কি আর করা কথার সাথে এখন কোন রকম গানটা গেয়ে দিলাম, আপনাদের জন্য, উন্মাদীয় উপহার । সাথে আর একখান ফাও গান। শুইন্না কইয়েন কেমন হইছে? 😀
………………………………………………………………………………………………….
প্রিয়তমা কেমন আছো-গো তুমি?
কতদিন হলো দেখিনি তোমায়
কতদিন চিঠি লেখনি আমায়
তোমারি বিরহে, নিরবে বিজনে
স্মৃতি দ্বীপজ্বালি আমি।।
তুমি কি এখনো আগের মতই
হাসো আর গান গাও?
মনের নদীতে এখনো কি বাও
মূয়ুর কন্ঠী নাও।।
তোমায় ভেবে কাটে-যে আমার
কত রাত রজনী,
তুমি যে আমার কতই আপন
তুমি তা বোঝ-নি।।
প্রিয়তমা প্রিতি নিও-চিঠি লেখ
ইতি তোমার আমি।।
২২টি মন্তব্য
নীহারিকা
এ যুগে কেউ চিঠি লিখে না ভাই। মোবাইলটা চেক করে দেখেন, এস এম এস এসেছে নিশ্চই।
সীমান্ত উন্মাদ
মোবাইলে প্রতিদিন অফিসের এস এম এস ছাড়া আর কোনো এস এমএস আসে না। তাই আমি পুরুনো যুগের মত চিঠির কাছে ধরনা দিলাম।
রিমি রুম্মান
উন্মাদীয় গানখানা গাইতে গিয়ে উন্মাদনা বেড়ে গেলো … :p
সীমান্ত উন্মাদ
গান তো দুইখান ছিল, কোনখানের কথা কইতেছেন।
শুন্য শুন্যালয়
গানটাতো বড়ই সৌন্দর্য ভাইয়া, কিন্তু লিঙ্ক ওপেন হয়না ক্যানে? ;?
সীমান্ত উন্মাদ
আমার একখান থেইকা তো অপেন হইতাছে, প্রথম খান আগে ডাউনলোড দিয়া লইতে হবে। কারন ঐখান মোবাইলে রেকর্ড করা, আর পরের খান মিডিয়া ফেয়ার থাইকা শুনা যাইবে। আমিতো এখান থেইকা শুনতে পারতাছি, আপনার ঐখানে কোনো সমস্যা আছে মনে লয়। ;?
সীমান্ত উন্মাদ
http://www.mediafire.com/download/2rzx8lizq02aufr/Record009.amr
http://www.mediafire.com/listen/4mp6uz1q46s41ru/Master.mp3
এইবার পান কিনা দেখেন।
শুন্য শুন্যালয়
গানটি আগেই ফেসবুক লিঙ্ক থেকে শুনে ফেলেছি, আপনি তো দারুন গান গান রে ভাই …
চলুক এভাবেই, আরো শুনতে চাই…
রাসেল হাসান
🙂
সীমান্ত উন্মাদ
🙂
খসড়া
ভাল আছি ভাল থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো।
সীমান্ত উন্মাদ
কি আর করা, একখান কথা ভাই চিঠিতো আকাশের ঠিকানায় লেখা যায়, এসএমএস কি পাঠান যায়। :p
জিসান শা ইকরাম
ভালো গান , কিন্তু লিংক আসেনাই কেন ?
সীমান্ত উন্মাদ
মামা আমার এখান থেকেতো উপরে লিংক শো করতেছে, বুঝলাম না। আপনারা পাচ্ছেন না কেন??
সীমান্ত উন্মাদ
http://www.mediafire.com/download/2rzx8lizq02aufr/Record009.amr
সীমান্ত উন্মাদ
http://www.mediafire.com/listen/4mp6uz1q46s41ru/Master.mp3
সীমান্ত উন্মাদ
http://www.mediafire.com/listen/4mp6uz1q46s41ru/Master.mp3
এইবার পান কিনা দেখেন।
আমীন পরবাসী
ভাই প্রিয়তমা ভাল আছে আপনিও ভাল থাকুন। আপনি ভালো থাকলে আমরা ভালো থাকব সেটা মনে রেখে আপনাকে অবশ্যই ভাল থাকতে হবে।
সীমান্ত উন্মাদ
হা হা। ভাই মন্তব্যের জন্য ধন্যবাদ এবং শুভকামনা। তবে কি জানেন, কিছু কিছু সময় থাকে যখন স্মৃতি অনেক বেদনা দায়ক হয়ে ধরা দেয় আর বলতে ইচ্ছে করেঃ স্মৃতি তুমি বেদনা কেন? :p
ছাইরাছ হেলাল
আপনার ভাল থাকা জরুরী ।
তাহলে আমরা আরও কিছু পড়তে পারব ।
আফ্রি আয়েশা
//কতদিন হলো দেখিনি তোমায়
কতদিন চিঠি লেখনি আমায়
তোমারি বিরহে, নিরবে বিজনে
স্মৃতি দ্বীপজ্বালি আমি।।//
গানের কথা গুলি সুন্দর 🙂
সীমান্ত উন্মাদ
গানের রেকর্ডটা শুনতে পাইছো?