নদীর ওপারে ঘন কুয়াশায়
কুয়াশার ফুল কুড়াতে এলে —
মাঝখানে আজ বহমান পানি রচে ব্যবধান।
রচে ব্যবধান তোমার-আমার,
রচে ব্যবধান দুই বাংলার, তাই কি এলে?
ওপারের মেয়ে, সব কাজ ফেলে তাই কি এলে?
কুয়াশার সেতু বাঁধবে বলে তাই কি এলে?
রেলগাড়ী ঐ চলে গেল শোনো রাত্রি চীরে,
কথা ডুবে গেল অতল তিমিরে।
অপলক তুমি চেয়ে আছ মুখে,
অপরিচিতা —
কুয়াশায় গড়া অলীক মানবী কুয়াশাবৃতা।
ভেঙে-ভেঙে যায় কুয়াশার সেতু,
উঠেছে হাওয়া মুহূর্ত যায়
ছিঁড়ে চলে গেলে গল্প-কায়া — পাগল হাওয়া।
রক্তে জোয়ার হল দুর্বার — তোমাকে চাওয়া, তোমাকে চাওয়া।
কাফের, তোমাকে ভালবাসলাম বলে
ছায়া মরে গেল,
তারা নিভে গেল,
সাগর উঠল জ্বলে।
মহাকাশ জুড়ে উল্কাবৃষ্টি,
শিহরিত হল সকল সৃষ্টি,
পাহাড় পড়ল টলে।
এ দুঃসময়, এ ঘোর প্রলয়,
কেবল তোমাকে ভালবাসলাম বলে।
কাফের, তোমাকে ভালবাসলাম বলে
অকালবোধনে বসন্ত এল,
কৃষ্ণচূড়া অবনত হল ফুলে।
চরাচর জুড়ে এল হাওয়া উত্তাল,
নাচে ধমনীতে শোণিতের স্রোতে
উদ্দাম মহাকাল,
কাফের, তোমাকে ভালবাসলাম বলে।
অনেক অনেক অনেক প্রিয় ‘গয়নার বাক্স’ মুভির একটি গান।।
যতবার শুনি ভালো লাগে, মনে হয় এমন করে যদি কেউ কোনদিন গাইতো আমার জন্য।। কেউ লিখতো এমন করে একটি গান।।
১৪টি মন্তব্য
নীলকন্ঠ জয়
লিঙ্ক ঠিকঠাক আছে। গানটি আমি প্রথম শুনলাম। ভালো লেগেছে খুব।
অনেক ধন্যবাদ । -{@
মিথুন
ধন্যবাদ ভাইয়া গানটি শুনেছেন বলে .
জিসান শা ইকরাম
গানটি আমিও প্রথম শুনলাম ।
কথাগুলো খুবই সুন্দর ।
শেয়ারের জন্য ধন্যবাদ ।
এমন গানের শেয়ার আরো দিবেন আশাকরি ।
মিথুন
ধন্যবাদ ভাইয়া. হ্যাঁ কথাগুলো অনেক সুন্দর.
শিশির কনা
অসাধারণ লাগলো গানটি আপু। মুভিটি দেখিনি , এই গান শুনে এখন গয়নার বাক্স দেখতেই হবে 🙂 ধন্যবাদ আপনাকে।
মিথুন
হুম মুভিটি বেশ মজার, সময় পেলে দেখেন.
ধন্যবাদ শিশির কনা আপুকে.
ছাইরাছ হেলাল
এ গানটি যে কতবার শুনেছি গুনে রাখিনি ।
অনেক অনেক সুন্দর ।
মিথুন
আমিও শুনি অসংখ্যবার. আপনার ও ভালো লাগে শুনে ভালো লাগলো .
খসড়া
আমারও অনেক প্রিয় গান।
মিথুন
তাই ভাইয়া, তাহলে তো আপনার সাথে আমার মিল আছে 🙂
বনলতা সেন
এখুনি শুনলাম , ভাল ও লাগল ।
মিথুন
শুধু ভালো? 🙁 আমার যে ভীষণ ভীষণ প্রিয়।
ব্লগার সজীব
আমি এই পোষ্টটি দেখিনি। অনেক অনেক ভালো একটি গান। ছবিটি দেখতে হবে।
মিথুন
মুভিটি দেখুান ভাইয়া, ভালো লাগবে।