তোমার জন্য নীলচে তারার
————অর্ণব চৌধুরী
তোমার জন্য নীলচে তারার একটু খানি আলো
ভোরের রঙ রাতের মিশকালো।
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো
ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে
এক মুঠো রোদ আকাশ ভরা তারা
ভিজে মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে
তোমার জন্য এতোগুলো রাত অধীর জেগে থাকা
তোমায় ঘিরে আমার ভালো লাগা
আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে
ভালবাসার পাখি মেলে মন ভোলানো পাখা।
ডাউন লোড করুন/শুনুন
চলো বদলে যাই
—-আইয়ুব বাচ্চু
সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দু্ঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি
কিভাবে এত বদলে গেছি এই আমি।
বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চলো বদলে যাই..
তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিলো যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।
কত রাত আমি কেদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে
শূণ্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও..
তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিলো যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।
যতবার ভেবেছি ভুলে যাবো,তারও বেশি মনে পড়ে যায়
ফেলে আসা সেই সব দিন গুলো
ভুলে যেতে আমি পারি না..
তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিলো যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।
ডাউনলোড করুন/শুনুন
মেঘের দেশ
—–মিলা
হাত ধরেছে পৃথিবী চাঁদ আছি পথে দুজন
পথের মোড়ে সূর্য এসে ঘটায় চন্দ্রগ্রহন..
তোমার পথে ধূলির কণায় আমার বিচরণ
তবু মনে মেঘ জমিয়ে ঘটাও মনের গ্রহন।
মানছি সবই মেঘেরই দোষ মেঘ ঢেকেছে মন
বলতে পারো আমি না মেঘ কে বেশি আপন।
চাঁদে গ্রহন কখন ঘটে কেউ রাখে না খোঁজ
মনের গ্রহন ভাবায় কাদায় সকাল দুপুর রোজ..
মানছি সবই মেঘেরই দোষ মেঘ ঢেকেছে মন
বলতে পারো আমি না মেঘ কে বেশি আপন।
চাঁদের উপর পড়লে ছায়া,ছায়া সরে যায়
পড়লে মনে ছায়ার আড়াল,মনটা যে কাদায়..
মানছি সবই মেঘেরই দোষ মেঘ ঢেকেছে মন
বলতে পারো আমি না মেঘ কে বেশি আপন।
ডাউনলোড করুন/শুনুন
ধূসর সময়
—-আর্টসেল
নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি
শত রঙে রাঙিয়ে মিথ্যে কোন স্পন্দন..
আলোর নিচে যে আধার খেলা করে
সে আধারে শরীর মেশালে।
আজ আমি ধূসর বিরঙীন সময়ে
পথ হারাই তোমাতে..
জীবনের কাটাঁ তারে তুমি
অন্তঃমিলের অপূর্ণতায়।
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যায় অনাবিল আকাশে
শূণ্যতায়..তবু আমি।
কি খুজি মানুষের বিষাদের চোখে
কোথায় আলোর উৎসবে স্বপ্নের প্রতিবিম্ব ভাঙে..
একা একা আমি থাকি দাড়ায়ে
স্মৃতির ঝড় বাতাসে দুজনার শরীর মেশালে।
আজ আমি ধূসর বিরঙীন সময়ে
পথ হারাই তোমাতে..
জীবনের কাটাঁ তারে তুমি
অন্তঃমিলের অপূর্ণতায়।
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যায় অনাবিল আকাশে
শূণ্যতায়..তবু আমি।
ডাউনলোড করুন / শুনুন
২০টি মন্তব্য
জিসান শা ইকরাম
অনেক দিন পরে পোস্ট দিলেন ।
গান গুলো সুন্দর ।
লীলাবতী
সময় পাচ্ছিনা তেমন জিসান ভাই।
আদিব আদ্নান
ভাবছি শুনব এবার ।
লীলাবতী
শুনবেন ভালো লাগবে আশাকরি ।
বনলতা সেন
গানগুলো আমারো প্রিয় গান। কমন পরে গেল।
লীলাবতী
তাই নাকি ? চিমটি 🙂
শিশির কনা
আপনার আর আমার তো পছন্দ এক । আমারও প্রিয় গান।
লীলাবতী
আরে সবার পছন্দ এক হলো কিভাবে ?
"বাইরনিক শুভ্র"
মিলার গানটা ছাড়া বাকি গুলো আমারও খুব প্রিয় গান । ( একটা গোপন কথা বলি আমার দিদার নামও লীলাবতি)
লীলাবতী
🙂 তাহলে তো আপনি আমার নাতী 😛
"বাইরনিক শুভ্র"
হুম তাই ই হয়ে গেলাম ।
লীলাবতী
আচ্ছা আজ হতে আমি আপনার দিদা 🙂
Sornolota
ধন্যবাদ
লীলাবতী
আপনাকেও ধন্যবাদ ।
ছাইরাছ হেলাল
শুনে ভালই লাগল ।
লীলাবতী
তাই ? ধন্যবাদ তো প্রাপ্য আমার 😛
যাযাবর
গানগুলো সুন্দর । মিলার গানটি প্রথম শুনলাম।
লীলাবতী
আমার প্রিয় গান , ভালো লাগতেই হবে।
হতভাগ্য কবি
কি খুজি মানুষের বিষাদের চোখে
কোথায় আলোর উৎসবে স্বপ্নের প্রতিবিম্ব ভাঙে.. গান্টা ভালো লাগে, পৃথিবীর সকল গান ভালো লাগে। 🙂 এমন লিখা চলুক
লীলাবতী
হতভাগ্যকে মিস করি 🙁