গতরাতে যা লিখেছি,
ধরে নাও, উড়িয়ে দিলাম ঐ নীল আকাশে, তোমার তরে।
তোমার নীলের বুকে হোক তার আশ্রয়। এক ফোটা সাদা মেঘে তার ছবি একেঁ নিও
তোমার বুকের একবিন্দু নীল ঢেলে দিও তাতে
তোমার শব্দের ছোঁয়ায় ও একবিন্দু নীলে
বিবর্ণ সে সব শব্দে আমার প্রাণ আসুক।
বলেছিলে ভালো থেকো,
ভালো আছি, কবি
ভালো থেকো ওপারে তুমিও।
কবি রুদ্রর জন্ম দিনে বিনম্র শ্রদ্ধা।
ছোটবেলায় দু’বার গিয়েছিলাম বড় আপার সাথে মিঠেখালির বাড়িতে। শিমু আপা, বাণী আপা, ববি আপা, বড় আপা একসাথে পড়তো।
,,,,,,,, মৌনতা রিতু,,,,,,,
১৬/১০/১৭
১১টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
বিনম্র শ্রধা।
মৌনতা রিতু
ধন্যবাদ মজিবর ভাই। ভালো থাকবেন।
মোঃ মজিবর রহমান
হুম! ভাল থাকুন।
মোঃ মজিবর রহমান
শব্দ গুচ্ছ অনেক ভাল লেগেছে আপু।
ইঞ্জা
কবির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
সুনির্মিত কাব্য, ভালো লাগারই কাব্য।
মৌনতা রিতু
ধন্যবাদ ভাইজু। ভালো থাকবেন।
ইঞ্জা
শুভেচ্ছা ও শুভকামনা আপু
জিসান শা ইকরাম
ভাল থাকুক কবি ওপারেও।
সুন্দর শ্রদ্ধাঞ্জলী।
মৌনতা রিতু
ধন্যবাদ।
মৌনতা রিতু
ধন্যবাদ ভাই।
নীলাঞ্জনা নীলা
“আমি দূরে যাই
স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা
চন্দন চুয়া, সারাটি রাত্রি ভাসো উদাসীন
বেদনার বেনোজলে
এতো সহজেই ভালোবেসে ফ্যালো কেন?”——রুদ্রের কবিতা আমাকে প্রেমের কথা ভাবতে শেখায় অক্ষরে, কাগজে-কলমে।
দারুণ লিখেছো আপু।