১.
পানির অপর নাম যদি
জীবন বলা হয়,
তোমার জন্য জীবন দেবো
সময় অসময়।
২.
আমি আজো বেকার !
আমার কাছে আছেরে ভাই
অনেক কিছু শেখার,
আমি বুঝি ভালো মন্দ
কোন গলির মুখ খোলা বন্ধ
গন্ধ শুকেই বলতে পারি
অনেক কিছুর নাম
তবু আমি বেকার বলে
পাইনা কোন দাম !!
৩.
গ্যাসট্রিকের ঐ গ্যাস ফোমে
ফেঁপে উঠুক পেট
আমার লাগবে না ট্যাবলেট
দয়া করে থামাও শুধু
তোমার ক্যাট ক্যাট।
৪.
৭১ এনে দিলো স্বাধীনতা দেশে
৯০ দিলো গণতন্ত্র স্বৈরতন্ত্র শেষে।
তন্ত্র মন্ত্র ভুলে মানুষ বুক
ভরেছে আশায়
সকল তন্ত্রই দিচ্ছে হানা
আজো আমার বাসায় !!
৫.
তোমার বাড়ীর টিনের চালে
বৃষ্টি যখন পড়ে,
তারও শব্দ শুনতে পাই
বসে আমার ঘরে।
আনমনে তোমার পাশে
আসি আমি যখনি,
ভাব খানা এমন তোমার
আমায় কভু দেখনি।
৬.
মাছটি আমার মুখে দিয়ে
চিবাও তুমি কাঁটা
আহ কি শক্ত প্রেমের আঠা
সেই তুমি আজ কথায় কথায়
তোল ঝাড়ু ঝাঁটা !!
৭.
তোমার সাথে এক পলকের
একটু দেখা হয়
সেই থেকেই ফেসবুকেই খুজি
তোমার পরিচয়।
সবাই আছে ফেস বুকেতে
শুধু তুমি ছাড়া
তোমার জায়গা করলো দখল
নতুন বান্ধবীরা !!
৮.
বন্ধ ঘরে মন্দ লাগে
বৃষ্টি যখন হয়
ভিজবোই আমি উর্ধ্বে রেখে
ঠান্ডা জ্বরের ভয়।
জ্বর হলে কি থাকবোই ঘরে
ভিজবোনা আর বৃষ্টিতে
চাইনা ভিজি বৃষ্টি দেখি
শুধু অবাক দৃষ্টিতে।
জবরুল আলম সুমন
সিলেট।
১৪টি মন্তব্য
আদিব আদ্নান
এতগুলো পকেটে রাখেন কী করে ?
পকেট যেন আবার ছিড়ে না যায় ।
জবরুল আলম সুমন
সবগুলো ত আর একই পকেটে রাখিনা… বিভিন্ন পকেটে ভাগ করে রাখি।
প্রজন্ম ৭১
আমার লাগবে না ট্যাবলেট
দয়া করে থামাও শুধু
তোমার ক্যাট ক্যাট।……….. হা হা হা হা হা , ভাইয়া ক্যাট ক্যাট কি খুব বেশী করছিলেন আমাদের ভাবী ?
জবরুল আলম সুমন
আপনার প্রশ্নের জবাব এখনি দেয়া সম্ভবপর হলোনা তবে অদূর বা সুদূর ভবিষ্যতে কোন একদিন পেয়ে যাবেন নিশ্চয়।
এই মেঘ এই রোদ্দুর
খুব সুন্দর আবারো সুপার লাইক………………
জবরুল আলম সুমন
আপনার লাইক পেয়ে ধন্য হলাম… 🙂
জিসান শা ইকরাম
সুমন কয়েকটা পড়ে হাহাপগে 🙂
দারুন লিখেছ ।
জবরুল আলম সুমন
থ্যাংকু দাদু… 🙂
ছাইরাছ হেলাল
কয়েকটা খুবই মজার ।
৮ নং টা কিন্তু বেশ হয়েছে ।
জবরুল আলম সুমন
ধন্যবাদ হেলাল ভাই, ভালো লাগলো আপনার ভালো লাগা দেখে…
যাযাবর
আপনার এই প্রেম রম্য পড়ে মজা পাচ্ছি খুব।
জবরুল আলম সুমন
জেনে ভালো লাগলো খুব, ভালো থাকবেন অনেক… শুভ সন্ধ্যা।
যাযাবর
পর্ব -৩ দেখতে চাই 🙂
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা হা
সব কটি দারুণ লিখেছেন