প্রেমে ডুবন্ত সেই শুরু হতেই

জাকিয়া জেসমিন যূথী ৮ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ০৮:৪১:০৮পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য

 

ব্যথায় বেহুশ হয়ে যেতে থাকলে
তুমি জড়িয়ে নিলে তোমার ওমে
খুব আরাম, খুব আরাম
ব্যথা রা সব পালায়…

তোমার শান্ত গভীর স্নিগ্ধ চোখে
আশ্চর্য এক নির্ভরতার দ্যুতি
ঠোঁটে বয়ে চলো নিশ্চুপ আহ্বান
কণ্ঠস্বরে ঘন প্রেম
আর হৃদয়ে বিশুদ্ধ ভালোবাসার জোয়ার….

হেঁটে চলি রোজ বহুদূর পথ
সব বিপদ ঝড় ঝঞ্জাট জীবনের ঝুঁকি থেকে
তুমি জড়াও এথলেটিক আলিংগনে
নিশ্চিন্ত নির্ভার জড়িয়ে থাকি
তোমার বুকে, অন্তরের খুব কাছে…

স্নেহ, নির্ভরতা, প্রেম আর আদরের সুবাসে
ঘুম থেকে জেগে উঠি পবিত্র আভাসে
সারাদিন সারাক্ষণ স্বচ্ছ কিচিরমিচির
আনন্দ আকাশে ডানা ঝাপটাই
তোমার অদৃশ্য মায়া বন্ধনে…

তুমি প্রিয়, তুমিই অপ্রিয়, তুমি খুনসুটি
তুমিই সারাবেলার হৃদ স্পন্দন
তুমি নেই, তবু তুমি আছো, থাকো
তুমিময় ওমে কেটে যায় দিনরাত্রি আমার…

তোমার প্রেমে ডুবন্ত সেই শুরু হতেই
.
.
.
“প্রেমে ডুবন্ত সেই শুরু হতেই”
জাকিয়া জেসমিন যূথী
০৮ ০২ ২০২০

৪৮৯জন ৩৬৪জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ