প্রিয় গহীন অরন্য,
স্বপ্ন ভরা ছিল রঙিন, আমি দেখেছি সেদিন ভালোবাসার তৃষ্ণা। দ্বাদশীর রাতে খুঁজেছিলাম তাকে সারাক্ষণ। মনের ভেতর যে জলছবি আঁকা, মুক্ত বিহংগের মত ডানা মেলে দূর আকাশে উড়ে।
ঘুমের মাঝেও কে যেন ডাকে বারে বারে, দূরে আরও বহুদূরে।সাত সমুদ্র পেরিয়ে মেঘের দেশে উড়ে যাই মেঘবালিকাদের ভীরে। আচ্ছা ধরো! স্বপ্নগুলো যদি সত্যি হয়ে যায়? হুম, নিরিবিলি প্রহর খুঁজি তোমায় এসব গল্প শোনাবো বলে। কি আর করা, উদাস নয়নে ফিরে আসি সাগর তীরে।
আলো ঝলমল প্রান্তে দাঁড়িয়ে দেখেছি শিশিরের বন বীথি। গোধূলির ডাকে আকাশ আল্পনা ছড়ায় বাতাসে ভরা তার গীতি। প্রিয় আজ কি লিখবো শব্দমালা।। বুভুক্ষু প্রেম অন্তরে স্বপ্ন দেখায়। মধুকুঞ্জে অলি ধায়, ফুল ফুটে ঝরে যায়। কত আলো চারিদিকে ভূবন ভরায় মুগ্ধ নয়ন দৃষ্টিতে, জীবন তৃষ্ণা মিটবে শিশির সিক্ত হয়ে বৃষ্টিতে। আলো– আঁধারী ছুঁয়ে ছুঁয়ে অবশেষে একদিন পৌঁছে তেপান্তরের দিগন্ত জোড়া সীমানায়। আত্মজার কিণ্ণরী কন্ঠে রাগ ভৈরবী শুনে শুনে চলে যাব আমি ধীরে ধীরে। নিঃসংগ,নিঃশব্দে যাত্রা সব অদৃশ্য মায়াজালে। স্বপ্নের শেষটুকু দেখা হবেনা আর।অতপর, জীবনের অশান্ত সাগরে উঠবে ঝর, প্রবল হাওয়ার তোড়ে ভেসে যাব আমি।
সেদিন জীবনের সেলফে ধূলো জমে থাকবে। অনন্ত শূন্যতায় হবো অন্তর্লীন। শেষ হয়ে যাবে আমার কষ্টের/ গল্পের পত্রকাব্য লেখা, কাব্য অঞ্জলীর লহরী তুলে তুমি এসো দোলা দিয়ে কুঞ্জ বীথি ফোটা ফুলের মনের মাধুকরি নিয়ে। শত শত শব্দ কুড়িয়ে নিয়ে, শব্দ দিয়ে গাঁথা মালা সুনিপুণ ছন্দময়ে।
তোমার ঝরাপাতা।
৩০টি মন্তব্য
ফয়জুল মহী
এমন সবুজ সতেজ ও সজীব বনে কি ঝরাপাতা কুড়িয়ে পাওয়া যাবে।
উর্বশী
ফয়জুল মহী,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালই বলেছো মহী। কখনও গহীন অরন্যে গিয়েছো? গা ছমছম করেনা? পাওয়া যেতেও পারে। খুব ভাল থেকো, শুভ কামনা
ছাইরাছ হেলাল
সব কিছুর ই শেষ আছে, শেষ হয় ও, তবে শেষটুকু আমাদের নিয়ন্ত্রণে থাকে না.
তবুও আমরা স্বপ্ন বুনি , স্বপ্নেই বাঁচি।
উর্বশী
ছাইরাছ হেলাল ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। একদম সঠিক বলেছেন।আপনাদের ভাল লাগা, আমার প্রেরণা হিসাবে কাজ করে। আর এই ভালা বারে বারে ফিরে আসুক। অফুরান শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
চমৎকার ভাবনাময় চিঠি লেখা আসলেই এখনকারে দিনে চিঠি লেখা হয় আপু
উর্বশী
আলমগীর সরকার লিটন ভাই,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সঠিক বলেছেন ভাই। আপনাদের ভাল লাগা আমার প্রেরণা হিসাবে কাজ করে। আর এটি বারে বারে চাই। খুব ভাল থাকুন, শুভ কামনা
রোকসানা খন্দকার রুকু।
“সেদিন জীবনের সেলফে ধূলো জমে থাকবে। অনন্ত শূন্যতায় হবো অন্তর্লীন। শেষ হয়ে যাবে আমার কষ্টের/ গল্পের পত্রকাব্য লেখা, কাব্য অঞ্জলীর লহরী তুলে তুমি এসো দোলা দিয়ে কুঞ্জ বীথি ফোটা ফুলের মনের মাধুকরি নিয়ে। শত শত শব্দ কুড়িয়ে নিয়ে, শব্দ দিয়ে গাঁথা মালা সুনিপুণ ছন্দময়ে।”
ভাষার ছনদময়তায় বিমোহিত হলাম।
দারুন।
উর্বশী
রোকসানা খন্দকার রুকু আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । এটাতো আমার সৌভাগ্য বলতে পারি। আপনাদের ভাল লাগা আমার প্রেরণা হিসাবে কাজ করে। খুব ভাল থাকুন, শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
শেষটুকু অসাধারণ লেগেছে আপু। সবকিছু শেষ হয়ে যাবে, পড়ে রবে ধূলো পড়া স্মৃতি, সেলফে জমানো সবকিছু। শুধু সমস্ত স্বপ্ন , আশা বিলীন হয়ে যাবে শূণ্যতায়। শুভ কামনা রইলো আপনার জন্য
উর্বশী
সুপর্না ফাল্গুনী,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এটাই জীবনের বড় সত্য। যা উপেক্ষা করা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনাদের ভাল লাগা আমার প্রেরণা হিসাবে কাজ করে। আর এই ভাল লাগা বারে বারেই চাই।খুব ভাল থাকুন।শুভ কামনা।
ইঞ্জা
ঘুমের মাঝেও কে যেন ডাকে বারে বারে, দূরে আরও বহুদূরে।সাত সমুদ্র পেরিয়ে মেঘের দেশে উড়ে যাই মেঘবালিকাদের ভীরে। আচ্ছা ধরো! স্বপ্নগুলো যদি সত্যি হয়ে যায়? হুম, নিরিবিলি প্রহর খুঁজি তোমায় এসব গল্প শোনাবো বলে। কি আর করা, উদাস নয়নে ফিরে আসি সাগর তীরে।
বিমোহিত হলাম প্রিয় আপু।
উর্বশী
ইঞ্জা ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞত। তাহলে এবারেও পাশ করে গেলাম মনে হয়।আপনাদের ভাল লাগা, আমার প্রেরণা। আমি ভাল লেখার চেষ্টায় অধিষ্ঠিত হতে পারি। পথ চলা সুগম হয়।খুব ভাল থাকুন।শুভ কামনা।
ইঞ্জা
শতভাগ আপু, এগিয়ে চলুন সাথেই আছি।
নতুন গল্প দিয়েছি, পড়বেন প্লিজ।
উর্বশী
ইঞ্জা ভাইয়া,
শুকরিয়া। জ্বি ভাইয়া, পড়বো। দুটো প্রজেক্ট নিয়ে এত ব্যস্ত প্রানের , ভালোবাসার জায়গায় আসার সময় পার হয়ে যায়। আগামী সপ্তাহে হয়তো একটি শেষ হবে।
অশেষ ধন্যবাদ।
তৌহিদ
স্বপ্ন নিয়েই বেঁচে আছি। তবে নিজেদের কর্মদোষেই হয়তো একদিল বিলীন হবে অরণ্য! সেদিন হাহাকার করা ছাড়া আর কিছুই করার থাকবেনা।
চমৎকার লিখেছেন আপু।
উর্বশী
তৌহিদ ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার সাথে একমত পোষণ করছি। তবুও আমদের পথ চলতে হয়। খুব ভাল থাকুন,শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
গহীন অরন্যকে ঘিরে লিখেছেন চিঠি
মনের মাধুরী মিশিয়ে আপু যে আমার
শত শত শব্দ কুড়িয়ে নিয়ে,
শব্দ দিয়ে গাঁথা মালা সুনিপুণ ছন্দময়ে।
ভাল লাগলো। শুভ কামনা।
উর্বশী
সুপায়ন বড়ুয়া দাদা,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নান্দনিকভাবে ভাবেই সব সময় মন্তব্য করেন।এক অনিন্দ সুন্দরের পথকলি। খুব ভাল থাকুন,অফুরান শুভ কামনা।
রেজওয়ানা কবির
শেষেের লাইনটা অসম্ভব সুন্দর।ভালো লিখেছেন।
উর্বশী
রেজওয়ানা কবির আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার ভাল লেগেছে সেজন্য অফুরান ভালোবাসা ও শুভ কামনা। ভাল থাকুন।
খাদিজাতুল কুবরা
খুব সুন্দর ছন্দময় চিঠি।
খুব ভালো লাগলো।
নশ্বর পৃথিবীতে সবকিছুই একদিন কালের গর্ভে হারিয়ে যায়।
উর্বশী
খাদিজাতুল কুবরা আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সহমত পোষণ করছি।
খুব ভাল থাকুন, অফুরান শুভ কামনা।
আরজু মুক্তা
পাতা ঝরে বলেই, নতুন কিছু আবার জন্মায়। ডালপালা বাড়ে।
তবে, নতুন গাছ লাগিয়ে পরিবেশ কে বাঁচাতে হবে
উর্বশী
আরজু মুক্তা আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার সাথে একমত পোষণ করছি। খুব ভাল থাকবেন। অফুরান শুভ কামনা।
কামাল উদ্দিন
মন উদাস করা চিঠি। সবুজ বন বনানীতে সুখে স্বাচ্ছন্দে থাকতে কার না মন চায়, তবু এক সময় ঝরেই যেতে হয়………শুভ কামনা জানবেন আপু।
উর্বশী
কামাল উদ্দিন ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সঠিক বলেছেন। খুব ভাল থাকবেন, শুভ কামনা।
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, আপনিও ভালো থাকুন সব সময়।
উর্বশী
কামাল উদ্দিন ভাইয়,
শুকরিয়া।
সাবিনা ইয়াসমিন
স্বপ্ন গুলো যদি সত্যি হয়ে যায় তাহলে শেষ দিনেও কিছুই শেষ হতো না। পূর্ণতার আনন্দ নিয়ে পাড়ি দেয়া যেতো মহাশূন্যের পথ।
লেখাটি বেশ ভালো লাগলো আপু।
ভালো থাকুন, অজস্র শুভ কামনা 🌹🌹
উর্বশী
সাবিনা ইয়াসমিন আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। হয়তো তাই হতো। খুব ভাল থাকুন,অফুরান ভালোবাসা রইলো।