আমার স্বপ্ন ও মনের কথা অক্টোবর ২৩, ২০১৩ at ৭:১৪ পূর্বাহ্ন যার জন্য বিলাবো তাকেই তো বুঝাতে পারছিনা আপু 😀 আপু প্রথমে তাকে বুঝিয়ে নেই তার পর আপনাকে বুঝানোর চেষ্টা করবো -{@
আমার স্বপ্ন ও মনের কথা অক্টোবর ২৩, ২০১৩ at ৭:১৭ পূর্বাহ্ন 🙁 সাবধান হয়ে গেলাম ধন্যবাদ ভাইয়া সাবধান করার জন্য
আমার স্বপ্ন ও মনের কথা অক্টোবর ২৩, ২০১৩ at ৭:২৬ পূর্বাহ্ন একটাই কষ্ট থেকে গেল মনে সেই শুধু বল্লনা………………।। এভাবে চললে কেমনে আসা জাগে মনে আমি একদিন ঠিক চলে যাব ওই দূর বনে তখন আর খুঁজেই পাবেনা কোনদিন এই জীবনে। (3 -{@ (3 যাই হোক সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।
১৫টি মন্তব্য
জিসান শা ইকরাম
এমন সুন্দর স্বপ্ন পুরন হোক —
খুব সুন্দর লিখেছেন ।
আমার স্বপ্ন ও মনের কথা
দোয়া রাখবেন
ধন্যবাদ ভাইয়া। 🙂
লীলাবতী
আচ্ছা বিলান , কিভাবে বিলান আমাকেও শিখিয়ে দিয়েন আপু (3
আমার স্বপ্ন ও মনের কথা
যার জন্য বিলাবো তাকেই তো বুঝাতে পারছিনা আপু 😀
আপু প্রথমে তাকে বুঝিয়ে নেই তার পর আপনাকে বুঝানোর চেষ্টা করবো -{@
এই মেঘ এই রোদ্দুর
ওয়াও কি সুন্দর কোবতে….. হেব্বি রোমান্টিক
আমার স্বপ্ন ও মনের কথা
হুম
ধন্যবাদ আপনাকে 🙂
ছাইরাছ হেলাল
একটু সাবধানে বিলোতে হবে ।
বাহ্ বেশ সুন্দর লিখেছেন ।
আমার স্বপ্ন ও মনের কথা
🙁
সাবধান হয়ে গেলাম
ধন্যবাদ ভাইয়া সাবধান করার জন্য
নীহারিকা
খুব খেয়াল কইরা 🙂
আমার স্বপ্ন ও মনের কথা
মনে থাকবে
ধন্যবাদ 🙂
খসড়া
কবিতা চায় ছন্দের মিল
আমি শুধু চাই তোমাকে।
আমার স্বপ্ন ও মনের কথা
ঠিক বলেছেন ভাইয়া আমি শুধুই চাই তাকে 🙂
প্রিন্স মাহমুদ
দারুন
আমার স্বপ্ন ও মনের কথা
(y)
ধন্যবাদ ভাইয়া
আমার স্বপ্ন ও মনের কথা
একটাই কষ্ট থেকে গেল মনে সেই শুধু বল্লনা………………।।
এভাবে চললে কেমনে আসা জাগে মনে
আমি একদিন ঠিক চলে যাব ওই দূর বনে
তখন আর খুঁজেই পাবেনা কোনদিন এই জীবনে।
(3 -{@ (3
যাই হোক সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।