মনে হয় যেন এটি আমারই কলেজ লাইফ , আপনারও তাই মনে হবে ।
ক্লাসরুম (ব্যান্ড: পৃথিবী)
————————–
ক্লাসরুমের নামে শুধু অসময়ে
রাস্তা পেরিয়ে ছুটির ঘন্টা
আমি তার অপেক্ষায়
চার তলা সিড়ি বেয়ে ক্যান্টিনে
লুকোচুরি মন ভাবে ধুর
ভাবে যদি একটু সে তাকায়
বোকা সেলফোন তার নেই
কেটে তার ছবি
এভাবেই তো জন্মায়
আমাদের মত শত কবি।
কলেজের সব বন্ধুরা বলে
আয়নায় মুখ দেখে আয়
আমি জানি আমি ভালোবাসি তোমায়
জানিনা বলবো কি করে তোমায়।
নিয়েছি পিছু আজ কলেজ ছুটির
বড় সস্তা বিকেল বেলায়
কখনো গড়িয়া হাটের মোড়
নন্দন চত্ত্বর, বাস স্টপের অপেক্ষায়
দেখেছি তোমায় তুমি দেখেছ আড়াল থেকে
ভালোবাসা ছিল চোখে
মায়ের বকুনি অসহায়
চিঠি লেখা খাতায়
বুক বেধে কোন সুখে।
বন্ধু আমি দাড়িয়ে আছি
কলেজের গেটে অপেক্ষায়
চিটি হাতে কত কথা
লেখা তোমায়
একটু হলেও পড় খুলে
ভালোবাসা যদি নাইবা দিলে
তবু আমি থাকবো অপেক্ষায়।
এই ভাবে ঠিক কেটে গেল কতটা সময়
মানুষ সহজেই ধরা দেয় না
তাকে নিজেই চিনে নিতে হয়
তুমি চাইতে সপ্তাহে পাচদিন
সাজানো সুখের পরিবার
শনি রবি বার স্বামীর হাত ধরে
সিসিডি বাস সিটি সেন্টার।
আমার ছিলোনা দেওয়ার কিছু
ছিল শুধু গান
আর কবিতার খোরাক
আর জন্মদিনের দিন
হাতে লেখা গান আর একগুচ্ছ ফুলের তোড়া
তুমি জানালেনা ঠিকই সুখে আছো ভেবে
জানি ব্যস্ত সোনার সংসার
আমার সেই ছেড়া জীন্স
বয়স বেড়ে যাওয়া
ছেড়া চিঠি পুরোনো গীটার।
বন্ধু আমি দাড়িয়ে আছি
কলেজের গেটে অপেক্ষায়
চিঠি হাতে কত কথা
লেখা তোমায়
একটু হলেও পড় খুলে
ভালোবাসা যদি নাইবা দিলে
তবু আমি থাকবো অপেক্ষায় ।
৩১টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
চমৎকার দিদি।
লীলাবতী
ধন্যবাদ ভাইয়া -{@
শুন্য শুন্যালয়
কথাগুলো খুবই সুন্দর ..
অনেক ধন্যবাদ শেয়ারের জন্য..আগে শুনিনি এটা.
-{@ -{@
লীলাবতী
আপনাকেও ধন্যবাদ শুন্য আপু (3
আফ্রি আয়েশা
সুন্দর গান 🙂
লীলাবতী
আপুকে আর দেখিনা সোনেলায় 🙁
ইশতিয়াক হাসান
অদ্ভুত
লীলাবতী
হ্যা
প্রত্যাবর্তন
সময় করে শুনবো । শেয়ারের জন্য ধন্যবাদ ।
লীলাবতী
আচ্ছা শুনুন 😀
স্বপ্ন
কলেজ জীবনে চলে গেলাম গান শুনে -{@
লীলাবতী
একারনেই শেয়ার দিয়েছি স্বপ্ন ভাইয়া -{@
লীলাবতী
এই পোষ্টের জবাব দেইনি কেন আগে? :p
মেহেরী তাজ
কি ব্যপার এতো পুরান লেখা?
কথা গুলো মারাত্মক ভাল লাগলো।
লীলাবতী
পুরানো লেখায় কি হয়েছে তাজ?কথা গুলো ভালো বলেই তো পোষ্ট করেছি 🙂
মেহেরী তাজ
লেখায় কিছু হয়েছে কি? আমি তো বলেছি কথা গুলো ভালো লেগেছে। :p
লীলাবতী
কি ব্যপার এতো পুরান লেখা?এই প্রশ্নে ভাবলাম কি হলো আবার লেখায়? 😀
হিলিয়াম এইচ ই
আমার পছন্দের গান!!! 🙂
লীলাবতী
আমারো পছন্দের।
নীতেশ বড়ুয়া
সাত সকালে গানটি শুনে শুনে নষ্টালজিক হয়ে গেলাম গো লীলাপু…
লীলাবতী
অত্যন্ত ভালো লাগা একটি গান।নষ্টালজিক হবারই কথা ভাইয়া।
নীতেশ বড়ুয়া
(3 (3 (3 (3 -{@ -{@
লীলাবতী
এত্ত কিছু রাখুম কোথায়? 🙂
নীতেশ বড়ুয়া
কুঠুরিতে 😀
লীলাবতী
আইচ্ছা 🙂
ইমন
(y)
লীলাবতী
-{@
অরণ্য
দারুন শেয়ারিং। (y)
লীলাবতী
ধন্যবাদ অরণ্য ভাইয়া -{@
ব্লগার সজীব
এই পোষ্টটি আগে দেখিনি কেনো? শীর্ষ পঠিত পোষ্ট দেখে আসলাম।অসাধারন একট গান শেয়ারের জন্য ধন্যবাদ আপনাকে।
লীলাবতী
নিয়মিত ব্লগে না আসলে মিস তো হবেই 🙂 ধন্যবাদ সজীব -{@