাঙ্কু 🙂
অরণ্য
ভালই ধরেছেন বছরের শেষ রাত। (y)
সাইদ মিলটন
থ্যাঙ্কিউ অরণ্য ভাই 🙂
btw আরও কিছু আছে ঐগুলা আপ্লোড দিলে ব্যান খাওয়ার চান্সাসে :p
খেয়ালী মেয়ে
বাহ!!!আলোর ছড়াছড়ি–
সাইদ মিলটন
ধন্যবাদ খেয়ালী মেয়ে 🙂
প্রজন্ম ৭১
লেলিহান লেলিহান বেষ্ট (y)
সাইদ মিলটন
থ্যাঙ্কু দাদা 🙂
মিথুন
চমৎকার সব ছবি। কোনটা ভালো বলবো? ১?৪?৮? থাক, সবগুলাই সুন্দর———-
সাইদ মিলটন
😀 😀 😀
থ্যাঙ্কু
লীলাবতী
অনেক সুন্দর ভাইয়া।