তুমি ছুঁয়ে দিলেই
আমি শুরু করি জীবনের অপূর্ণ স্বাধ,
তুমি ছুঁয়ে দিলেই
আমি হারিয়ে যাই মধুর স্বপ্ন জগতে।
তুমি বললেই
আমি এনে দিতে পারি সমুদ্রের ঝিনুকের মুক্ত,
তুমি বললেই
আমি গড়ে দেবো সুখের এক স্বর্গঘর।
তুমি ছিলে যখন
বুঝিনি আমি সূর্য্যের তীব্র উত্তাপ,
তুমি ছিলে যখন
ছিল না আমার ভালবাসার তীব্র অনীহা।
তুমি ছিলে না বলেই
আজ বসন্তের ঝির ঝির বৃষ্টিরা করেছে রাগ,
তুমি ছিলে না বলেই
বৃষ্টি ভেজাঁ মনে রোমান্টিকতা নিয়েছে ছুটি।
তুমি ছুয়েছঁ যখন প্রথম আমায়
আমি ছিলেম না আমার হয়েছিলাম তোমার,
তুমি ছুয়েছ যখন প্রথম আমায়
কৃষ্ণচূড়ায় লেগেছিল আগুন কোকিলের কণ্ঠে সৃষ্টি হয়েছিল কুহু কুহু সুর।
আজ তুমি নেই এমন দিনে
এখানে বাসন্তী রংয়ের ছড়াছড়ি রোমান্টিকতায় এসেছে জোয়ার
আজ তুমি নেই এমন দিনে,
আমি একা বড় একা ভালবাসার কাঙ্গালে দু’বাহু বাড়াই।
আমি একা বড়ই একা তুমি হীনা অন্ধকারে
খোজা ভালবাসার তীব্র বাসনা,
আমি একা বড় একা তুমি হীনা
মন চায় একটু সুখের ছোঁয়া।
তুমি একদিন না এলে দেখা না দিলে
মন করে আনচান মনে লাগে বিরহের দাগ হই প্রেম পাগলিনী,
তুমি একদিন না এলে দেখা না দিলে
নিজেকে নিজেই চিনি না মন হয় উদাসীন।
আজ বৃষ্টি ভেজাঁ এমন দিনে
তুমি নেই পাশে রয়েছ পরবাসে জীবনের তাগিদে
আজ বৃষ্টি ভেজা এমন দিনে,
তোমার নীল খামে চিঠির শব্দে যেন ফিরে যাই বার বার তোমার মধুর আলিঙ্গনে।
১৩টি মন্তব্য
আমার মন
বৃষ্টিভেজা এমন দিনে মনে পরে তোমায় 🙂
মা মাটি দেশ
ধন্যবাদ আমার মন। (y)
জিসান শা ইকরাম
বাহ !
অনেক সুন্দর হয়েছে -{@
মা মাটি দেশ
বাহ চমৎকার ধন্যবাদ ভাইয়া -{@
ছাইরাছ হেলাল
এই বৃষ্টিতে এমন নস্টালজিক হওয়াই স্বাভাবিক ।
ভালই লাগল এই সকালে ।
মা মাটি দেশ
ঠিক তাই কে না চায় এমন দিনে প্রিয়া কাছে থাকুক।ধন্যবাদ গুরু। (y)
ছাইরাছ হেলাল
এই, আপনি এখানে গুরু পেলেন কোথায় ?
শুন্য শুন্যালয়
ছুঁয়ে গেলো লেখাটা ..অনেক সুন্দর -{@
মা মাটি দেশ
মন ছুয়ে যায় ধন্যবাদ আপু -{@
লীলাবতী
এমন প্রেমের মাঝেই থাকুন
মা মাটি দেশ
এর মানে কি আপু আমি কি অন্য রকম?ধন্যবাদ এবং শুভেচ্ছা। (y)
মোঃ মজিবর রহমান
অতি চমৎকার মন প্রাণ ও হৃদয় স্পর্শ করা কবিতা ভাই
শুভেচ্ছা অবিরত।
তৌহিদ
তুমি ছুয়েছ যখন প্রথম আমায়
কৃষ্ণচূড়ায় লেগেছিল আগুন কোকিলের কণ্ঠে সৃষ্টি হয়েছিল কুহু কুহু সুর।
চমৎকার…