প্রথম তোমায় দেখে, হোঁচট খেয়ে দারিয়েছ্
ভুলতেও পারিনা তোমাকে।
এসো হৃদয় মাঝে,
চুম্বন দিয়ে নিবো কোলে তুলে,
আমার শয়ন ঘরে।
এত দিন একা একা ভেবেছি
কাকে ভালবাসব,
পেয়েছি আমার হৃদয় শিকারীকে।
হয়তবা হ্রদয়কে ভালো নাও বাসতে পার?
মনে যার ছবি এঁকেছি,
তাঁকে বেসেছি ভালো।
জানিনা আমার পত্র পেয়ে,
তোমার বুক দুরু দুরু কাঁপপে কিনা?
চলছি তো চলছি বন্ধুর মাঝে মিশ্ছি
অন্য মনে ভাবছি কি জান, তোমাকে।
তোমায় ভালো বেসেই
দিলাম এখানেই ইতি।
১৬টি মন্তব্য
মা মাটি দেশ
ভালবাসার দারুন অনুভুতি একেবারে হৃদয়কে ঝাক্কি মারে (y)
তন্দ্রা
আপনাকে ধন্যবাদ মা মাটি দেশ।
নীলকন্ঠ জয়
দিদি আপনি প্রেয়সির চিন্তা কেন করবেন? আপনিতো প্রিয়তম’র কথা চিন্তা করবেন… ^:^
তন্দ্রা
যে গেছে হারায়ে হৃদয় থেকে তাঁকে কি কখন ভুলা যাই, আমি পারব না।
ছাইরাছ হেলাল
চিন্তা দেখছি এলোমেলা হয়ে যাচ্ছে ।
আপনার নিক এর নামটি পাল্টে দিতে হবে তো ।
তন্দ্রা
হৃদয়ের অস্থি মহলে যা অন্তর আত্ত্বায় জাগ্রত তা কি পালটানো যাই হেলাল ভাই।
জিসান শা ইকরাম
প্রেমে ভালোই মজা হয়েছে দেখছি 🙂
তন্দ্রা
প্রেম মজাদার মসলা, সেখানে অনুভুতির শেষ নেই, বস।
বৈশাখী ঝড়
বেশ সুন্দর করে প্রেয়সীর ছবি এঁকেছেন। ভাল লাগল
তন্দ্রা
ধন্যবাদ ভাইয়া।
শুন্য শুন্যালয়
আমি কিন্তু বুঝিনি… ^:^
ভাবতে ভাবতে হঠাৎ ইতি দিলেন কেনো?
তন্দ্রা
চিঠির ইতি তো দেয়া লাগবেই।
খসড়া
প্রেয়সির চিন্তায় এত বিভোর ! পেটের চিন্তা কখন করবেন।
তন্দ্রা
মনের মাঝে যদি থাকে অশান্তি কাজ কি করতে পারি?
তাঁকে নিয়েই তো পথ চলা।
তাঁর সঙ্গে আত্ত্বার বাস,
তাঁর সঙ্গেই হৃদয়ঙ্গম।
সে আজ কোথায় জানিনা কিন্তু তাঁর ……………………………
রাতুল
যাক, শুরু করেছেন, শেষ করে দিয়েন সময় সুযোগ বুঝে :p :p
তন্দ্রা
চেষ্টায় আছি।