মাঝে মাঝে কিছু কবিতা ভাল লেগে যায়।মনে মনে আবৃত্তি করতে থাকি।আজ ভোর থেকে এই কবিতার মাঝে আছি।সোনেলায় শেয়ার করার ইচ্ছে হলো।আশাকরি ভাল লাগবে সবার।
পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক
আমরা তখন প্রেমে পড়বো
মনে থাকবে?
বুকের মধ্যে মস্তো বড় ছাদ থাকবে
শীতলপাটি বিছিয়ে দেব;
সন্ধে হলে বসবো দু’জন।
একটা দুটো খসবে তারা
হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে,
কান্ত কবির গান গাইবে
তখন আমি চুপটি ক’রে দুচোখ ভ’রে থাকবো চেয়ে…
মনে থাকবে?
এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব
এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন
এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন
মনে থাকবে?
আমি হবো উড়নচন্ডি
এবং খানিক উস্কোখুস্কো
এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব
তুমি কাঁদলে গভীর সুখে
এক নিমেষে সবটুকু জল শুষে নেব
মনে থাকবে?
পরের জন্মে কবি হবো
তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধবো।
তোমার অমন ওষ্ঠ নিয়ে
নাকছাবি আর নূপুর নিয়ে
গান বানিয়ে__
মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো…
মনে থাকবে?
আর যা কিছু হই বা না হই
পরের জন্মে তিতাস হবো
দোল মঞ্চের আবীর হবো
শিউলিতলার দুর্বো হবো
শরৎকালের আকাশ দেখার__
অনন্তনীল সকাল হবো;
এসব কিছু হই বা না হই
তোমার প্রথম পুরুষ হবো
মনে থাকবে?
পরের জন্মে তুমিও হবে
নীল পাহাড়ের পাগলা-ঝোরা
গাঁয়ের পোষাক ছুড়ে ফেলে
তৃপ্ত আমার অবগাহন।
সারা শরীর ভ’রে তোমার হীরকচূর্ণ ভালোবাসা।
তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল।
আমার অনেক কথা ছিল
এ জন্মে তা যায়না বলা
বুকে অনেক শব্দ ছিল__
সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক
কাব্য করে বলা গেল না!
এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে
পরের জন্মে মানুষ হবো
তোমার ভালোবাসা পেলে
মানুষ হবোই__ মিলিয়ে নিও!
পরের জন্মে তোমায় নিয়ে…
বলতে ভীষণ লজ্জা করছে
ভীষণ ভীষণ লজ্জা করছে
পরের জন্মে তোমায় নিয়ে…
মনে থাকবে?
১৭টি মন্তব্য
আবু জাকারিয়া
হ্যা ভাল লাগল। আবৃতিটা সময় করে শুনব ও ভাল করে বোঝার চেষ্টা করব।
শিশির কনা
শুনবেন মনে করে।ভাল লাগবেই।
ছাইরাছ হেলাল
কবিতার মতই সুন্দর আবৃত্তিটা শুনলাম।
শিশির কনা
কবিতাটি পুর্বেই পড়েছি।আবৃত্তির লিংক পেলাম গতকাল 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সুন্দর মনের অধিকারি
কবিতায় ছুয়ে যায় তার মন -{@
শিশির কনা
কাব্যিক মন্তব্য করায় ধন্যবাদ মনির ভাইয়া -{@
খেয়ালী মেয়ে
ধন্যবাদ শেয়ার করার জন্য–
আবৃত্তিটা অনেক ভাল লাগলো -{@
শিশির কনা
আমারো।কিছু কিছু গান কবিতা হঠাৎ ভাল লেগে যায় -{@
নুসরাত মৌরিন
“এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে
পরের জন্মে মানুষ হবো
তোমার ভালোবাসা পেলে
মানুষ হবোই__ মিলিয়ে নিও”!
দারুন দারুন দারুন লাগলো… -{@ (y)
শিশির কনা
কিছুটা ভয়ে ভয়ে কবিতা শেয়ার দিলাম,ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে আপু -{@
জিসান শা ইকরাম
ইচ্ছে পুরন হোক আপনার 🙂
আগাম শুভেচ্ছা আর অভিনন্দন -{@
এমন কবিতা শেয়ারের জন্য ধন্যবাদ।
শিশির কনা
দোয়া করবেন ভাইয়া 🙂
শুন্য শুন্যালয়
চমৎকার কবিতা। সাথে আবৃত্তিটাও বেশ ভালো লেগেছে।
সবকিছু কড়ায় গন্ডায় মিলিয়ে নেব, মনে না থাকলে খবর আছে। -{@
শিশির কনা
মনে থাওবে তো ? 🙂 -{@
শিশির কনা
মন জুড়াতে পেরে ধন্য আমি -{@
শিশির কনা
:p আচ্ছা দেখা যাবে -{@
শিশির কনা
আমারও খুব ভাললাগে ভাইয়া।