হে আকাশ ! অনন্ত নক্ষত্রবীথি
সারারাত আমি দেখি ক্লান্তি নিয়ে
তোমাদের ; ছড়ানো ছিটানো তারাদের ..
ধোঁয়া ধোঁয়া জোছনা ; আলোকবর্ষ দূরের গ্রহগুলো
শুধু আনন্দময় নিশি যাপনের জন্য ।
যেদিন নিঠোল অন্ধকারে চলে
যাবো একা ‘ একাকী
গভীর জিজ্ঞাসার স্বাদ নিয়ে ..
সেদিন যেন কালবৈশাখী হয়
আমারই জন্য ..
প্রিন্স মাহমুদ ।
( যে হারে বাজে লিখছি আমার লেখা না পরাই ভালো )
৯টি মন্তব্য
শুন্য শুন্যালয়
যেদিন নিঠোল অন্ধকারে চলে
যাবো একা ‘ একাকী
গভীর জিজ্ঞাসার স্বাদ নিয়ে ..
সেদিন যেন কালবৈশাখী হয়
আমারই জন্য …খুব ভালো লাগলো (y)
লেখা মোটেও বাজে হচ্ছে না. একটু মনে হয় অস্থির আপনি, সব ঠিক হয়ে যাবে.
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
বাজে লেখার মাঝে ও ভালো লেখা ফুটিয়ে তোলার ক্ষমতা আপনার আছে। ধন্যবাদ।
লীলাবতী
ভালো লেগেছে খুব (y)
খসড়া
ঘন কুয়াশায় আকাশতো দূরের কথা ১০ইঞ্চি দূরের গাড়ির লাইট দেখা যাচ্ছে না। ৩৫মিনিটের রাস্তা দেড় ঘন্টা ধরে চলছি স্পিড ২০কিমি।
কবিতা সুন্দর হইছে 🙂
হলুদ পরী সাদা নাকফুল
হুম সেদিন যেন কালবৈশাখী হয় ………… দোয়া করে দিলাম।
নীলকন্ঠ জয়
হুম না পড়েই নক্ষত্রবিথির সৌন্দর্য্য অবলোকন করে ফেললাম। :D)
জিসান শা ইকরাম
আচ্ছা , কাল বৈশাখী শুধু কবির জন্য হলে , আমরা বেঁচে যাই ক্ষয়ক্ষতি থেকে 🙂
তারপরেও আমীন বলুম না
ভালো লেগেছে ।
মোঃ মজিবর রহমান
কালবৈশাখী দিক সব চুরমার করে অন্যায় অশুভকে।
ভাই লিখলেই ভালো লাগে।
মা মাটি দেশ
-{@ (y) কাল বৈশাখী আমি চাইনা