‘পড় এবং পড়’

ছাইরাছ হেলাল ২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ০১:১৮:২৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

ধরণীর সুরভিত সবুজ পুরুষ্টু বুকে
সহস্র-যত্ন-ভালোবাসায়, ভেদভেদাহীন শর্তহীনতায়,
কান পেতে পেতে শুনতে চেয়েছি হৃদ-সমুদ্দুরের
স্ফুট-অস্ফুট ধ্রুপদী স্বপ্ন-গুঞ্জন;

নিষেধের বাঁধা টপকেছি অফুরন্ত প্রচ্ছন্ন প্রশ্রয়-আস্কারায়;
বারে বারে অনেকবার জিজ্ঞেস করেছি ‘কেমন আছ?’
উত্তর দিয়েছে শেষমেশ ইশারায়, ঈষৎ হেসে হেসে,
বুঝতে পারিনি সে দেব-ভাষা;

বসন্ত বাতাসের অচঞ্চল আয়না জলের কাছে
সটান দাঁড়িয়েছি মুখোমুখি, নির্ভয়ে,
ধীর শান্ত মহিমায়;
আধ্যাত্মিকতার বর্ণাঢ্য অলংকার এড়িয়ে,
সাঁতারে সাঁতারে ক্লান্তির ঘন নিঃশ্বাসে,
কাঁটা-গুল্মের ঝোপ, জলের ঘূর্ণ্যমান ঢেউয়ে,
আহুতি ছাড়াই, বিশুদ্ধ দার্শনিক ভাবনা-ও;

নিরাশ করেনি সে, বলেছে
‘আচার-সর্বস্বতা এড়িয়ে পড় এবং পড়’।

“হে প্রভু, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল,
আপনি ক্ষমাকে ভালোবাসেন,
সুতরাং আমাদের ক্ষমা করুন,
হে ক্ষমাকারী”

১জন ১জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ