প্রার্থনা

প্রিন্স মাহমুদ ২৭ ডিসেম্বর ২০১৩, শুক্রবার, ০৩:৪৮:৩৪পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য

হে আকাশ ! অনন্ত নক্ষত্রবীথি 

সারারাত আমি দেখি ক্লান্তি নিয়ে

তোমাদের ; ছড়ানো ছিটানো তারাদের ..

ধোঁয়া ধোঁয়া জোছনা ; আলোকবর্ষ দূরের গ্রহগুলো

শুধু আনন্দময় নিশি যাপনের জন্য ।

 

যেদিন নিঠোল অন্ধকারে চলে

যাবো একা ‘ একাকী

গভীর জিজ্ঞাসার স্বাদ নিয়ে ..

সেদিন যেন কালবৈশাখী হয়

আমারই জন্য ..

 

প্রিন্স মাহমুদ ।

( যে হারে বাজে লিখছি আমার লেখা না পরাই ভালো )

৫০৮জন ৫০৮জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ