তুমি সন্ধ্যারো মেঘমালা,
আমার ভেসে আসা কথামালা!
তোমায় ভেবে অপেক্ষায় কাটে
আমার সারাবেলা।
প্রজাপতির ডানা ঝাপটিয়ে উড়ছো
হৃদয় আসমানে,
অথৈ সাগরে ভাসছি আমি খেয়া
বিহীন পথচলা!
সুরের মাঝে খুজছি তোমায় আছো
কি পাশে দাড়িয়ে,
সপ্ন হয়ে আসছো আবার যাচ্ছো
দুরে হারিয়ে!
সকাল বিকাল দুলছে মনে মিছে
ভালবাসার খেলা,
কাল বৈশাখী ঝড়ে আমার ডুবছে
অন্তরের ভেলা!
৬টি মন্তব্য
অলিভার
ভালো লাগলো আপনার প্রেমকাব্য 🙂
রাসেল হাসান
ভালো লাগায় শুভেচ্ছা জানবেন। 🙂
স্বপ্ন নীলা
ভাল লাগলো, তবে আরো লিখুন দুহাত খুলে
রাসেল হাসান
ভালো লাগায় কৃতজ্ঞতা! আর আপনাদের অনুপ্রেরনায় লেখার শক্তি গোজাবে। 🙂
কৃন্তনিকা
বাহ… বেশ… সুন্দর… 🙂
রাসেল হাসান
ধন্যবাদ আপু। 🙂