\\প্রেম বিলাবো\\

সীমা সারমিন ২২ অক্টোবর ২০১৩, মঙ্গলবার, ০৭:২৭:১৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১৫ মন্তব্য

পথের পানে আছি বসে
আসবে তুমি বসবে পাশে
মিষ্টি মুখে নতুন বেশে।

চাঁদের হাসি জোস্না দোলে
তোমার মাথা আমার কোলে,
একটু কোমল ছোঁয়া পেলে
তাল মিলিয়ে তোমার বোলে,
ভালোবাসার মধুর ছলে
প্রেম বিলাবো স্বপ্ন জলে।

——–সীমা সারমিন——–

৬৪৭জন ৬৪৭জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ