প্রিয় ব্লগ সঞ্চালক,
এবারের একুশে বইমেলায় কি সোনেলার পক্ষ থেকে কোন সংকলন বের করা হবে? যদি হয় বা না হয় তবে আমি কিছু পরামর্শ শেয়ার করতে পারি। হয়ত আপনার/আপনাদের অভিজ্ঞতা আমার চেয়েও অনেক বেশিই হবে। কারণ এই ব্যাপারে আমার ধারণা যতসামান্য।
আমি যতদূর জানি ব্লগ থেকে আলাদা আয়ের উৎস না থাকায় একটি প্রকাশনা বের করা দূরুহ হয়ে ওঠে। তাছাড়া প্রকাশক পাওয়াটাও অনেক কষ্টের। এ ক্ষেত্রে আমরা ব্লগের সকলে মিলে কি একটি সংকলন বের করতে পারি না? অর্থাৎ সকলের আন্তরিক সহযোগিতায় বের করতে পারি একটি একুশে সংকলন।
সঞ্চালকসহ সকলের সহযোগিতাপূর্ণ মতামত আশা করছি।
শুভেচ্ছা রইলো।
(পূর্বের শিরোনাম পরিবর্তন করা হয়েছে আলোচনার সুবিধার্থে।)
৫৪টি মন্তব্য
তওসীফ সাদাত
হুম, করতে পারলে বেশ ভাল হয় !!
নীলকন্ঠ জয়
এ ব্যাপারে ব্লগ কতৃপক্ষের মতামতটা জানা জরুরী। সাথে আমাদের সকলের সহযোগিতা পূর্ণ মনোভাব।
ধন্যবাদ।
আলোচনায় চোখ রাখুন।
খসড়া
সহমত।
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ । আলোচনায় চোখ রাখুন । মতামত থাকলে প্রকাশ করুন।
শুভ কামনা।
জিসান শা ইকরাম
সোনেলা ব্লগ টীমকে প্রস্তাবটি ভেবে দেখার অনুরোধ করছি ।
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ জিসান ভাই। কিন্তু ব্লগ টীম তো কোন সাড়াই দিলো না।
তওসীফ সাদাত
টীম তো সাড়া দিয়েছেই জয় ভাই :p :p
নীলকন্ঠ জয়
হুম দিয়েছে কিন্তু আনুষ্ঠানিক সাড়া এখনো দেয় নি। 😛
মা মাটি দেশ
সুন্দর প্রস্তাব।এ উদ্দ্যেগ সোনেলাকে গর্বিত করবে।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ ভাইয়া। কিন্তু এখনো পর্যন্ত যাদের কাছে প্রস্তাব রাখলাম তাদের কোন সাড়া পেলাম না। হয়ত নজরে আসে নি। আশা রাখছি উনারা একটা সিদ্ধান্ত নিবেন।
লীলাবতী
জিসান শা ইকরাম বলেছেনঃ
সোনেলা ব্লগ টীমকে প্রস্তাবটি ভেবে দেখার অনুরোধ করছি । :p
🙂 ব্লগ টীম কারা জিসান ভাই ?
নীলকন্ঠ জয়
:D)
জিসান ভাই ব্যাপারটা ভেবে দেখবেন আশা রাখি। লীলাবতী দি কিছুতো বললেন না?
ধন্যবাদ।
লীলাবতী
প্রস্তাবের সাথে সহমত প্রকাশ করছি 🙂
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ। কিন্তু সঞ্চালকদের নীরবতা থেকেই যাচ্ছে। 🙁 🙁
বনলতা সেন
এ ব্লগটি আতুড় ঘর পেরিয়ে মাত্র শৈশবে ,
এখনই এতটা আশাবাদী হতে ভয় হয় ।
নীলকন্ঠ জয়
বনলতা দি আসুন না সবাই মিলে এই ব্লগের তরীখানা আরও সুন্দরভাবে সাজিয়ে তুলি। আর এই জন্যই বলেছি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় বের করতে পারি সংকলনটি। তবে সবার আন্তরিকতা থাকতে হবে অবশ্যই।
ব্লগার সজীব
ব্লগটি নতুন , তেমন পরিচিতি নেই । একটি বই প্রকাশ করাই যায় , কিন্তু প্রকাশ পরবর্তী ফিডব্যাকটি কিন্তু মুল্যবান । ফিডব্যাক তেমন না হলে হতাশ হতে হবে আমাদের ।
তারপরেও ব্লগারের আন্তরিক প্রস্তাব নিয়ে ভাবার জন্য সোনেলা ব্লগের পরিচালনায় যারা আছেন তাঁদের কাছে অনুরোধ করছি ।
নীলকন্ঠ জয়
প্রকাশ পরবর্তী ফিডব্যাক জিরো এটা ধরে নিয়েই এগুতে হবে। আর যেহেতু সংকলনটি আমাদের সেহেতু আমাদেরই সবকিছু মাথা পেতে নিতে হবে। এই যেমন আমাদেরই আর্থিকভাবে প্রকাশে এগিয়ে আসতে হবে (সবাই সামান্য সামান্য পরিমাণ করে), আমাদেরই প্রকাশনীতে দৌড়া-দৌড়ি করতে হবে এবং আমাদেরই বিভিন্ন গুনীজনের হাতে হাতে পৌছে দিতে হবে।
দুইটা জিনিস যদি অনেকের মধ্যে একসাথে পাওয়া যায় তবে প্রকাশ করা হবে সার্থক।
১/ আন্তরিকতা ২/ আত্মত্যাগ (পরিশ্রম)।
শুভ কামনা।
প্রিন্স মাহমুদ
অবশ্যই একমত । অনলাইনে কীবোর্ডে ঝড় তুলে কি লাভ ! যদি কাগজে ঝড় না তুলা যায় !
নীলকন্ঠ জয়
ধন্যবাদ । তবে কাজটা কঠিন হলেও সবাই মিলে কাজ করলে , সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অবশ্যয়ই সম্ভব।
শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
আপনি বেশ সাহসী ও আশাবাদী মানুষ , ভালো লাগল ।
দেখুন এখানে আমরা যারা নিয়মিত এখানে লেখি বা পড়ি তাদের সংখ্যা কিন্তু বেশী না ।
লক্ষ্য করলে দেখবেন বা ইতিমধ্যেই দেখেছেন – অন্যদের লেখা পড়া দূরে থাক নিজেদের লেখায় অন্যদের করা মন্তব্যের উত্তর ও কিন্তু দেন না । আবার লেখাটি এখানে দিয়েই হাওয়া হয়ে যান , আবার আসেন আবার একটি লেখা দেন । তারা আবার অনেক ভাল ও লেখেন কেউ কেউ । তাই বলে আমি বলছি না সারাক্ষণ ব্লগে পড়ে থাকতে হবে , সব ব্যস্ততার মাঝে দিনে ১৫/২০ বিশ মিনিট সময় দিলেই যথেষ্ট এই অবস্থায় । এত কথা বলছি বাস্তবতা বোঝানোর জন্য । আপনার বা আপনাদের আন্তরিকতা বেশ ভাল ভাবেই বুঝতে পারছি । আসুন আমরা অপেক্ষা করে আমাদে নিজেদের আর একটু ঝালিয়ে নিয়ে শক্ত পোক্ত হই । আমরা আমাদের মর্যাদা অবশ্যই রক্ষা করার সর্বাত্মক চেষ্টা করব সবার আন্তরিক সহযোগিতায় । অনেক ধন্যবাদ আপনাকে ।
নীলকন্ঠ জয়
ভেবে দেখার মতোই কথা বলেছেন।
ধন্যবাদ এমন সুন্দর করে কথাগুলো গুছিয়ে বলার জন্য। দেখা যাক না কি হয়। আমরা কিন্তু চাইলে সবাই একসাথে কোথাও বসতে পারি। পরিচয়ের পাশাপাশি চেনাজানা,আন্তরিকতা আরও বাড়বে।এবার না হোক সংকলন তবুও আশা রেখেই বসতে পারি । দু-কাপ চা পান করতে করতে ভবিষ্যতের ভাবনা ভাবতে পারি।
শুভেচ্ছা অনন্ত।
ছাইরাছ হেলাল
চা অবশ্যই খাওয়া যেতে পারে ।
এবং আলোচনাও হতে পারে । অবশ্যই এটি ইতি উত্তম প্রস্তাব ।
এমনটি অবশ্যই হওয়া উচিৎ ।
কিন্তু আমি যে বাকপটু নই , কেমতে কী ?
নীলকন্ঠ জয়
:T (y) (y)
এই মেঘ এই রোদ্দুর
আমারে আবার কইয়েন না হেলাল ভাই :v
জিসান শা ইকরাম
সবার মতামত এবং বাস্তবতাকে উপলব্দি করে সিদ্ধান্ত গ্রহন করার জন্য এখানে আবার আলোচনা করা যেতে পারে ।
নীলকন্ঠ জয়
হ্যাঁ দারুণ বলেছেন। আমার মনে হয় আলোচনার জন্য আপনি ব্লগের পক্ষ থেকে একটা প্রস্তাব পোষ্ট রাখতে পারেন। কারণ অনেকেই হয়ত মন্তব্য দিয়ে এই পোষ্টে আর নাও আসতে পারে।
জিসান শা ইকরাম
আচ্ছা , ব্লগ সংশ্লিষ্ট কাউকে অনুরোধ করুমনে এবিষয়ে একটা পোস্ট দিতে 🙂
নীলকন্ঠ জয়
:D)
আফ্রি আয়েশা
ভালো প্রস্তাব 🙂 ।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ আফ্রি আপু।
জি.মাওলা
আমি মনে করি ভাল প্রস্তাব। আর ব্লগে সদস্য সংখ্যা বাড়াতে আমরা প্রত্যেকে ফেসবুকে নিজেদের লিখার লিংক তা শেয়ার করি।
নীলকন্ঠ জয়
দারুণ বলেছেন এবং আমাদের প্রত্যেকেরই উচিৎ যার যার টাইম লাইনে সোনেলাকে তুলে ধরা। সোনেলা পেইজেও নিজ উদ্যোগে শেয়ার দেওয়া। সোনেলা নামে একটা গ্রুপ থাকা দরকার। বন্ধুত্ব এবং মুক্ত আলোচনার জন্য ব্লগের পাশাপাশি গ্রুপও একটা ভালো প্লেস হতে পারে। তাতে পরিচিত হওয়ার সুযোগ বাড়বে একে-অন্যের।
ধন্যবাদ জি মাওলা ভাই।
ছাইরাছ হেলাল
https://www.facebook.com/groups/122120001277744/
এমন একটি কিন্তু আছে ।
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ। জানা ছিলো না। জয়েন রিকোয়েষ্ট পাঠিয়েছি।
স্বপ্ন নীলা
প্রস্তাবকে সাধুবাদ জানাচ্ছি,,,,,,,,,
নীলকন্ঠ জয়
ধন্যবাদ সাথে থাকুন। -{@
ফরহাদ ফিদা হুসেইন
উত্তম প্রস্তাব :c
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ। -{@ -{@
এই মেঘ এই রোদ্দুর
সাথেই আছি ……… বই প্রকাশ করতে পারলে ভালাই লাগত
জিসান শা ইকরাম
বই যদি প্রকাশ হয়েই যায় , সেখানে কিন্তু ‘ এই মেঘ এই রোদ্দুর ‘ নামে লেখা ছাপা হবে। ‘ ছবি ‘ নাম দেয়া চইলত না 🙂
এই মেঘ এই রোদ্দুর
এইডা কোনো কথা হইল ……… কাজী ফাতেমা ছবি দিবেন ;( ;(
জিসান শা ইকরাম
ব্লগারগন সিদ্ধান্ত নিবেন , কি নাম দিবেন 🙂
পোস্ট দিয়া মতামত চান সবার :p
নীলকন্ঠ জয়
নাম দিবেন ভালো কথা। নামের আকিকা দিবেন না? এই মেঘ এই রোদ্দুর?? 😀 😀
এই মেঘ এই রোদ্দুর
দেখছ তামশা
নীলকণ্ঠ ভাইয়া আপনি না আগে আকিকা দিবেন ……….
নাম দিবেন ভাল কথা আগে তো আকিকা দিবেন
নাকি? হিহিিহ
নীলকন্ঠ জয়
বিপদে ফেলানোর ষড়যন্ত্র দেখছি?? ;( ;(
রাহুল উজ্জ্বল
জয় ভাই আপনার সাথে একমত।
নীলকন্ঠ জয়
রাহুল ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা । -{@
মেহেদী হাসান
ভালো প্রস্তাব। সমর্থন রইল।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ ভাই। -{@
লীলাবতী
বই প্রকাশে আমার কোন লাভ নেই । আমি এমন কিছি লিখতে পারিনা ,যা প্রকাশের যোগ্য 🙁
মেহেদী হাসান
বুঝলাম আপনি পাঠক হইতে আগ্রহী।
নীলকন্ঠ জয়
নিজের কথাটাই ভাবলেন লীলাবতি দিদি? বাকি ভাই-বোনগুলোর কথা ভুলেই গেলেন ? ;(
আর কে বলেছে আপনি ভালো লেখেন না? কতগুলো গানের লিরিক্স দিলেন। মন্তব্য করে সবাইকে উতসাহ দেন । আর যাকিছু লেখেন তাওবা মন্দ কিসের?
লীলাবতী
তবে আমি বই পড়ে আনন্দ পাবো প্রচুর -{@ 🙂