প্রেমে পরতে বারণ নেই

সিকদার সাদ রহমান ১৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ০১:৩৯:১৭অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

 


প্রেমে পরতে বারন নেই
প্রেমে পরার কারন নেই
ষোল কিংবা উনিশ কেনো?
পঁচিশ কিংবা চল্লিশেই
যখন তখন প্রেমে পড়ো
প্রেমে পরতে বারণ নেই।

ভালোবাসতে কারন নেই
ভালোবাসার সময় নেই
রাত কিংবা দিন কেনো
সন্ধ্যা কিংবা সকালেই
ভালোবাসতে মন লাগে
দোহাই কেনো সময়েই?

প্রেমে শুধু মানুষ কেনো
জীবে কোন প্রেম নেই?
একতরফা খেটেই চলি
কাজের প্রতি প্রেম নেই।

প্রেম আছে ইশ্বরেতে
তার প্রেমের কোন দিন নেই
যখন তখন প্রেমে পরো
প্রেমে পরতে বারণ নেই!

৫৯৯জন ৫১৩জন

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ