==============================
যার প্রেমের জলে নামছিল না
তবুও প্রেম সাগরে ডুবে মরল-
ও প্রেমের অন্তকথা স্বর্ণলতা
বন্ধখাতা শুকনো পাতার গন্ধ
মলিন করে মরার আগে মারল;
অতঃপর সকাল সন্ধ্যা তবু প্রেম
ছাড়ে না- ধরার আগেই কপাল
পুড়া- আজও প্রেম জানে না;
বিবাগি সংসার অট্রালিকা পাহাড়
অথচ প্রেমের শব্দ অমাবস্যায় পুড়ল
ইটভাটা দেখনি অন্তরানলে জ্বলনি
অহংকারে দেখছো সব ছড়ে গেলো
পাশের বাড়ির কৃষ্ণচূড়া তাও বুঝনি-
কি দোষে ধরিয়ে দিলে অন্তরপুড়া বাঁশি
বাজে এখন দিবানিশি প্রেমের চাঁদ না ছুঁইল।
১৪ ভাদ্র ১৪২৬, ২৯ আগস্ট ২০
————————————
৩০টি মন্তব্য
আরজু মুক্তা
দারুণ একটা কবিতা। হৃদয় ছুঁইলো
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মুক্তা আপু গীতিকবিতার মতো চেষ্টা করেছি
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————–
ইঞ্জা
চমৎকার লিখলেন ভাই
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি ইঞ্জা দা
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————–
ইঞ্জা
শুভকামনা ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি আপনাকেউ
শামীম চৌধুরী
সাবলীল ও মননশীল কবিতা। ভাল লাগলো।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি শামীম দা
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————–
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর উপস্থাপনা করেছেন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপর্ণা দিদি
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————–
ফয়জুল মহী
অতুলনীয় রচনাশৈলী ,
খুব ভালো লাগলো ।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মহী দা
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————–
সুপায়ন বড়ুয়া
সুন্দর হলো কবিতা
এক নিমিষে পড়া যায়।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপায়ন দা
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবে
রোকসানা খন্দকার রুকু।
ছোট্ট কবিতা কিন্তু অনেক কিছুই বলে গেল।
শুভ কামনা।
ভালো থাকবেন।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি রুকু আপু
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবে
খাদিজাতুল কুবরা
বেশ মনোরম কবিতা লিখেছেন লিটনদা। প্রেমের চাঁদ না ছুঁইলেও হৃদয় ছুঁয়েছে।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি কুবরা আপু
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন
হালিম নজরুল
আমার জন্য কঠিন কবিতা। শুভকামনা রইল।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি নজরুল দা
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন
প্রদীপ চক্রবর্তী
অসাধারণ কাব্যকথন।
ভালোলাগা রেখে গেলাম দাদা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি প্রদীপ দা
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন
সাজেদুল হক
ভালো লাগলো ।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সাজেদুল দা
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন
রেজওয়ানা কবির
বুঝলাম অনুভূতির নিদারুণ প্রকাশ।ভালো লাগল।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি কবির আপু
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন
সৌবর্ণ বাঁধন
অন্তর পুড়া বাঁশি- আবহমান লয়ে লেখা। বেশ সুন্দর।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি বাঁধন না
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন
মনির হোসেন মমি
অনন্য প্রকাশ।প্রেমের মরা জলে ডুবে না-পুড়ালে পুড়েনা তুষের আগুন হয়ে জ্বলে।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মমি দা
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন