প্রেমকাব্য

রাসেল হাসান ১২ মে ২০১৫, মঙ্গলবার, ০৭:২৬:১৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৬ মন্তব্য

তুমি সন্ধ্যারো মেঘমালা,
আমার ভেসে আসা কথামালা!
তোমায় ভেবে অপেক্ষায় কাটে
আমার সারাবেলা।
প্রজাপতির ডানা ঝাপটিয়ে উড়ছো
হৃদয় আসমানে,
অথৈ সাগরে ভাসছি আমি খেয়া
বিহীন পথচলা!
সুরের মাঝে খুজছি তোমায় আছো
কি পাশে দাড়িয়ে,
সপ্ন হয়ে আসছো আবার যাচ্ছো
দুরে হারিয়ে!
সকাল বিকাল দুলছে মনে মিছে
ভালবাসার খেলা,
কাল বৈশাখী ঝড়ে আমার ডুবছে
অন্তরের ভেলা!

৬৮৩জন ৬৮৩জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ