ধরণীর সুরভিত সবুজ পুরুষ্টু বুকে
সহস্র-যত্ন-ভালোবাসায়, ভেদভেদাহীন শর্তহীনতায়,
কান পেতে পেতে শুনতে চেয়েছি হৃদ-সমুদ্দুরের
স্ফুট-অস্ফুট ধ্রুপদী স্বপ্ন-গুঞ্জন;
নিষেধের বাঁধা টপকেছি অফুরন্ত প্রচ্ছন্ন প্রশ্রয়-আস্কারায়;
বারে বারে অনেকবার জিজ্ঞেস করেছি ‘কেমন আছ?’
উত্তর দিয়েছে শেষমেশ ইশারায়, ঈষৎ হেসে হেসে,
বুঝতে পারিনি সে দেব-ভাষা;
বসন্ত বাতাসের অচঞ্চল আয়না জলের কাছে
সটান দাঁড়িয়েছি মুখোমুখি, নির্ভয়ে,
ধীর শান্ত মহিমায়;
আধ্যাত্মিকতার বর্ণাঢ্য অলংকার এড়িয়ে,
সাঁতারে সাঁতারে ক্লান্তির ঘন নিঃশ্বাসে,
কাঁটা-গুল্মের ঝোপ, জলের ঘূর্ণ্যমান ঢেউয়ে,
আহুতি ছাড়াই, বিশুদ্ধ দার্শনিক ভাবনা-ও;
নিরাশ করেনি সে, বলেছে
‘আচার-সর্বস্বতা এড়িয়ে পড় এবং পড়’।
“হে প্রভু, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল,
আপনি ক্ষমাকে ভালোবাসেন,
সুতরাং আমাদের ক্ষমা করুন,
হে ক্ষমাকারী”
১৮টি মন্তব্য
মায়াবতী
ইকরা যোগ ইকরা ইকুয়েল্টু শুন্য হয়তো কারণ শুন্য থেকে ই নবীজী শুরু করে ছিলেন । আচ্ছা সৃষ্টিকর্তার কাছে ক্ষমার প্রার্থনা করে নিজের ভিতর কি ” ক্ষমা ” কে স্থাপিত করা যায় !
শরতীয় বাতাসে কি আধ্যাত্মিকা প্রশ্রয় দিয়ে বাস্নতি বাতাসের আমেজ পাওয়া যায় কবি সাহেব !!! 😀
ছাইরাছ হেলাল
আপনি খুব-ই কঠিন কঠিন প্রশ্ন করেছেন!
অধ্ম! আমি খুবই অপারগ এই ক্ষণে! এই পলে!
ক্ষমা করার মত দূর্লভ গুন সবার থাকে না, হয়-ও না!
তবুও কেউ কেউ ক্ষমার মত মহৎ গুন অর্জন করতে পেরেছেন বলে জেনেছি!
মায়াবতী
কঠিন কঠিন কবিতে লিখতে পারেন আর কঠিন প্রশ্নের উওর টা দিতে অপারগতা !!! প্রশ্ন যত টা ই কঠিন উত্তর কিন্ত টা ই সহজ হয় জানেন তো ! নিজের গুণ কি কি আছে জানি না তবে দোষ যে সীমাহীন তা জানা আছে। বাই দ্যা ওয়ে, ক্ষমা কি আসলে গুণ নাকি ভাগ ? 😀
ছাইরাছ হেলাল
আরে! আমি আবার কোন সুম (কখন) কবিতা লিখলাম!!
বড়জোড় কোবতে বলতে পারেন!!
জী, কঠিন প্রশ্নের সহজ উত্তর হয়, সে সহজ উত্তর সবার জানা থাকেনা (যেমন আমি),
আবার জানা থাকলেও সব জায়গায় সব সময় বলা যায় না, বলা ঠিক-ও না,
নিজের সীমাহীন দোষের কথা জানাইতো বড়/বিরাট গুণ, এ-তো সবার থাকে না,
আবার কঠিন কথা জিগায়!!
ক্ষমা অবশ্যই গুণ, আল্লাহ শ্রেষ্ঠ ক্ষমাকারী; (আপনি তা জানেন ভাল করে আমার থেকেও বেশি);
মায়াবতী
কোবতে দিয়ে কোবাতে কোবাতে সোনেলায় বাম্পার ফলন ঘটিয়ে চলেছেনে যে কোবতে গুরু ! আমি কিছু জানি না বুঝি না কোবতে গুরুর কাছে তাই শুধু প্রশ্ন খুঁজে ফিরি যে *** 😀
ছাইরাছ হেলাল
আপনি অবশ্যই প্রশ্ন করতে পারেন, করবেন-ও,
তবে মনে রাখতে হবে আমিও সামান্য ছাত্র মাত্র, আপনাদের কাছ থেকেই শিখছি!
সুন্দর দাঁতের জয় সর্বত্র!
রিতু জাহান
ক্ষমা করুন সৃস্টিকর্তা। ক্ষমা করুন আমাদের সকলকে।
আল্লাহ সত্যিই ক্ষমাশীল। নতুবা আমরা যেভাবে তার সৃষ্টির সাথে অবিচার করি তিনি সহ্য করতেন কি করে!
সুন্দর
ছাইরাছ হেলাল
সত্যি সত্যি ই তিনি ক্ষমাশীল, তবে আমরা তার সবটুকুর সামান্যটুকু-ও সব সময়
বুঝে উঠতে পারিনা!
ক্ষমাটুকু চাইতে থাকাই আমাদের কাজ। আমরা তাও করতে পারছি কৈ!
মাহমুদ আল মেহেদী
আল্লাহ ক্ষমা করুন আমায় । কবিতা বুঝার মেধা দান করুন আমায় । অনেক ভাল লাগছে যদিও কম বুঝি ।
ছাইরাছ হেলাল
আমিও আল্লাহর কাছেই ক্ষমা চাই,
কবিতা লেখা/বোঝার সক্ষমতা চাই, চাই, অনেক করেই চাই,
পড়ার জন্য ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
সকল পাপ ক্ষমা করুক মহান সৃষ্টিকর্তা আল্লাহ।
ছাইরাছ হেলাল
আমিও অবশ্যই ক্ষমার প্রার্থনা করি তাঁর-ই কাছে।
জিসান শা ইকরাম
দেব-ভাষা বুঝতে পারেন কজনে?
আমাদের আশা থাকে আমাদের প্রভু আমাদের ক্ষমা করবেন,
ক্ষমা কি আসলেই পাবো আমরা?
ছাইরাছ হেলাল
সে ভাষা কেউ কেউ অবশ্যই বুঝতে পারে,
বিধাতা বলেন, ক্ষমা করা তাঁর কর্তব্য।
অতএব আশাবাদী আমরা হতেই পারি,
নিশ্চয়-ই তিনি ওয়াদা ভঙ্গকারী নন।
নীলাঞ্জনা নীলা
সুকর্ম করিলে প্রভু ক্ষমা করিবেন নিশ্চিত।
এবং অবশ্যই নিষ্কাম কর্ম।
ছাইরাছ হেলাল
আহারে বোষ্টমী!
যপ-তপে আমাদের সাথে রাইক্কেন!
নীলাঞ্জনা নীলা
আইচ্ছা কাইল আপ্নের নামে তেঁতুল গাছের তলায় বাত্তি জ্বালামু আনে।
ছাইরাছ হেলাল
তুলসী তলায় দোষ করল কী!!