প্রেমিকার ছবি (বাকোয়াজ গল্প)

শাওন এরিক ২৮ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ০১:০৮:৪৫অপরাহ্ন গল্প ১৪ মন্তব্য

কথা দিয়েছিলাম, প্ল্যানচেট Vs মুন্নার আত্মা গল্পের পর প্রিন্সের মুখে শোনা তার অপর বাকোয়াজ গল্পটাও শোনাবো.. আশা করছি আগেরটার মত এটাও ভালো লাগবে…

==========================
আব্বার হাতে ছেলের প্রেমিকার ছবি…

বইয়ের মাঝখানে রেখে ছবি দেখার সময় এক্কেবারে হাতে নাতে পাকড়াও করা হয়েছে.. চোর সামনেই দাড়িয়ে মাথা নিঁচু করে!

সামনে সেমাই ঈদ আসছে,
কিন্তু কুরবানি আজকেই হওয়ার সম্ভাবনা!

ছেলে আরেকদিকে মুখ ঘুরিয়ে আছে,
আর বাবা একবার ছেলের দিকে তাকাচ্ছেন, আরেকবার ছবির দিকে!!

পকেট থেকে ম্যাচ বের করে ছবিতে ফোঁস করে আগুন লাগিয়ে ছেলের দিকে কটমট করে তাকিয়ে মৃদু হাসির মত মুখ করে আছেন, কিন্তু একটা প্রশ্নও করলেন না!

ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড় চোখে প্রেমিকার ছবি পুড়তে দেখছে, আব্বা বলে কথা- কি-ই বা করার আছে!
তবে কাহিনি এখানেই শেষ না!

ছেলে অন্য দিকে মুখ ঘুরিয়ে ছবির দিকে আঙুল তুলে আব্বাকে বলছে,
“ছবি পুড়াইছেন পুড়াইছেন কিন্তু… 
(হাত বুকের কাছে এনে) এখান থেকে ছবি মিশাইতে পারবেন না”

সুপ্রিয় পাঠকবৃন্দ, এটা বাংলা সিনেমা হলে একটা কথা ছিল..কিন্তু এটা সত্যি কাহিনী! প্রিন্সের বন্ধুর গল্প।

আব্বা দৌড়ে এসে ছেলের চুলের মুঠা ধরে..
মাটিতে শুইয়ে..বুকের উপর পা চড়িয়া খিঁচতে খিঁচতে চিৎকার করে বলছেন, ” এইবার মিশছে?”

ছেলে তার চেয়ে জোরে চিৎকার দিয়ে, “আব্বা মিশছে আব্বা..মিশছে..
আব্বাগে..মারি ফেললরেহ”

মোরাল: আব্বার সামনে হিরোগিরিকে ‘না’ বলুন! প্রেমিকার সামনে ভাব সর্বদা বজায় রেখেই চলুন। 
ধন্যবাদ!

৮৪৯জন ৮০০জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ