ব্যথায় বেহুশ হয়ে যেতে থাকলে
তুমি জড়িয়ে নিলে তোমার ওমে
খুব আরাম, খুব আরাম
ব্যথা রা সব পালায়…
তোমার শান্ত গভীর স্নিগ্ধ চোখে
আশ্চর্য এক নির্ভরতার দ্যুতি
ঠোঁটে বয়ে চলো নিশ্চুপ আহ্বান
কণ্ঠস্বরে ঘন প্রেম
আর হৃদয়ে বিশুদ্ধ ভালোবাসার জোয়ার….
হেঁটে চলি রোজ বহুদূর পথ
সব বিপদ ঝড় ঝঞ্জাট জীবনের ঝুঁকি থেকে
তুমি জড়াও এথলেটিক আলিংগনে
নিশ্চিন্ত নির্ভার জড়িয়ে থাকি
তোমার বুকে, অন্তরের খুব কাছে…
স্নেহ, নির্ভরতা, প্রেম আর আদরের সুবাসে
ঘুম থেকে জেগে উঠি পবিত্র আভাসে
সারাদিন সারাক্ষণ স্বচ্ছ কিচিরমিচির
আনন্দ আকাশে ডানা ঝাপটাই
তোমার অদৃশ্য মায়া বন্ধনে…
তুমি প্রিয়, তুমিই অপ্রিয়, তুমি খুনসুটি
তুমিই সারাবেলার হৃদ স্পন্দন
তুমি নেই, তবু তুমি আছো, থাকো
তুমিময় ওমে কেটে যায় দিনরাত্রি আমার…
তোমার প্রেমে ডুবন্ত সেই শুরু হতেই
.
.
.
“প্রেমে ডুবন্ত সেই শুরু হতেই”
জাকিয়া জেসমিন যূথী
০৮ ০২ ২০২০
২১টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আহ্ ! প্রেমের কি আবেশ। সুন্দর হয়েছে। শুভ সকাল
জাকিয়া জেসমিন যূথী
হ। বান্ধবী।
কেমন আছো তুমি? প্রথম মন্তব্য তোমার আহা কি আনন্দ আকাশে বাতাসে
সুপর্ণা ফাল্গুনী
😍😍😍😍 আনন্দ দ্বিগুণ হোক কাঙ্খিত তাকে পেয়ে।
জাকিয়া জেসমিন যূথী
হাহা।।
আরজু মুক্তা
সুন্দর প্রকাশ। ভালো লাগলো।
জাকিয়া জেসমিন যূথী
ধন্যাদ আপুমনি
সাবিনা ইয়াসমিন
অনন্ত প্রেমে ডুবে যায় মন,
ভেসে উঠে ডুবন্ত মনের আনন্দ-প্রকাশ!!
চমৎকার কবিতা 🌹🌹
জাকিয়া জেসমিন যূথী
ধন্যবাদ আপু।
ফয়জুল মহী
অসাধারণ লেখা I 😍😍 I
জাকিয়া জেসমিন যূথী
ধন্যবাদ ভাইয়া
ছাইরাছ হেলাল
বুঝতে পারছি না, এটাকে কী ডুবে ডুবে জল খাওয়া বলে! নাকই জলে ডুব খাওয়া বলে!
অনেক দিন পর সুন্দর কবিতা লিখলেন।
জাকিয়া জেসমিন যূথী
ধন্যবাদ ভাইয়া। দারুন করে বলেছেন।
সুপায়ন বড়ুয়া
“তোমার শান্ত গভীর স্নিগ্ধ চোখে
আশ্চর্য এক নির্ভরতার দ্যুতি।
প্রেমে ডুবন্ত সেই শুরু হতেই
জাকিয়া জেসমিন যূথী। “
রোমান্টিক কবিতায় মুগ্ধ মোরা
অল্পতেই তুষ্ট তাই টেনেছেন ইতি।
শুভ কামনা।
জাকিয়া জেসমিন যূথী
ধন্যবাদ। বসন্তের আগমনী শুভেচ্ছা
রেহানা বীথি
সুন্দর লিখলেন প্রেমের কথা।
জাকিয়া জেসমিন যূথী
ধন্যবাদ। বসন্তের আগমনী শুভেচ্ছা।
জিসান শা ইকরাম
অনেক দিন পরে খুব সুন্দর একটি কবিতা নিয়ে এলেন।
সে নেই, তারপরেও সে আছে!
কল্পনায় দারুন আকলেন তাকে।
শুভ কামনা
জাকিয়া জেসমিন যূথী
হাহাহা…
হুম ঠিকই, সে নেই তবুও জড়িয়ে আছে আমার অনুভবে।
কামাল উদ্দিন
প্রেমময় জীবনের কাহিনী আপনার কবিতায় অনেক চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন আপু……..শুভ কামনা সব সময়।
জাকিয়া জেসমিন যূথী
থ্যাংক ইউ ভাইয়া।
বসন্তের আগমনী শুভেচ্ছা জানাই
ইসিয়াক
দারূণ প্রেমের কাব্য। ভালো লাগলো খুব।