প্রেয়সির চিন্তায়

মোঃ মজিবর রহমান ১ ডিসেম্বর ২০১৩, রবিবার, ০৪:৫১:০৫অপরাহ্ন বিবিধ ১৬ মন্তব্য

প্রথম তোমায় দেখে, হোঁচট খেয়ে দারিয়েছ্‌

ভুলতেও পারিনা তোমাকে।

এসো হৃদয় মাঝে,

চুম্বন দিয়ে নিবো কোলে তুলে,

আমার শয়ন ঘরে।

এত দিন একা একা ভেবেছি

কাকে ভালবাসব,

পেয়েছি আমার হৃদয় শিকারীকে।

হয়তবা হ্রদয়কে ভালো নাও বাসতে পার?

মনে যার ছবি এঁকেছি,

তাঁকে বেসেছি ভালো।

জানিনা আমার পত্র পেয়ে,

তোমার বুক দুরু দুরু কাঁপপে কিনা?

চলছি তো চলছি বন্ধুর মাঝে মিশ্ছি

অন্য মনে ভাবছি কি জান, তোমাকে।

তোমায় ভালো বেসেই

দিলাম এখানেই ইতি।

৬০২জন ৬০২জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ