২১-৫-২০১৩……………বিকেল …৩-৫০
ছোট ভাই – বন্ধুর বাবার অসুস্থতায়…………………………
অন্ধকার মৃত্যু সন্ধ্যায় নিরুদ্দিষ্ট অন্ধ পরিণতির অনাবিষ্কৃত অন্তরীপে বিকিকিনি রক্ত-মুদ্রায় ; রক্তস্নাত নীল রোগী পুরোই সুস্থ প্রচণ্ড অসুস্থতায় ও ! সাবলীল চঞ্চলতায় প্রাণবন্ত সব কিছু জেনে বুঝেও । নিঃশব্দ চোখজলের ভিড়ে অনুজ্জ্বল সূর্য , বৃষ্টিময় মেঘেদের হুড়োহুড়ি ছুটোছুটি । সময়ের পরতে পরতে মৃত্যুর হাতছানি , লুকোচুরি , এলো-চুলে পরিপাটী আলুথালু বেশে , অব্যর্থ লক্ষে ঝাঁপ দেয়ার অপেক্ষা মাত্র । ‘ছেড়ে দিলাম এ যাত্রাতেও ’। হঠাৎ আলোর ঝলকানি উদ্ভাসিত দিগন্তে । ইট কাঠ লোহাদের সরব পাদচারণা …………………
১৯টি মন্তব্য
"বাইরনিক শুভ্র"
সুস্থ হয়ে উঠুক দ্রুত, এই কামনা করি । লিখেছেন কিন্তু খুবই ভালো ।
আদিব আদ্নান
পড়ে প্রশংসার জন্য ধন্যবাদ , তবে ভালো লেখা কীনা এখনও বুঝতে পারছি না ।
বনলতা সেন
দ্রুত সুস্থতা কামনা করছি । লেখায় মুগ্ধ হলাম ।
আদিব আদ্নান
আমিও সুস্থতা কামনা করছি । মুগ্ধ !!!!!!!!!!!!!!!!!!!!!!
ছাইরাছ হেলাল
কিছুটা বুঝতে পারি , তবে সবটা নয় । আর একটু বললে ভাল হত ।
আদিব আদ্নান
কতটা বুঝিয়ে বলতে পারব জানি না , তবে চেষ্টা করছি এবারে ।
জীবন কী , কেন এবং কীভাবে বা জীবনের লক্ষই বা কী এসব না জেনেও প্রান্ত সীমায় এসে জীবনের
সব হিসেব দিতে হয় সময়ের কাছে কড়ায় গণ্ডায় , এখানে বিনিময়ের মাধ্যম রক্ত-মুদ্রা । এমন কঠিন
অবস্থায় রোগী কিন্তু স্বাভাবিক , এটাই অবাক । স্ত্রীর সব হারানোর ভয়ে নিরব অশ্রুপাত ও ভীত ছেলে মেয়ের ছুটোছুটি । মৃত্যুর হাতছানির মধ্যেও আশাবাদ বেঁচে যাওয়ার বা বেঁচে থাকার এবং শেষে আবার যথানিয়মে ইট কাঠের কাছে ফিরে যাওয়ার ।
জানিনা আসলেই সব বলতে পারলাম কীনা ।
ছাইরাছ হেলাল
বুঝিয়ে বলার জন্য অনেক ধন্যবাদ ।
জিসান শা ইকরাম
আপনার শব্দ ভান্ডার অনেক সমৃদ্ধ ।
সুস্থতা কামনা করছি ওনার ।
আদিব আদ্নান
হা হা , শব্দ খুঁজে হয়রান সারাক্ষণ ।
অবশ্যই সুস্থতা কামনা করছি ।
শিশির কনা
সুস্থতা কামনা করছি দ্রুত। লেখার মান নিয়ে মন্তব্য করার সাহস হলো না ভাইয়া।
আদিব আদ্নান
সর্বশেষ খবরানুযায়ী ক্রম সুস্থতায় আছেন ।
সাহস করেই দেখুন একবার ।
যাযাবর
আল্লাহ যেন তাঁকে দ্রুত রোগ মুক্ত করেন। আমীন । লেখায় ভালো লাগা ।
আদিব আদ্নান
অবশ্যই আল্লাহ ক্ষমাশীল ।
আপনাকে ধন্যবাদ ।
সোনিয়া হক
সুস্থ কি হয়েছেন উনি ? সুস্থতা কামনা করছি।
আদিব আদ্নান
বারডেমে আছেন , একটু সময় নেবে ,তবে আপাতত ভয়ের কিছু নেই ।
লীলাবতী
আল্লাহ্ যেন দ্রুত সুস্থ করে দেন ওনাকে।
আদিব আদ্নান
আমরাও আল্লাহর কাছে আপনার মত করেই সুস্থতার প্রার্থনা করছি ।
হতভাগ্য কবি
লেখা পড়ে অনুভুতিটা ধরতে পারছি কিছুটা। তিনি পূর্ণ সুস্থতা লাভ করুন এই প্রার্থনা করছি।
আদিব আদ্নান
আল্লাহর রহমতে উনি প্রায় সুস্থ হয়ে উঠেছেন ।
এত পুরোন লেখা পড়ছেন দেখে ভাল লাগল ।